'' বাংলা সাহিত্যের আসর ''

যে সমস্ত লেখক ও লেখিকা ' বাংলা সাহিত্যের আসরে ' তাদের নির্বাচিত লেখা প্রকাশ করতে চান,তারা তাদের লিখিত বিষয় টি Microsoft Words - এ লিখে অথবা Photo Shop -এ চিত্রসহ বিষয়টি প্রস্তুত করে samarkumarsarkar@yahoo.co.in বা samarkumarsarkar@gmail.com -এ E-mail করে পাঠিয়ে দেবেন । সদস্য হবার জন্য ও মন্তব্য লেখার জন্য Google Friend Connect ব্যবহার করুন। ব্লগ টিকে আপনাদের Face Book-এ Share করুন।

Sunday, September 1, 2013

কুকুরের গাড়ী - সমর কুমার সরকার / শিলিগুড়ি



কুকুরের গাড়ী

পেট্রোল,ডিজেলের দাম গেছে বেড়ে,

সাধ্য কি গরীবের সখে গাড়ী চড়ে ?
রিক্সাতে চড়লেই দশ-বিশ চায়,
দকে পড়ে গেছে যার কম-জোরি আয়।
সাইকেল থাকে যদি,খরচ টা কম,
বেশী দূরে যেতে হলে লাগে বড় দম।
সবচেয়ে ভালো,যদি পায়ে হাঁটা যায়,
গরীব মানুষে হাঁটে হয়ে নিরুপায়।

রোদে পুড়ে,জলে ভিজে হাঁটা যে কঠিন,
সস্তায় গাড়ী পেলে ফিরবে সুদিন। 
মগজ খাটিয়ে তাই শেখ আনসারি,
বানিয়েছে দুই চাকা কুকুরের গাড়ী।
পাড়ায় পাড়ায় ঘোরে পথের কুকুর,
এঁটো-কাঁটা দিলে খুশী,চায় না প্রচুর।
গাড়ীতে লাগিয়ে দিলে প্রাণপণে ছোটে,

কুকুরের গাড়ী চড়ে লুখে দিন কাটে।

**********************************
সমর কুমার সরকার / শিলিগুড়ি
**********************************

No comments:

Post a Comment