'' বাংলা সাহিত্যের আসর ''

যে সমস্ত লেখক ও লেখিকা ' বাংলা সাহিত্যের আসরে ' তাদের নির্বাচিত লেখা প্রকাশ করতে চান,তারা তাদের লিখিত বিষয় টি Microsoft Words - এ লিখে অথবা Photo Shop -এ চিত্রসহ বিষয়টি প্রস্তুত করে samarkumarsarkar@yahoo.co.in বা samarkumarsarkar@gmail.com -এ E-mail করে পাঠিয়ে দেবেন । সদস্য হবার জন্য ও মন্তব্য লেখার জন্য Google Friend Connect ব্যবহার করুন। ব্লগ টিকে আপনাদের Face Book-এ Share করুন।

Saturday, April 20, 2013

উদ্বোধন - সমর কুমার সরকার / শিলিগুড়ি



উদ্বোধন


বিপুল বাবু সখের কবি,বাসনা তার মনে,

ইচ্ছাপূরণ ঠিক হবে তার আগামী এক দিনে।
কাব্য লিখে কত জনের কত না উন্নতি !
মানপত্র,চাদর,মালা,সভার সভাপতি।
বাড়ী,গাড়ী,টাকা-কড়ি এ সবও আজ হয়,
সমাজেতে কল্কে মেলে বাড়লে পরিচয়।
ধন সম্পদ কম নেই তার,একটি কেবল আশা,
'কবি হয়ে সভাপতির আসনেতে বসা।'

রোজ কবিতা লেখেন তিনি শতেক কাজের ফাঁকে,

সুযোগ পেলেই বই ছাপিয়ে সাজিয়ে রাখেন তাকে।
বন্ধু,স্বজন,প্রতিবেশী পাড়ার ঘরে ঘরে,
বই বিলিয়ে বলে আসেন,"দেখুন সবাই পড়ে"।

ঘষলে পাথর তা ও ক্ষয়ে যায়,মাঙ্গনা দিয়ে এলে,
অনিচ্ছাতেও দুই এক পাতা পড়েন সবাই খুলে।
এইভাবেতে ক্রমে ক্রমে সবাই তাকে চেনে,
বই কেনে না,তবুও তাকে কবি বলেই মানে।

মন জুড়ালেও প্রাণ ভরে না,হন তিনি উতলা,

"কবির পরিচয়ে কবে পাবেন ফুলের মালা।
মান্যগণ্য লোকের মাঝে পাবেন তিনি স্থান,
সভাপতি করবে সবাই,জানাতে সন্মান।
সামাজিক ও সাংস্কৃতিক নানা অনুষ্ঠানে, 
উদ্বোধনে ডাকবে সবাই সাদর আমন্ত্রণে।"
মনের কথা রয় না গোপন,ছড়ায় কানে কানে,

বন্ধুমহল,পরিচিত,যে আছে যেখানে।

বিপুল বাবু হঠাৎ সুযোগ পেলেন বরাত জোরে!

পাড়ায় বিশাল আবাসন এক তৈরী ছিল পড়ে, 
রথযাত্রা-র শুভ দিনে হবে উদ্বোধন,
উদ্যোগীরা গিয়ে তাকে করেন নিমন্ত্রণ-
"জাঁকজমকের সাথে হবে নানা অনুষ্ঠান,

সবার শেষে খানাপিনা অঢেল অফুরান।
দাদা,তুমি পাড়ার কবি,চাইছি অনুমতি।
উদ্বোধনের অনুষ্ঠানে তুমিই সভাপতি।"

বিপুল বাবু বেজায় খুশী,মনের আবেগেতে

কয়েক হাজার টাকা তুলে দিয়ে তাদের হাতে,
বলেন-"লিখে করেছি যে অনেক উপার্জন,
সে সব নেহাত তুচ্ছ,আমার সবই 'জনগণ'।
তাদের খুশীই আমার খুশী,তাদের সুখেই সুখ,
সামান্য এই টাকায় করান তাদের মিষ্টিমুখ।

এমনি আমি চাই না,কোথাও হতে সভাপতি,
পাড়ার মানুষ ধরলেন,তাই পালটে দিলাম রীতি।" 


