'' বাংলা সাহিত্যের আসর ''

যে সমস্ত লেখক ও লেখিকা ' বাংলা সাহিত্যের আসরে ' তাদের নির্বাচিত লেখা প্রকাশ করতে চান,তারা তাদের লিখিত বিষয় টি Microsoft Words - এ লিখে অথবা Photo Shop -এ চিত্রসহ বিষয়টি প্রস্তুত করে samarkumarsarkar@yahoo.co.in বা samarkumarsarkar@gmail.com -এ E-mail করে পাঠিয়ে দেবেন । সদস্য হবার জন্য ও মন্তব্য লেখার জন্য Google Friend Connect ব্যবহার করুন। ব্লগ টিকে আপনাদের Face Book-এ Share করুন।

Tuesday, August 28, 2012

লেখক কে দাও স্বাধীনতার আলো - সমর কুমার সরকার / শিলিগুড়ি



লেখক কে দাও স্বাধীনতার আলো

লিখব কিছু মনেতে সাধ ছিল।
নতুন পথে,নতুন ভাবে,
জগৎটা কে চিনতে হবে,
জ্বালতে হবে মনে জ্ঞানের আলো।
লিখব কিছু মনেতে সাধ ছিল।।
মনের দুয়ার দিলাম খুলে-
কল্পনা সব ডানা মেলে,
খাতার পাতা ভরাট ক'রে দিল।
এ যে ভীষণ ভাল লাগা,
ভাবের ঘোরে রাত্রি জাগা,
মন সায়রে নাড়া এলোমেলো।
লিখতে পেরে লাগলো বড় ভাল।।

লিখে লিখে মন উতলা হ'লো।
ভেবেছিলাম জগৎ সাদা,
এখন দেখি নোংরা কাদা,
উপর ভাল,অন্তরে সব কালো।
লিখে লিখে মন উতলা হ'লো।।
উঁচু জাতি,নীচু জাতি,
জাতের নামে কি বজ্জাতি!
প্রলোভনের ছড়ানো ফাঁদ গুলো।
সংরক্ষণ,সংখ্যালঘু,
সাধ পূরণের বাস্তু-ঘুঘু,
কিস্তি মাতের দাবার ঘুঁটি গুলো।
লেখার চেয়ে না লেখা যা ভাল।।

লিখতে গিয়ে জানতে যে মন পেলো-
শাসক-শোষক পরিপূরক,
ইঁদুর দৌড়ে সবার-ই ঝোঁক,
উপর তলায় নোংরা মানুষ গুলো।
লিখতে গিয়ে জানতে যে মন পেলো।।
নীচের তলায় ভাগ্যহত,
দীন,সাধারণ মানুষ যত,
লাভের বেলায় জুটছে রাঙা মুলো।
শহর গুলোয় আলোর ছটা,
গ্রামের ভাগে ছিটাফোঁটা,
উন্নয়নের নামে চোখে ধূলো।
লিখলে এ সব বিপদ বেড়ে গেল।।

লিখতে আমার লাগে না আর ভাল।
প্রেমের নামে নোংরামি ফাঁদ,
সস্তা প্রেমের নষ্ট আবাদ,
ঘরে ঘরে বাড়ছে জারজ গুলো।
লিখতে আমার লাগে না আর ভাল।।
নারী দেহের কি প্রলোভন,
নিত্য নারী অপহরণ,
পাচার হয়ে যাচ্ছে মেয়ে গুলো।
চোদ্দ থেকে চুরাশিতে,
ভেদ কিছু নেই ধর্ষণেতে,
পশু হয়ে গেল মানুষ গুলো।
এ সব কথা লিখতে আমায় বলো ?

