'' বাংলা সাহিত্যের আসর ''

যে সমস্ত লেখক ও লেখিকা ' বাংলা সাহিত্যের আসরে ' তাদের নির্বাচিত লেখা প্রকাশ করতে চান,তারা তাদের লিখিত বিষয় টি Microsoft Words - এ লিখে অথবা Photo Shop -এ চিত্রসহ বিষয়টি প্রস্তুত করে samarkumarsarkar@yahoo.co.in বা samarkumarsarkar@gmail.com -এ E-mail করে পাঠিয়ে দেবেন । সদস্য হবার জন্য ও মন্তব্য লেখার জন্য Google Friend Connect ব্যবহার করুন। ব্লগ টিকে আপনাদের Face Book-এ Share করুন।

Saturday, March 10, 2012

আমি চির বাঙ্গালী - সমর কুমার সরকার / শিলিগুড়ি






আমি চির বাঙ্গালী 

আমি  উন্নত শির তুলি,
          গর্বেতে পথ চলি।
                        'মাতৃভাষা' বাঙলা আমার,
               বাঙলাতে কথা বলি
                  মোর একটিই পরিচয়,
            নাহি তাতে সংশয়,
                             ধমনী তে বহে বাঙ্গালী রুধির,
           আমি চির বাঙ্গালী।

আমি   মানি না দেশ ও কাল 
    দ্বন্দ্ব,কূটকচাল, 
                            মানুষের গড়া কাঁটা তারে ঘেরা
             সীমানার বেড়া-জাল।
                        দুই পারে দুই বাঙলা লালিত 
                         মন টি আমার সদা প্রসারিত, 
                             শুধু খুঁজে ফেরে,মানুষের ভীড়ে 
     বঙ্গভাষী-র দল।

আমি    মানি না কো ব্যবধান,
   হিন্দু-মুসলমান,
                          হাতে হাত ধরে,যদি মিঠা সুরে
             বাঙলা-তে গাহে গান।
                            এ-পার বাঙলা মোর সব কিছু ,
                             ও-পার বাঙলা সদা ডাকে পিছু ,
                             'এ-পার','ও-পার' দু-পার জুড়িয়া
           ভরিয়াছে মোর প্রাণ।

         আমি     মানি না সাধু বা ফকিরের বুলি,
                      ফন্দি-ফিকিরে কভু নাহি ভুলি,
       মানব ধর্ম করিয়া বর্ম 
    সাম্যের কথা বলি।
                     সমাদর করি বেদ ও কোরান,
                  দুটি উপনদী যেন বহমান -  
                           মিলিবে অচিরে একই নদী নীরে,
  স্বপ্ন দেখিয়া চলি।

                     ******************************
                     সমর কুমার সরকার / শিলিগুড়ি
                   *******************************
                                     Creative Commons License
  আমি চির বাঙ্গালী by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons   Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.Based on a work at samarkumarsarkar.blogspot.in

[<a rel="license" href="http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by-nc-nd/3.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" property="dct:title">আমি চির বাঙ্গালী</span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="http://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=6030594036125592528" property="cc:attributionName" rel="cc:attributionURL">সমর কুমার সরকার / শিলিগুড়ি</a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US">Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="samarkumarsarkar.blogspot.in" rel="dct:source">samarkumarsarkar.blogspot.in</a>.]

Wednesday, March 7, 2012

জন্মভূমি - সমর কুমার সরকার / শিলিগুড়ি



 জন্মভূমি 

হৃদয় মাঝে স্বপ্নে দেখি রূপসী এক দেশ,
সুপ্ত মনের মণিকোঠায় আজ ও যা অশেষ।
আকা-বাঁকা নদী ঘেরা,নয়ন মনোলোভা
সারি সারি বসত-বাড়ি,কি বা তাহার শোভা!
বাস্তুভিটায় আম কাঁঠালের নিবিড় গলাগলি,
মাঠে-ঘাটে শ্যাওড়া,হিজল,কদম্ব,পিটুলি
পানের বরজ,বাঁশের বাগান,কলাগাছের ঝাড়,
ছায়াতরু বট পাকুড়ের একাকী বিস্তার।
রোদ ঝলমল সোনার ফসল মাঠে ছড়ায় আলো,
শাপলা ফোটা বিলের জলে মেঘের ছায়া কালো।
খেয়াঘাটে নৌকা বাঁধা,খেয়া-মাঝির চালা,
এপার-ওপার লোক পারাপার,নিত্য সারা বেলা।