অনুষ্ঠানের দু'দিন আগে এমন হলো  হাল,

বদলে গেলো  সভাপতি,সবাই নাজেহাল। 
স্থানীয় এক উটকো নেতা মন্ত্রী হতে চায়,
"আমিই হবো সভাপতি"- ডেকে দিলেন রায়।
তার কথা না শুনলে পরে বিপদ হতে পারে,
উদ্যোগীরা এই ভয়েতে পড়েন আতান্তরে।
নেতার কথায় হাসি মুখেই দিয়ে আসেন সায়,
ভাবতে বসেন,কি ভাবে সব সামলে নেওয়া যায়।

উদ্যোগীরা ভাবেন- "কবির শুনলে হবে গোঁসা,
কোন ফ্যাসাদে পড়ি আবার,পাচ্ছি না ভরসা।
তার চেয়ে সব চুপ করে রই চেপে ব্যাপারটাকে,
যা হোক পরে করা যাবে,যা কপালে থাকে।
কবি হলেও লোকটা সরল,এক্কেবারে বোকা!
নইলে কি কেউ সখ করে দেয় মিষ্টি খাওয়ার টাকা?
অনুষ্ঠানে এলে,যে কেউ বসিয়ে ও কে পাশে,
গল্প করে ভুলিয়ে রেখো দিব্যি হেসে হেসে।

বিপুল বাবু সেজেগুজে রথযাত্রার দিনে,

শুরু হবার অনেক আগেই এলেন অনুষ্ঠানে।
দুই আবাসিক গল্প ক'রে ভুলিয়ে রাখে মন,

অপর দিকে অনুষ্ঠানের চলে আয়োজন।
হঠাৎ সভায় হয় ঘোষণা- "আজকে শুভ দিনে,
তরুণ নেতা রাতুল সাহা এলেন শুভ ক্ষণে।
গর্বিত আজ আমরা সবাই,ভাগ্যবান ও অতি,
আজকের এই অনুষ্ঠানে তিনিই সভাপতি।"


চমকে ওঠেন বিপুল বাবু,এটা কেমন হলো?

কেমন করে কথার খেলাপ করে মানুষ গুলো ?
সভাপতি বরণ হলো পরিয়ে ফুলের মালা,
দীপাধারে সারি সারি প্রদীপ হলো জ্বালা।
ভাষণ শেষে সভাপতি গেলেন আবাসন,
রঙ্গীন ফিতা কেটে হলো ভবন উদ্বোধন।
হাততালি আর হুল্লোড়েতে সরব সভাস্থল,
মলিন মুখে সখের কবি লুকান চোখের জল।

সভাপতি বিদায় নিলে ,বলেন ক্ষোভের সুরে,
"ডেকে এনে মান খোয়ানো সইব কেমন করে ?
মিষ্টি বাবদ গচ্ছা গেল কয়েক হাজার টাকা,
সজ্ঞানেতে তোমরা আমায় দিলে বিরাট ধোঁকা।"
উদ্যোগীরা বিপদ বুঝে ক'রে আলোচনা,
বলেন,"দাদা দ্বারোদ্ঘাটন হয়েছে আধখানা।"
মগ,বালতি,জল এনে দেয় তাদেরই এক জন, 
বলেন,"দাদা,পায়খানাটা-ই করুন উদ্বোধন।"

***********************************
সমর কুমার সরকার / শিলিগুড়ি

************************************
Creative Commons License
উদ্বোধন by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons AttributionNonCommercial-NoDerivs 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in

[<a rel="license" href="http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by-nc-nd/3.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" property="dct:title">উদ্বোধন </span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="http://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=3923320260601908517" property="cc:attributionName" rel="cc:attributionURL">সমর কুমার সরকার / শিলিগুড়ি</a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US">Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="samarkumarsarkar.blogspot.in" rel="dct:source">samarkumarsarkar.blogspot.in</a>.]

Wednesday, April 17, 2013

শপথ পালন - সমর কুমার সরকার / শিলিগুড়ি


শপথ পালন

"সহ্য আমি করবো না আর তোদের বাড়াবাড়ি,

জগৎ ছেড়ে বিদায় নেবো,গলায় দিয়ে দড়ি।"-
গৌরমোহন দাসের ছিল এটাই বাঁধা বুলি,
নিত্য অভাব সংসারে তার,নিত্য চুলোচুলি।
পিঠাপিঠি দুই ছেলে তার,মদ ও জুয়ায় নেশা,
নগদ টাকার খাঁই মিটাতে করে মেলামেশা,
ছন্ন-ছাড়া ছিঁচকে চোর আর পকেটমারের সাথে,
পুলিস আসে তাদের খোঁজে,দিনে এবং রাতে।