লেখার আগে মেপে নেওয়া ভাল।
লেখক যে আজ হাত পা বাঁধা,
রঙ বিচারের গোলক-ধাঁধা,
বেচাল হলেই আখের টি যে গেল।
লেখার আগে মেপে নেওয়া ভাল।।
কার ও যে ঝোঁক লাল রঙেতে,
কারও রুচি সবুজেতে,
কার ও মতে গেরুয়া রঙ ভাল।
রঙেতে আর রাঙায় না মন,
রঙ মানে তো মেরুকরণ,
বিভক্ত সব দেশের মানুষ গুলো।
লেখক তুমি হিসাব ক'রে চলো।।

লিখতে চেয়ে দাস হওয়া কি ভাল ?
রঙের সাথে রঙ মেলালে,
হাতে হাতে ফসল মেলে,
উপহারের বন্যা বহে ভাল।
লিখতে চেয়ে দাস হওয়া কি ভাল ?
লিখব যদি,তবে বলি-
কিসের এত দলাদলি?
লেখক কে দাও স্বাধীনতার আলো।
বন্ধ করো কথার লড়াই,
নিজের মুখে নিজের বড়াই,
মিথ্যা কথার ঢাক পিটানো গুলো।
দেশ কে আমার আমি ও বাসি ভাল।।

********************************
সমর কুমার সরকার / শিলিগুড়ি
*********************************
Creative Commons License
লেখক কে দাও স্বাধীনতার আলো by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.Based on a work at samarkumarsarkar.blogspot.in


[<a rel="license" href="http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by-nc-nd/3.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" property="dct:title">লেখক কে দাও স্বাধীনতার আলো</span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="http://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=3807195635018660671" property="cc:attributionName" rel="cc:attributionURL">সমর কুমার সরকার / শিলিগুড়ি</a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US">Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="samarkumarsarkar.blogspot.in" rel="dct:source">samarkumarsarkar.blogspot.in</a>.]

Sunday, August 26, 2012

মাটি গেলো কোথায় ? - সমর কুমার সরকার / শিলিগুড়ি




মাটি গেলো কোথায় ?

তেঁতুলিয়া-র 'ভুবন জানা',দিলেন মেয়ের বিয়ে,
রাঢ় বাংলার দুর্গম এক নদী-বিহীন গাঁ-য়ে।
জামাই যে তার 'মদন কোলে',গ্রাম্য চাষীর ছেলে,
'লেখাপড়া' শেখেনি সে,যায় নি কো ইস্কুলে।
জমি আছে কয়েক বিঘা,করে ধানের চাষ,
বাড়ীর পাশে মুদির দোকান চালায় বার মাস।
চাষের জমি,মুদিখানা,আয় যে বড় জবর,
গ্রামঞ্চলে এমন ছেলের মূর্খ হ'লেও কদর।
'ভুবন জানা'-র মেয়ে 'চাঁপা',সে ও নিরক্ষর,
যোটক বিচার অনুসারে সমান 'পালটি ঘর'।
অজ্ঞানী রা দেখাতে চায়,তারা-ই বড় জ্ঞানী,
মূর্খ মদন চাল চলনে অনেক টা তেমন-ই।

বিয়ের পরে মেয়ে,জামাই এসেছে তার ঘরে,
'ভুবন জানা' বড়ই খুশী,আনন্দে প্রাণ ভরে।
সব শ্বশুর-ই কোন কালে,ছিলেন কারো জামাই,
নিজের অভিজ্ঞতায় জানা,কেমন টা ঠিক চাই!
খাওয়া-দাওয়া,শোয়া-বসায় ত্রুটি হ'লে পরে,
রাগ গিয়ে সব পড়বে যে তার মেয়ের-ই উপরে।
সেই ভয়ে-তে দেদার খরচ করেন 'ভুবন জানা',
জামাই মদন ভাব যে দেখায়,'এ সব উচিত মানা'।
এক সকালে ভুবন বলেন জামাই মদনেরে,
''চলো না হয় ঘুরে আসি একটু নদীর ধারে।"
নদীর ধারে গিয়ে মদন অবাক চোখে ভাবে,
'কিছু যদি না ব'লি তো খারাপ-ই দেখাবে'।