ওই দেশেতে নিদ্রা টুটে পাখীর কলতানে,
তিতির,বটের,ফিঙে,ছাতার ডাকে উপবনে।
চড়াই,শালিক ঝগড়া করে,মাঠেতে বক চরে।
তাল-সুপারির পত্র-নীড়ে বাবুই বসত করে।
দোয়েল,কোকিল গায় সুমধুর,টুনটুনি,বুলবুলি
গুল্ম শাখায় উড়ে বেড়ায় কণ্ঠেতে সুর তুলি।
ডাহুক পাখী শিকার খোঁজে ঘাসবনে,ঝোপ-ঝাড়ে,
পোড়ো ভিটায় ঘুঘু ডাকে ক্লান্ত উদাস সুরে।
খাল-বিল,ঝিল,নদী,পুকুর মাছেতে ভরপুর,
শঙ্খচিল চক্র কাটে,গলায় খুশির সুর।
কলমী লতা,জলজ ঘাসে জলপিঁপিঁ-রা জোটে,
চকা চকী,পানকৌড়ি সুখে সাঁতার কাটে।

নানা প্রকার ফুল ফুটে রয় সেথায় বনে বনে,
মৌমাছিরা গুঞ্জরিয়া ব্যস্ত মধু পানে।
প্রজাপতি উড়ে বেড়ায় মেলে রঙিন ডানা,
কৃষ্ণ-কালো ভ্রমর দলের সেথায় আনাগোনা।
গোচর মাঠে গরু চরায় রাখাল সারা বেলা,
গোধূলিতে বাজিয়ে বাঁশি ঘরে ফেরার পালা।
সকাল-সন্ধ্যা মন্দিরেতে কাঁসর-ঘন্টা বাজে,
মসজিদেতে আজান ছাড়ে-'এসো হে নমাজে'।
গ্রাম্য বধূ প্রদীপ জ্বালে তুলসী বেদী তলে,
আঁধার মাঠে ঝোপে-ঝাড়ে জোনাকিরা জ্বলে।
নিশুতিতে বাঁশ বনেতে শিয়ালে ডাক ছাড়ে,
হুতুম প্যাঁচার চক্ষু জ্বলে,খাবলে শিকার ধরে।

গ্রীষ্মে সেথা আম কাঁঠালের গন্ধ মনোহর,
আম কুড়িয়ে ধামা ভরা,যদি ওঠে ঝড়।
বর্ষাকালে পদ্মা নদীর ইলিশের মরসুম,
দিবা-রাতি জেলেডিঙ্গির ইলিশ ধরার ধুম।
শরৎ কালে শেফালিকা,আগমনীর গান,
মাঠে মাঠে উপচে পড়া কচি সবুজ ধান।
হেমন্ত তে দীপান্বিতা,নবান্ন উৎসব,
ধানের মরাই থাকে ভরাই,অতুল্য বৈভব।
শীতকালেতে খেজুর গাছে শীতল রসের হাঁড়ি,
পিঠে-পুলি,নলেন গুড়ের সুবাস বাড়ি বাড়ি।
বসন্ত তে পলাশ,শিমুল খেলে রঙের হোলি,
ছয় ঋতুতে,ছয় রূপেতে ভরা রূপের ডালি।