মান-সন্মান সব ডুবেছে, "গোদেতে বিষ ফোঁড়া",

দুই ছেলে দুই বউ এনেছে,ঝগড়ুটে,মুখরা।
ঝগড়াঝাঁটি লেগেই আছে,সঙ্গে মারামারি,
পাওনাদারের জোর তাগাদা রোজ জোটে উপরি।
মন টেঁকে না সংসারেতে,গৌরমোহন তাই-
দুঃখে বলেন,"গলায় দড়ি ছাড়া উপায় নাই।
থাকলে বেঁচে সইতে হবে,কুৎসা,কেলেঙ্কারি,
শপথ নিলাম,মুক্তি পেতে দেবই গলায় দড়ি।"
  
গ্রীষ্মের এক সন্ধ্যাবেলা,থানার পুলিস এসে,
গৌর বাবু কে ধমক লাগান,"করেন টা কি বসে ?
ছেলে দুটো চোর-ছ্যাঁচড়া,আনছে ঘরে টাকা,
দিব্যি আছেন চোখটি বুঁজে,ভিজে বিড়াল ? নেকা ?
মারবো কষে রুলের গুঁতো,হাড়ের জোড়ে জোড়ে,
ঠুঁটো হয়ে থাকতে হবে,সারা জীবন ধরে।
চুরির টাকায় পিণ্ডি গেলেন,নেই যে দেখি লাজ,
শেষ বার এই বলে গেলাম,যাচ্ছি তবে আজ।"

অপমানে,দুঃখে পাগল গৌরমোহন দাস,
গাছে ওঠেন দড়ি নিয়ে,বাঁধেন ডালে ফাঁস।
কপালে হাত ঠেকিয়ে কাঁদেন,"শোনো ভগবান,
শপথ পালন করবো আজই,রাখতে আমার মান।
কিন্তু প্রভু,কষ্ট ভীষন,গলায় দড়ি দিলে,
বিকল্প এক বুদ্ধি মাথায় এসেছে শেষ কালে।
রাখছি শপথ,ঝুলছি ফাঁসে,গোস্তাকি হোক মাফ!"
দড়ির ফাঁসে পা গলিয়ে,গৌর মারেন লাফ।

ঝপাৎ ঝপাৎ শব্দ শুনে বউ রা পেয়ে ভয়,
ছুটে আসে গাছের তলায়,চোখেতে বিস্ময়!
'ছিপের ডগায় বঁড়শি গাঁথা মাছ' যে ভাবে দোলে,
পায়ে দড়ির ফাঁসে শ্বশুর তেমনি আছে ঝুলে।
পড়শীরা সব দড়ি কেটে নামিয়ে তাকে নীচে,
বলে- "মশাই,পায়ে দড়ি কে কবে দেখেছে ?"
গৌরমোহন বলেন- "আমার পূর্ণ হলো পণ,
যান ফিরে সব আপন ঘরে,ঘুমাবো এখন।"

************************************

সমর কুমার সরকার / শিলিগুড়ি

[<a rel="license" href="http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by-nc-nd/3.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" property="dct:title">শপথ পালন </span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="http://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=8975126588666169018;onPublishedMenu=template;onClosedMenu=template;postNum=0;src=link" property="cc:attributionName" rel="cc:attributionURL">সমর কুমার সরকার / শিলিগুড়ি </a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US">Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="samarkumarsarkar.blogspot.in" rel="dct:source">samarkumarsarkar.blogspot.in</a>.]

Monday, April 15, 2013

লগনচাঁদা - সমর কুমার সরকার / শিলিগুড়ি



লগনচাঁদা

জানো কি কেউ, লগনচাঁদা হ'লে বরাত খোলে ?
যা চাও তুমি,যে করে হোক,যাবেই তাহা মিলে!
চৈত্র শেষে বৈশাখের ওই সর্ব প্রথম দিনে,
বাঙ্গালীদের ভাত রোচে না ইলিশ ভাজা বিনে।
কি আর করি ? দুঃখ ভারী,ইলিশ পাবো কোথা ?
উড়ো খবর শুনছি যে সব,ঘুরছে তা তে মাথা।
হাজার টাকা কিলো বিকায় পাঁচশো গ্রামের মাছ,
কি ভেবেছে ? খরিদ্দারের আছে টাকার গাছ ?