মদন বলে,"দেখছি এ যে বিরাট বড় পুকুর,
খুঁড়তে বোধ হয় টাকা এবং লোক লেগেছে প্রচুর।
এত বড় পুকুর কাটায় উঠল মাটি যত,
থাকলে জমা,পুকুর পাড়ে মাটির পাহাড় হ'তো।
কিন্তু দেখুন,ব্যাপার টা কি? ঢুকছে না তো মাথায়,
পুকুর আছে,তবে মাটি গায়েব হ'লো কোথায়?
জল ও দেখি পুকুর বেয়ে যাচ্ছে কোথায় চলে,
মাছগুলো তো মরেই যাবে,জল বেরিয়ে গেলে।
জল গুলোই বা যাচ্ছে কোথায়,বাবা,বলুন দেখি?
মাটির নীচে বিরাট কোন গর্ত আছে না কি?
মাইল কয়েক লম্বা পুকুর দেখি নি তো গাঁ-য়,
এই পুকুরের মালিক যে জন,কতই না তার আয়।"

মূর্খ জামাই নদী বুঝি দেখেনি এর আগে,
বুঝতে পেরে 'ভুবন জানা' বলেন মনের রাগে-
"তোমার মত বোকা পাঁঠার জন্মদাতা যারা,
আধেক মাটি আগে ভাগেই খেয়েছিলেন তারা।
বাকি মাটির আধা প্রমাণ খেয়েছি যে আমি,
নইলে কি আর আমার ঘরে জামাই হ'তে তুমি?
শেষ সিকি ভাগ কপাল দোষে খাচ্ছে আমার মেয়ে,
তোমার মত গুণধরের গলায় মালা দিয়ে।
এর পরেতেও মাটি যদি থাকে কিছু পড়ে,
যত্ন ক'রে নিয়ে গিয়ে,রাখো তোমার ঘরে।
কপালক্রমে তোমার ঘরে জন্ম যাদের হবে,
লেখাপড়া না শেখালে,ওই মাটি খাওয়াবে।"

দেখা,শোনা,চেনা,জানার শেষ তো কোথাও নাই,
নিত্য নতুন জানতে হ'লে 'লেখাপড়া' চাই।
চোখে দেখার অভিজ্ঞতায় আর ও বাড়ে জ্ঞান,
পুকুর,নদীর ফারাক কোথায়,হয় তা অনুমান।
মূর্খ মদন জন্মেছিল নদী বিহীন গাঁ-য়ে,
পুকুর কাটা দেখেছিল,সেথায় লোকালয়ে।
নদী চোখে দেখেনি সে,নাই তো 'লেখাপড়া',
জ্ঞান অভাবে নদীকে তাই পুকুর মনে করা।
মদন যেমন মূর্খ,তেমন অগুনতি এই দেশে,
এক মূর্খের দশা দেখে,অপর মূর্খ হাসে।
অল্প-বেশী মূর্খ সবাই,কোন না এক স্থানে,
নয় তো কি আর জ্ঞানীর বিচার করে গো অজ্ঞানে?

****************************
সমর কুমার সরকার / শিলিগুড়ি
****************************
Creative Commons License
মাটি গেলো কোথায় ? by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.Based on a work at samarkumarsarkar.blogspot.in

[<a rel="license" href="http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by-nc-nd/3.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" property="dct:title">মাটি গেলো কোথায় ?</span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="http://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=8541168230503289963" property="cc:attributionName" rel="cc:attributionURL">সমর কুমার সরকার / শিলিগুড়ি</a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US">Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="samarkumarsarkar.blogspot.in" rel="dct:source">samarkumarsarkar.blogspot.in</a>.]