ওই দেশেতে বাঙ্গালী সব,বাঙলা মুখের ভাষা,
বাঙলা বলে,বাঙলা লিখে,পুরে মনের আশা।
খেয়া-তরীর মাঝি সেথায় ভাটিয়ালি গায়,
মেঠো পথে গ্রাম্য বাউল একতারা বাজায়।
দোতারা বাজিয়ে ফকির গাহে লালন গীতি,
সারি গানে,জারি গানে বাড়ে যে সম্প্রীতি।
কোন্ সে মধুর দেশটি যাহার রূপ-গুণ অশেষ ?
সে যে আমার জন্মভূমি,সোনার ‘বাংলাদেশ’।
ওই দেশেতেই জন্ম আমার,প্রথম দেখা আলো,
তাই তো সে দেশ আমার চোখে সবার চেয়ে ভাল।
জন্মভূমি হৃদয় মাঝে নিয়েছে যে ঠাঁই,
মন যে চাহে বারে বারে,সেথায় ফিরে যাই।

****************************************
শ্রী সমর কুমার সরকার / শিলিগুড়ি
****************************************

Creative Commons License
জন্মভূমি by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.Based on a work at samarkumarsarkar.blogspot.in

[<a rel="license" href="http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by-nc-nd/3.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" property="dct:title">জন্মভূমি</span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="http://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=1684810825937198012" property="cc:attributionName" rel="cc:attributionURL">সমর কুমার সরকার / শিলিগুড়ি</a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US">Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="samarkumarsarkar.blogspot.in" rel="dct:source">samarkumarsarkar.blogspot.in</a>.]


Sunday, March 4, 2012

ভাব বৈগুণ্য - সমর কুমার সরকার / শিলিগুড়ি

ভাব বৈগুণ্য

যে জন ভাবেন -''আমি জানি সব কিছু,
জ্ঞানের নিরিখে সকলে আমার ছাত্র'',
তামস মানস ছাড়ে না তাহার পিছু,
ভ্রমের জগতে ভ্রান্তি-বিলাসী মাত্র।

যে জন ভাবেন-''বিশাল বসুন্ধরা,
কণিকা মাত্র শুধুই তাহার জানি'',
বিশ্ব তাহার দ্বারে আসি দেয় ধরা,
তিনিই মহান,পরম জ্ঞানেতে জ্ঞানী।

চিত্ত শূন্য বিত্তে যে জন ধনী,
সকলেরে ভাবে করুণার প্রত্যাশী,
মানের কাঙালি তাহারেই বলে গুণী,
শূন্য কুম্ভ তুলনায় বাজে বেশী।

যে জন ভাবেন-''তৃণ হ'তে দীন আমি,
সবে মোর প্রভু,আমি হীন কিঙ্কর,
অলখে লুকায়ে হাসেন জীবনস্বামী-
''তোমারে দেখিয়া লোকে চিনে ঈশ্বর।''

যে জন মিথ্যা ভান ক'রে দান করে,
গণনা করিয়া,মাপিয়া দেয় যে দান।
পরিমাণ গোনে মনের অহঙ্কারে,
পূণ্য পাত্র রহে ফাঁকা,বাড়ে মান।

যে জন ভাবেন-''আমি তো আকিঞ্চন,
মোর যাহা কিছু সকল-ই পরের তরে।''
দান যাহা করে মাত্রা জানে না মন,
পূণ্যকলস আপনি তাহার ভরে।

************************************
   সমর কুমার সরকার / শিলিগুড়ি 
************************************
Creative Commons License
ভাব বৈগুণ্য
 by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.Based on a work at samarkumarsarkar.blogspot.in

[<a rel="license" href="http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by-nc-nd/3.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" property="dct:title">ভাব বৈগুণ্য</span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="http://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=8539225322721135387" property="cc:attributionName" rel="cc:attributionURL">সমর কুমার সরকার / শিলিগুড়ি</a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US">Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="samarkumarsarkar.blogspot.in" rel="dct:source">samarkumarsarkar.blogspot.in</a>.]