জীবনেতে গরীব হওয়া কি যে বিরাট জ্বালা!
বড় কঠিন সংসারেতে সামলানো সব ঠ্যালা।
ওই দুঃখেতে চিতল,ইলিশ,পাবদা,মাগুর,কই-
খাই না,শুধু বাজারেতে দেখেই খুশী হই।
আমি না খাই,কার তা তে কি ? খায় তো অপরেরা,
আগে থেকেই ফর্দ লিখে দিচ্ছে আমায় তাড়া।
চৈত্র মাসের শেষ সকালেও কষ্ট ক'রে অতি,
হ'লো না কো ইলিশ কেনা, ছিল না সঙ্গতি।

আলু,বেগুন,পটল কিনে ফিরছি তখন ঘরে,
লগনচাঁদা ব্যর্থ হবে, তা হবে কি করে ?
রাজপথের ই দুই পাশেতে ছায়া-গাছের সারি,
শহরেতে ঘুরতে আসা বাচ্চা এবং ধাড়ী-
হনুমানের দঙ্গল টা লাফিয়ে গাছে গাছে,
রাখছে নজর,কি পাওয়া যায়,দূরে এবং কাছে।
এমন সময় ওই পথেতে ছুটছিলো এক লরি,
ইলিশ মাছের ট্রে সাজানো ভর্তি সারি সারি।

হঠাৎ দেখি দলের গোদা শূণ্যেতে লাফিয়ে-
লরির উপর ঝাঁপিয়ে পড়ে,আনলো যে হাতিয়ে,
বিরাট দুটো টাটকা ইলিশ,রূপোর পাতে মোড়া,
রাজপথে তে কেউ ছিল না,শুধুই আমি ছাড়া।
গোদা হনু সামনে এলো,মুখে মধুর হাসি !
মাছ নামিয়ে রইলো খাড়া,যেন সে প্রত্যাশী।
বুঝতে পেরে আলু,বেগুন,যা ছিল সব কাছে,
বিলিয়ে দিতেই গোদা নিয়ে উঠলো গিয়ে গাছে।

সকাল বেলায় খাবার পেয়ে,ওরা বড়ই খুশী,
বিনা টাকায় ইলিশ পেয়ে,আমার মুখে ও হাসি।
বীরের মত বাড়ী এসে,ইলিশ দিয়ে হাতে-
গিন্নীকে কই,"দু'দিন যাবে,দিনে এবং রাতে।
সর্ষে-ইলিশ লঙ্কা দিয়ে বানাও দেখি কষে,
গরম গরম চা দিয়ে যাও,কাগজ পড়ি বসে।
ভাগ্যি আমি লগনচাঁদা,বরাত গেল খুলে,
নইলে দেখো,মান তো আমার যেতই যে আজ ঝুলে।।

***************************************
সমর কুমার সরকার / শিলিগুড়ি 
***************************************
Creative Commons License
লগনচাঁদা by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.Based on a work at samarkumarsarkar.blogspot.in

[<a rel="license" href="http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by-nc-nd/3.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" property="dct:title">লগনচাঁদা </span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="http://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=8320786428964787754" property="cc:attributionName" rel="cc:attributionURL">সমর কুমার সরকার / শিলিগুড়ি </a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US">Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="samarkumarsarkar.blogspot.in" rel="dct:source">samarkumarsarkar.blogspot.in</a>.]


Thursday, April 11, 2013

বাঘিনী চাই - সমর কুমার সরকার / শিলিগুড়ি


বাঘিনী চাই

সুন্দরী অথচ সে ভয়াল,
যৌবন চকচকে ধারাল,
জানা শোনা আছে কোন বাঘিনী ?
নখে,দাঁতে বড় তেজ ক্ষুরধার,
দেমাকেতে ছাড়ে ঘোর হুঙ্কার,
পরাজয় মানতে যে শেখেনি !!

জৈবিক ক্ষুধা যার উৎকট,
শিকার দেখলে করে ছটফট,
ওত পাতে,ধরবেই তখনি,
বড় বড় বাঘ যারে ভয় পায়-
দূর থেকে দেখলেই সটকায়,
এমনই চণ্ডা,রণরঙ্গিণী !!