Monday, August 20, 2012

ভালবাসা - সমর কুমার সরকার / শিলিগুড়ি


ভালবাসা

       'ভালবাসা'- এক এমন মধুর শব্দ,       
মন-বাতায়ন হয় অবারিত,খুলে দ্বার চির-রুদ্ধ
অন্তরে বহে মলয় বাতাস,
তৃষিত হৃদয়ে ভাব উচ্ছ্বাস,
অন্তর খোঁজে অন্তরতরে,পুলকিত মন মুগ্ধ

'ভালবাসা'- এক এমন প্রাণের ছন্দ,
হৃদয় কাননে ফোটে শত ফুল,বন্দিতে নবানন্দ
গুঞ্জরে অলি,পাখী গাহে গান,
চির বসন্ত সেথা লয় স্থান,
'আছে,ওগো আছে,কেহ মোর কাছে',ভাবিতে লাগে না মন্দ

'ভালবাসা'- এক রঙীন স্বপ্ন ডালি,
হৃদিপটে আঁকা সুপ্ত স্বপন,রঙেতে রাঙিয়ে তুলি
রঙের পরশে,রঙের আবেশে,
রঙীন হৃদয় থাকে না কো বশে,
হৃদয় খুঁজিয়া ফেরে যে 'হৃদয়',মধু সন্ধানে যেন অলি

'ভালবাসা'- যেন জীবনের মহাগতি,
শিহরিত তনু,উলসিত প্রাণ,নাহি জানে পরিমিতি
আবেগে বিবশ বিচলিত মন,
মিলন প্রয়াসে হয় উচাটন,
প্রেম তরঙ্গ,'জলতরঙ্গে' বাজায় মিলন গীতি

'ভালবাসা'- যেন প্রেরণার এক বাণী,
প্রেমিক প্রেমিকা প্রেম নিবেদনে লেখে তার লিপি খানি
হৃদয় বীণায় বাজে ঝঙ্কার -
'তুমি যে আমার চির আপনার',
প্রেম সুরধুনী কুলু কুলু রবে বহে চলে দিবা রজনী

ভালবাসা’– এই জীবনের প্রতি বিশ্বাস,
অচেনা দুইটি হৃদয়ে মিলাতে মনে রচে অভিলাষ।
ঘরে ও বাহিরে,প্রতি পরিবারে,
নারী ও পুরুষে বাঁধি প্রেমডোরে,
ভালবাসা গড়ে সুখী সংসার,নব জীবনের আশ্বাস।

***********************

সমর কুমার সরকার / শিলিগুড়ি
***********************
Creative Commons License
ভালবাসা by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.Based on a work at samarkumarsarkar.blogspot.in


[<a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/deed.en_US"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by/3.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" property="dct:title">ভালবাসা</span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="http://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=894804339181621135" property="cc:attributionName" rel="cc:attributionURL">সমর কুমার সরকার / শিলিগুড়ি</a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/deed.en_US">Creative Commons Attribution 3.0 Unported License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="samarkumarsarkar.blogspot.in" rel="dct:source">samarkumarsarkar.blogspot.in</a>.]

Saturday, August 18, 2012

মনোবিকার ও প্রতিকার - সমর কুমার সরকার / শিলিগুড়ি




মনোবিকার ও প্রতিকার

মনেতে মনেতে ঘটে মনোবাদ,মন হয়ে যায় ভার,
মনোবিকলন করিলে পাইবে,কি বা এর প্রতিকার
মন তো তোমার হৃদয়ের ধন,চির জীবনের সাথী,
সুখ সম্ভোগে সুহৃদ সখা টি,দুঃখেতে সমব্যথী
মন যাহা দেখে,ছবি এঁকে রাখে হৃদয়ের স্মৃতিপটে,
কার্যকালেতে মনের ছবির বহিঃপ্রকাশ ঘটে
মন যদি থাকে সুস্থ সতেজ,মনেতে থাকে না দুখ,
তুমি 'লে সুখী,তোমার সাথেতে অন্যে পাইবে সুখ

চারিদিকে তুমি দেখিতেছো শুধু অন্যায়,অবিচার,
হিংসার বিষ বাষ্পেতে ভরা পরিবেশ,পরিবার।
লোভ ও লালসা,কুটিল ঈর্ষা,সর্ব দেশে ও স্থানে,
প্রভাবিত  করে মন কে তোমার,তাই তো বিকার মনে।
সদা মনে হয়,কেহ মোর নয়,সব কিছু নেব কেড়ে,
আমা হতে বেশী কেহ যেন আর নাহি পায় সংসারে।
পথ খোলা আছে এখনও তোমার,চির সুখে বাঁচিবার,
মন কে দেখাও যাহা সুন্দর,নিজে করো প্রতিকার।