Thursday, March 1, 2012

জাগৃতি - সমর কুমার সরকার / শিলিগুড়ি



জাগৃতি 

"নশ্বর মানব দেহ"-  স্মরণে রাখে না কেহ ,
  ক্ষুদ্র স্বার্থ ল'য়ে কাটে কাল।
কে বা ভাল,কেবা মন্দ,তাহা ল'য়ে বৃথা দ্বন্দ্ব,
    একে অপরেরে দেয় গাল।
কে দরিদ্র,কে বা ধনী,কে বা মূর্খ,কে বা জ্ঞানী,
     মাপ-জোখ,তুলনা,গণনা।
কে যে শিষ্ট,কে অশিষ্ট,রূপে-গুণে কে বা শ্রেষ্ঠ,
  মিছে সব বৃথা আলোচনা।
             
উন্মীলিত করি আঁখি,একবার ভাবো দেখি,
  কি বা আছে মানব শরীরে ?
 অনিত্য সংসার মাঝে,আসিয়াছ কোন সাজে ?
  লজ্জ্বা পাবে পরখি নিজেরে।
চর্ম-মাংস-অস্থিসার,কি বা মূল্য আছে তার ?
  প্রাণ বিনা সবই পয়মাল।
উড়ে গেলে প্রাণ-পাখী,যখনি মুদিবে আঁখি,
   পচে-গলে হবে কঙ্কাল।

রহিবে না গাত্র-বর্ণ,ছিদ্রসার নাসা-কর্ণ,
  অক্ষি হীন ভয়াল কুহর।
করোটি কুন্তল হীন,ওষ্ঠ হইবে লীন,
  দন্ত-পাঁতি অতি ভয়ঙ্কর।
রহিবে না স্তন শোভা,শ্রোণী,যোনী মনোলোভা,
শিশ্ন আদি কামনার ধন।
অনিত্য এ সংসারে,নহে কিছু চির তরে,
সময় থাকিতে ভাবো মন।

নর রূপে জন্মে ভবে,কি রাখিয়া ফিরে যাবে ?
      কর নাই প্রকৃত সঞ্চয়।
যাহা কিছু অর্জন,বিলাস-ব্যসন,ধন
   নহে তাহা শাশ্বত অক্ষয়।
চাহিয়াছ ধন মান,নারী-সঙ্গ,সুরা পান,
   চাহ নাই হতে মহাপ্রাণ।
কর নাই পর হিত,সাধু সঙ্গ যথোচিত,
   কে গাহিবে তব জয়গান ?

নারী রূপে জন্ম ল'য়ে,- কন্যা,ভার্যা,মাতা হয়ে,
     দিনপাত বড় চমৎকার !
রূপের অহংকারে,স্বর্ণ রত্ন অলঙ্কারে
    পরিপূর্ণ মনের আধার।
হও নাই লোক মাতা,পর দুঃখ পরিত্রাতা,
  লক্ষ্য শুধু নিজ পরিবারে।
রিক্ত হস্তে চলে যাবে, অচিরে ভুলিবে সবে,
 কে বা মনে রাখিবে তোমারে ?

এখনও সময় আছে-  ধরণীতে সব মিছে,
  সত্য শুধু মনুষ্যত্ব মানি,
চিদাভাসে উজ্জীবিত,হয়ে কর লোক হিত,
 পরম জ্ঞানেতে হও জ্ঞানী।
যদি হও লোক মান্য,নরলোকে হবে ধন্য,
     স্মৃতি রয়ে যাবে অম্লান।
সর্ব গুণাধার হয়ে,সর্বত্যাগী রূপ ল'য়ে
    গাহ জীবনের জয়গান।

****************************
  সমর কুমার সরকার / শিলিগুড়ি 
****************************
Creative Commons License
জাগৃতি by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under aCreative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.Based on a work at samarkumarsarkar.blogspot.in


[<a rel="license" href="http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by-nc-nd/3.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" property="dct:title">জাগৃতি</span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="http://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=7084329238953994665" property="cc:attributionName" rel="cc:attributionURL">সমর কুমার সরকার / শিলিগুড়ি</a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US">Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="samarkumarsarkar.blogspot.in" rel="dct:source">samarkumarsarkar.blogspot.in</a>.]