যে বাঘ জীবনেতে ব্যর্থ,
বাঁচার জানে না কোন অর্থ,
শৃগালের মত ভীরু চাহনি।
সঙ্কোচে চিরদিন ন্যুব্জ,
শিরদাঁড়া বেঁকে চুরে কুব্জ,
'বাঘ' কিনা প্রশ্ন-ই জাগেনি।

নিছক বাঁচা কে ভেবে গৌরব,
হারায়েছে জীবনের সৌরভ,
মরতে যে ভয় পায় জীবনে,
বাঘিনী কে ভেবে 'চির-বৈরী',
শিখে পড়ে হোক আগে তৈরী,
তার পর দেখা হোক দু'জনে।

গোঁফে দিয়ে কড়কড়ে মাঞ্জা,
শেষ বার লড়ুক না পাঞ্জা,
হাড়ে হাড়ে ভেলকির ঝাঁকুনি,
ঘোর রবে ছেড়ে রণ হুঙ্কার,
ভেঙ্গে চুরে হোক সব তোলপাড়,
মোকাবিলা বাঘ আর বাঘিনী।

শুরু হোক নখে-দাঁতে সংঘাত,
ঠোঁটে,মুখে ঘর্ষণ দিন রাত,
এক দিন বশ হবে বাঘিনী,
নয় শেষে লড়াইয়ে যাবে প্রাণ,
মরলে ও বাঘ বলে পাবে মান,
তৈরী তো হবে এক কাহিনী!!

কবিতা,সে মিথ্যা বা সত্য,
থাকে তাতে গূঢ় কিছু তত্ত্ব,
মিথ্যা লেখে না কিছু লেখনী,
বাঘ যদি বাঘ বলে মান পায়,
জীবনেতে বেঁচে থাকা শোভা পায়,
সৃষ্টি যে সুন্দর তখনি।

*****************************
সমর কুমার সরকার / শিলিগুড়ি
*****************************
Creative Commons License
বাঘিনী চাই by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.Based on a work at samarkumarsarkar.blogspot.com

[<a rel="license" href="http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by-nc-nd/3.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" property="dct:title">বাঘিনী চাই</span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="http://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=553055070799443921" property="cc:attributionName" rel="cc:attributionURL">সমর কুমার সরকার / শিলিগুড়ি</a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US">Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="samarkumarsarkar.blogspot.com" rel="dct:source">samarkumarsarkar.blogspot.com</a>.]

Wednesday, April 10, 2013

মুখ ও মুখোশ - সমর কুমার সরকার / শিলিগুড়ি



মুখ ও মুখোশ

মনের মুকুর মুখ পরিমাপ করে অহরহঃ
অসাধুতা,কপটতা,আত্মশ্লাঘা,আত্মসুখ মোহ,
শরীরী ভাষার গুণে মুখে ছাপ ফেলে আকছার,
কি ভাবে লুকাবে তারে ? মুখোশ টা তাই দরকার।
মুখোশ আসলে নয় হাতে গড়া রংদার ঠুলি,
ছদ্মবেশী কপটেরা যে উপায়ে চোখে দেয় ধূলি।
নানা বেশে,নানা ছাঁদে,রূপ বদলায় বার বার,
অন্তরালে রয়ে যায় মনোভাব চির অবিকার।

সময়ের সাথে যুগ বদলায়,রাজা আসে-যায়,
মুখোস টা অবিকল থাকে শুধু মুখ বদলায়।
শোষক শাসক হয়,কখন ও বা শাসকে শোষক,
লোকাচার,কুলাচার,ধর্মাচারে যত ভেদ হোক।
নানা ছলে বাহুবলে মুখোশেতে ঢাকা যত মুখ,
নিজ পাতে টানে ঝোল,কেড়ে নেয় জনতার সুখ।
আপনার অধিকার পুরোপুরি বুঝে পেতে চাও ?
নিজেরা মুখোশ পড়ো,নয় তো মুখোশ কেড়ে নাও।।

****************************************
সমর কুমার সরকার / শিলিগুড়ি
****************************************
Creative Commons License
মুখ ও মুখোশ by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.Based on a work at samarkumarsarkar.blogspot.com

[<a rel="license" href="http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by-nc-nd/3.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" property="dct:title">মুখ ও মুখোশ</span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="http://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=2070344240976861296" property="cc:attributionName" rel="cc:attributionURL">সমর কুমার সরকার / শিলিগুড়ি</a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US">Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="samarkumarsarkar.blogspot.com" rel="dct:source">samarkumarsarkar.blogspot.com</a>.]