মনকে দেখাও রক্তকরবী,কৃষ্ণচূড়ার রাগ,
গৈরিক রঙে রঞ্জিত দলে পলাশের বৈরাগ।
রক্তজবার রক্তিম হাসি,অপরাজিতার নীলা,
ঝুমকো লতার দোদুল দোলন,সকাল-সন্ধ্যা বেলা।
শ্বেত,সুন্দর রজনীগন্ধা,চামেলি,হাসনুহানা,
গোলাপ,টগর,বেল,যুঁই,চাঁপা,গন্ধ পুষ্প নানা।
নন্দিত মনে জাগিবে গোপনে বাঁচিবার অভিলাষ,
মনে হবে ধরা স্বর্গ সমান,হেথায় করিবো বাস।

মন কে দেখাও নীল গগনের নীলিমা মাখানো নীল,
নীলাম্বুধির নীল জলরাশি,অফুরান,অনাবিল।
ঊর্মিমালার লীলায়িত লাস,ফেনিল জলোচ্ছ্বাস,
শঙ্খচিলের ক্রন্দন রোলে মুখরিত নীলাকাশ।
বেলানিলে ভরো প্রাণবায়ু সেথা,ঊষার প্রথম লগনে,
সাগর বক্ষে প্রভাত রবির শোভা হেরো নিজ নয়নে।
কুড়াও ঝিনুক সৈকতে,আর বালি দিয়ে বাঁধো খেলাঘর,
মনে হবে ধরা কত সুন্দর,নহে,নহে হেথা কেহ পর।

মন কে দেখাও সবুজ বনানী,গিরিকূট,নির্ঝর,
সাত রঙে আঁকা রামধনু বাঁকা,বর্ণালী মনোহর।
রিম্ ঝিমি ঝিম্ বাদল ধারায় প্রকৃতির উৎসব,
বাদল নিশির আঁধার প্রান্তে দাদুরীর কলরব।
হিমের পরশে শিহরণ মাখা শিশির বিন্দু ঘাসে,
বৃক্ষ শাখায় বিহগ বিহগী গাহে সুমধুর ভাষে।
নিষ্পাপ শিশু শশিমুখ মেলি,হাসে সুমধুর হাসি,
মনে হবে শুধু এ ধরা আমার,আমি এরে ভালবাসি।

************************
সমর কুমার সরকার /  শিলিগুড়ি
************************

Creative Commons License
মনোবিকার ও প্রতিকার by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.Based on a work at samarkumarsarkar.blogspot.in

[<a rel="license" href="http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by-nc-nd/3.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" property="dct:title">মনোবিকার ও প্রতিকার</span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="http://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=9106947378394559448" property="cc:attributionName" rel="cc:attributionURL">সমর কুমার সরকার / শিলিগুড়ি</a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US">Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="samarkumarsarkar.blogspot.in" rel="dct:source">samarkumarsarkar.blogspot.in</a>.]

Thursday, August 16, 2012

ভাব কল্পপাদপ - সমর কুমার সরকার / শিলিগুড়ি




ভাব কল্পপাদপ

ভাবুক আমি,ভাবছি শুধুই,"কি কি ভাবা যায়",
"কি ভাবা যায়"?-তাই না ভেবেই ভাবনা বাড়ে হায়!
ভাবনা আমার ভাব ছাড়া যে,ভাবের বড়ই অভাব,
ভাব ফিরাতে ভাবনা ভাবি,ভাবাই আমার স্বভাব।
ভাবের জটে জড়িয়ে পড়ে মন কেন খায় খাবি?
ভাবি,কোথায় খুঁজে পাবো,ভাব-জগতের চাবি।
ভাবাবেশে ভাবনারা ধায়,লঘু এবং গুরু,
উত্তরণের রাস্তা পেতে ভাবনা ক'রি শুরু।

ভাবনা ভাবা নয় তো সহজ,ভাবের ডানায় ভর,
ভাবসাগরে ডুবা-ভাসা,ভাবনা নির্ভর।
আপন ভাবে ভাবতে গিয়ে হারিয়ে ফেলি খেই,
পরের ভাবে পূর্ণ হৃদয়,ভাবকূপে জল নেই।
জন্মাবধি যা কিছু ভার বহিয়া অপরে,
ভার বহনের উদ্ভাবনা নিয়েছে যে কেড়ে।
ভাবের ঘরে জমা যে ধন,পর থেকে ধার করা,
নতুন ভাবে ভাবতে গেলে মন নাহি দেয় সাড়া।

'ভাবের ঘরে ক'রবো চুরি',এই ভাবনা ভাবি-
আতিপাতি খুঁজে দেখি,বিবর্ণ সব ছবি।
ভাবের অভাব প্রকটিত স্বভাবে,প্রভাবে,
ভাবহীনতার মলিনতা কেমনে দূর হবে?
ভাবের ঘরে ক'রতে বসত,ঠিকানা চাই জানা,
সাগর সেচে ঝিনুক তো নয়,মুক্তা তুলে আনা।
এমন ভাবে ভাবতে হবে,ভাবে নি যা কেউ,
ভাবসাগরের অতল জলে হারানো সেই ঢেউ।

ভাবের হাটে সওদা ক'রে,ফের ভাবি যেই বসে,
ভাবগতিকে ভাবলহরী ভরে ভাবোচ্ছ্বাসে।
ভাবোন্মেষে দুর্ভাবনার মুক্তিলাভের ফলে,
ভাবনা-বিহগ ভাবাকাশে মুক্ত ডানা মেলে।
ভাবজগতের চাবি খুঁজে পাই যে ভাবাবেগে,
"ভাব যদি চাও যোগ করিতে,বিয়োগ করো আগে।"
ভাব বিনিময় করতে হবে,নেই কোন সংশয়,
যত ভাবেই ভোলাও না আর ভবী ভোলার নয়।

***********************************
সমর কুমার সরকার / শিলিগুড়ি
***********************************
Creative Commons License
ভাব কল্পপাদপ by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.Based on a work at samarkumarsarkar.blogspot.in


[<a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/deed.en_US"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by/3.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" property="dct:title">ভাব কল্পপাদপ</span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="http://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=2054677690917385728" property="cc:attributionName" rel="cc:attributionURL">সমর কুমার সরকার / শিলিগুড়ি</a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/deed.en_US">Creative Commons Attribution 3.0 Unported License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="samarkumarsarkar.blogspot.in" rel="dct:source">samarkumarsarkar.blogspot.in</a>.]

Tuesday, August 14, 2012

এক অথচ ভিন্ন - সমর কুমার সরকার / শিলিগুড়ি





এক অথচ ভিন্ন

একই মুদ্রার দুই টি পৃষ্ঠে দুইটি অভিজ্ঞান,
একটি পৃষ্ঠে রাজ পরিচয়,অপর পৃষ্ঠে মান।
রাজ পরিচয়ে মুদ্রা সচল,মানের অঙ্কে ডাকি,
রাজ পরিচয় বিহীন মুদ্রা,মূল্যহীন ও মেকী।

একই নদী যদি সুজলা সুফলা রূপেতে বহিয়া চলে,
নদী নির্ভরে সুখী জনপদ গড়ে ওঠে দুই কূলে।
কল্যাণময়ী নদী পায় পূজা,আপন নামেতে ধন্যা,
সেই নদীরেই রাক্ষসী বলি,নিয়মিত হ'লে বন্যা।

একই মানুষেরে দুই রূপে চিনি,মন্দ অথবা ভাল,
গুণী জনে করে সমাজের হিত,ছড়ায় জ্ঞানের আলো।
গুণের আধার যে জন,তাহারে মনীষী বলিয়া পূজি,
মনুষ্যত্ব বিহীন যে জন,অমানুষ জ্ঞানে ত্যজি।