Tuesday, April 9, 2013

চৈত্র দিনে সেই স্বপনে - সমর কুমার সরকার / শিলিগুড়ি



চৈত্র দিনে সেই স্বপনে 

মনটা আমার শীর্ণ নদী
যেন ভাঁটার টান।
তবু কেন হয় উতলা
শুনলে কুহু তান?
বুকের কাছে চিনচিনে ভাব
হৃদয়ে ধুকপুক,
মন উদাসী,লাজুক হাসি,
কাজেতে ভুল চুক।

রক্ত পলাশ,রক্ত শিমূল,
চৈতালি এই দিনে,
কি সুখেতে জ্বলে মরিস!
প্রেমের-ই আগুনে ?
ওই রঙেতে রাঙালে হায়
মন করে আনচান।
প্রেম সাগরের অতল জলের
শুনি আহ্বান !!

কৃষ্ণচূড়ায় গোধূলি রঙ,
অপরাজিতা নীল।
প্রজাপতির রঙীন ডানায়
রোদ কাঁপে ঝিলমিল।
সবুজ পাতার ঝালরে মুখ
লুকায় রে করবী।
বসন্তের এই অন্তে কেন 
মন হারালে কবি ?

মনের আকাশ,ঝড়ের আভাস,
প্রেমের ঘনঘটা,
কি জ্বালাতন! জুড়াব মন,
বরষে না এক ফোঁটা।
খরচ তো নেই এতটুক,
 জমছে যে প্রেম ভারী।
এত প্রেমের বোঝা বলো 
বইতে কি আর পারি ?

চৈত্র শেষে বাজার জুড়ে
কেনাকাটার ধুম।
প্রেমে বোঝাই মনের গুদাম
তাই চোখে নেই ঘুম।
যে দিকে চাই,নেই কো কামাই
ক্রেতার ছড়াছড়ি,
সস্তা দরে কিছুটা প্রেম
বিক্রি না হয় করি!

কিনতে যে চাও,কিনতে পারো,
দিয়ে ভালবাসা।
ঠকবে না তা বলতে পারি
রাখতে হবে আশা।
শীর্ণ নদী দুকুল ভাসায়
পেলে বাদল ধারা,
চৈত্র দিনে সেই স্বপনে 
হোক না রে মন হারা।।

**************************
সমর কুমার সরকার / শিলিগুড়ি
**************************
Creative Commons License
চৈত্র দিনে সেই স্বপনে by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.Based on a work at samarkumarsarkar.blogspot.com

[<a rel="license" href="http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by-nc-nd/3.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" property="dct:title">চৈত্র দিনে সেই স্বপনে </span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="http://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=1682909583153468209" property="cc:attributionName" rel="cc:attributionURL">সমর কুমার সরকার / শিলিগুড়ি</a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US">Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="samarkumarsarkar.blogspot.com" rel="dct:source">samarkumarsarkar.blogspot.com</a>.]

Sunday, April 7, 2013

চলো সেথা সবে চলে যাই - সমর কুমার সরকার / শিলিগুড়ি



চলো সেথা সবে চলে যাই

চোখ মেলে সবে, দেখো কি কাণ্ড !
নিজ নাক কেটে লণ্ডভণ্ড,
পরের যাত্রা করিছে পণ্ড,
কার জেদ কত শোভা পায় !!

দেশ কল্যাণে যতেক ভণ্ড,
জাতে উপজাতে করিছে খণ্ড,
সকলেই চাহে মধুর ভাণ্ড,
যত বেশী হোক পেতে চায়।।

কেহ বা চণ্ড,ভয়াল তুণ্ড !
সতত কাটিছে পরের মুণ্ড।
কেহ বা বিনয়ী,আসলে রণ্ড,
নিজে খেয়ে ডাকে, 'এসো ভাই'-

কেহ বা শৃগাল, কেহ বা ষণ্ড,
সকলেই চাহে 'মধুর ভাণ্ড'!
শান্তি মিলিবে কোথা দু দণ্ড ?
চলো সেথা, সবে চলে যাই।।

*****************************
সমর কুমার সরকার / শিলিগুড়ি
******************************
Creative Commons License
চলো সেথা সবে চলে যাই by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.Based on a work at samarkumarsarkar.blogspot.in

[<a rel="license" href="http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by-nc-nd/3.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" property="dct:title">চলো সেথা সবে চলে যাই</span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="http://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=2407644406633203984" property="cc:attributionName" rel="cc:attributionURL">সমর কুমার সরকার / শিলিগুড়ি</a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US">Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="samarkumarsarkar.blogspot.in" rel="dct:source">samarkumarsarkar.blogspot.in</a>.]