একই ভালবাসা দুইটি রূপেতে বদলায় অহরহ,
মনের মিলনে গড়ে ওঠে প্রেম,মনের অমিলে বিরহ।
প্রেম সঞ্চারে,দোঁহায় দোঁহারে কভু না ছাড়িতে চায়,
বিরহ-যাতনা অনলে দগ্ধ হৃদয় শুকায়ে যায়।

*************************
সমর কুমার সরকার / শিলিগুড়ি
*************************

Creative Commons License
এক অথচ ভিন্ন by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.Based on a work at samarkumarsarkar.blogspot.in

[<a rel="license" href="http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by-nc-nd/3.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" property="dct:title">এক অথচ ভিন্ন</span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="http://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=3800798970791007065" property="cc:attributionName" rel="cc:attributionURL">সমর কুমার সরকার / শিলিগুড়ি</a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US">Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="samarkumarsarkar.blogspot.in" rel="dct:source">samarkumarsarkar.blogspot.in</a>.]

Sunday, August 12, 2012

যাদুঘর - সমর কুমার সরকার / শিলিগুড়ি




যাদুঘর


বাই-সাইকেল হলে ভাল-,না হলে হাত-ঘড়ি,
মনেতে সখ,কিনবো এ সব জমিয়ে টাকা-কড়ি।
গরীব ঘরের তরুণ যুবক,এর বেশী কি চায় ?
স্বপ্ন তো তার মাপে বাঁধা,কম যে বাড়ীর আয়।
খুচরো পয়সা,দু-এক টাকা দিতেন গুরুজনে,
খরচ ক'রে ফতুর হওয়ায় সায় দিত না প্রাণে।
কষ্ট হলেও জমিয়ে টাকা মাটির রঙীন ভাঁড়ে,
স্বপ্ন ছিল কিনব ও সব কয়েক বছর পরে।

বয়স তখন উনিশ ঘেঁষা,কলেজেতে পড়ি,
মন কেড়েছে পাশের বাড়ীর ষোড়শী সুন্দরী।
সকাল-বিকাল ছাদে উঠে,ঠায় দাঁড়িয়ে থাকা,
রঙীন প্রজাপতি আমায় কখন দেবে দেখা।
এক ঝলকের চোখের দেখা,পান-পাতা ওই মুখ,
বুকের ভিতর কি আলোড়ন,মনে গভীর সুখ।
ইশারাতে মন খুলে সব বলি কেমন করে ?
মনেতে ভয়,বাড়ীর লোকের না পড়ে নজরে।

ঢিলের সাথে কাগজ বেঁধে,বার্তা পাঠাই তারে,
"বলতে যে চাই মনের কথা,মরছি জ্বলে-পুড়ে।
কাল দুপুরে,স্কুলে তুমি যেয়ো তাড়াতাড়ি,
সেখান থেকেই যাদুঘরে'সটান দেবো পাড়ি।"
প্রেমিকা-কে সঙ্গে নিয়ে প্রথম কোথাও যাওয়া,
টাকা-কড়ি না নিলে কি খাব শুধুই হাওয়া ?
কত আছে দেখতে হবে,আমার কোষাগারে,
ভেঙে দেখি,তিরিশ টাকা জমেছে মোট ভাঁড়ে

মাণিক রতন তিরিশ টাকা পকেটে-তে ভরে,
প্রেয়সীকে সঙ্গে নিয়ে গেলাম যাদুঘরে।
খেয়াল হ'লো,সঙ্গিনী কে দেখছে সবাই চেয়ে,
ভাবছে বুঝি,"কেমন পাজী,স্কুল পালানো মেয়ে।
পরনেতে স্কুলের শাড়ি,কাঁধে বই-এর থলে,
সঙ্গে আবার লিকলিকে এক কচি গোঁফের ছেলে।"
প্রেম করতে এসে একেই লজ্জ্বাতে আধমরা,
তার পরেতে এ সব ভেবে পরাণ খাঁচা ছাড়া।

কেমন করে বলি তারে,'তোমায় ভালবাসি',
মুখে নাহি যোগায় কথা,বোকার মত হাসি।
সঙ্গিনী কয়,"লোকের মাঝে চুপ টি ক'রে থাকো,
বুঝেছি সব মনের কথা,বলতে হবে না কো।
বলবে কি আর? এই কথা তো? 'তোমায় ভালবাসি',
ও সব আমার বোঝা সারা,নইলে কি আর আসি?
পড়লে ধরা ভীষণ বিপদ,হবে কেলেঙ্কারী,
যে করে হোক সময় মত ফিরতে হবে বাড়ী।

দিক্-দিশাহীন,স্বপ্ন রঙীন,চলা পাশাপাশি,
চোখের ভাষায় মনের কথা,মিষ্টি মধুর হাসি।
প্রাণে তুফান,জোয়ার উজান,চতুর ছলা কলা,
কত কিছু বলতে চেয়েও,কিছু নাহি বলা।
কোঁকড়ানো চুল,মন যে আকুল গন্ধ তেলের বাসে,
দাঁতের চমক,ঠোঁটের ঠমক,উষ্ণতা নিঃশ্বাসে।
বুক দুর্ দুর্,কি সুমধুর হাতে হাতের চাপ,
আলতো ছোঁয়াচ গনগনে আঁচ,বুকে তে উত্তাপ।

পাগল করা চোখের তারায়,মন হারানোর ডাক,
রক্ত কপোল,আবোল তাবোল মৃদু প্রেমালাপ।
কটাক্ষ জাল,মন বেসামাল,মত্ত মদালসা,
মনে মনে প্রাণের মিলন,নীরব ভালবাসা।
সুখের সময় চির দিন-ই ফুরায় তাড়াতাড়ি,
সঙ্গিনী দেয় তাড়া কেবল,ফিরতে হবে বাড়ি।
রেস্তোঁরা তে বসে আমায় করলো সমর্পণ,
নিবিড় ভালবাসার প্রতীক সুদীর্ঘ চুম্বন।

কষ্ট পেয়েছিলাম মনে,ভাঙতে টাকার ভাঁড়,
বিনিময়ে যা পেয়েছি,মূল্য কত তার?
এক কিশোরী আমার ডাকে দিয়েছিল সাড়া,
সদ্য তরুণ মন কে ভীষণ দিয়েছিল নাড়া।
প্রথম কদম ফুলের মত,প্রথম প্রেমের পুলক,
স্বপ্নমায়া,আলো-ছায়ার রূপালী এক ঝলক।
এক প্রেয়সী এসেছিল,বিশ্বাসে ভর ক'রে,
আপন হৃদয় উজাড় ক'রে দিতে প্রেমিকেরে।

এই সমাজে সকল প্রেম-ই পায় না পরিণতি,

সেই কিশোরী হারিয়ে গেছে,শুধুই সে আজ স্মৃতি।
কথা ছিল,প্রথম প্রেমের দিন টি স্মরণ ক'রে,
আমরা দু'জন, সারা জীবন মিলব যাদুঘরে।
প্রতি বছর সে দিন আমি যাদুঘরে গিয়ে,
প্রতীক্ষাতে কাটাই বেলা,অনেক আশা নিয়ে।
যদি তাহার মেলে দেখা,চিনতে পারে মোরে,
চেয়ে নেব একটু ক্ষমা,অক্ষমতার তরে।

************************************
সমর কুমার সরকার / শিলিগুড়ি
*************************************


Creative Commons License
যাদুঘর by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under aCreative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.Based on a work at samarkumarsarkar.blogspot.in

[<a rel="license" href="http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by-nc-nd/3.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" property="dct:title">যাদুঘর</span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="http://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=4629722439444486995" property="cc:attributionName" rel="cc:attributionURL">সমর কুমার সরকার / শিলিগুড়ি</a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US">Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="samarkumarsarkar.blogspot.in" rel="dct:source">samarkumarsarkar.blogspot.in</a>.]