'' বাংলা সাহিত্যের আসর ''

যে সমস্ত লেখক ও লেখিকা ' বাংলা সাহিত্যের আসরে ' তাদের নির্বাচিত লেখা প্রকাশ করতে চান,তারা তাদের লিখিত বিষয় টি Microsoft Words - এ লিখে অথবা Photo Shop -এ চিত্রসহ বিষয়টি প্রস্তুত করে samarkumarsarkar@yahoo.co.in বা samarkumarsarkar@gmail.com -এ E-mail করে পাঠিয়ে দেবেন । সদস্য হবার জন্য ও মন্তব্য লেখার জন্য Google Friend Connect ব্যবহার করুন। ব্লগ টিকে আপনাদের Face Book-এ Share করুন।

Saturday, June 30, 2012

কোথায় গেল সে দিনগুলো ? - সমর কুমার সরকার / শিলিগুড়ি




কোথায় গেল সে দিনগুলো ?

কিশোর কালের দিনগুলো কে যায় কি কভু ভোলা ?
একসাথে সব মেলামেশা,একসাথে পথ চলা।
একসাথে তে খেলাধূলা,স্ফূর্তি সীমাহীন,
খোলা মাঠের খোলা হাওয়ায় কাটিয়ে দেওয়া দিন।
সঙ্গতি হীন বিনোদনের অবাধ স্নেহ মাখা,
নানা রঙের কাঁচের গুলি কৌটা ভরে রাখা।
ছোট বড় কাঠের লাটিম ঘুরিয়ে কতই সুখ,
বাজী ধরে লুডু,ক্যারম,সদাই হাসি মুখ।
লাটাই হাতে দূরের মাঠে,কিংবা বাড়ির ছাতে,
উড়িয়ে ঘুড়ি বাহাদুরি মনের আনন্দেতে।
বাড়ির নজর এড়িয়ে মাঠে ডাণ্ডা-গুলি খেলা,
হা-ডু-ডু,দাড়িয়াবান্ধা সারা বিকাল বেলা।
কখন ও বা ক্রিকেট খেলা,কখন ও ফুটবল,
নাইকো বাঁধা নিয়ম কানুন,নিত্য নতুন দল।
গাছে চড়া,পাখী পোষা,নদীর ধারে বসা,
সব কিছুকে ভালবাসার কিশোর মনের ভাষা।

দিন বদলে মনের বদল,কিসের আহ্বান ?
মন টা যেন উড়ো পাখী কেবল ই আনচান।
সরস্বতী পূজার দিনে প্রেমের হাতে-খড়ি,
বাসন্তী রঙ শাড়ি পরা কিশোরী সুন্দরী।
খাতার পাতায় যত্ন ক'রে লেখা প্রেমের ছড়া,
বিকাল বেলায় সেজেগুজে পাড়ায় পাড়ায় ঘোরা।
ঢিল জড়ানো 'বারতা খানি' জানলা দিয়ে ফেলে,
বুক দুরদুর,''হে ভগবান,সাড়া যেন মেলে।''
বাঁকা চোখের চাহনি তে হারিয়ে ফেলা মন,
যৌনতা হীন ব্যাকুল মনের আকুল আবেদন।
এক জনেতে মন দিল না,কি বা এমন ক্ষতি,
সকল ফুলে সমান মধু পায় কি প্রজাপতি ?
নবোদ্যমে আবার শুরু,খোঁজা কে সেই জন,
যাকে পেলে পূর্ণ হবে উদাসী এই মন।
সবাই কি পায় রাই-কিশোরী ? তবু যে পথ চলা,
জীবন শেখায়,"খেলতে শেখো,জীবন শুরুর খেলা"।

কোথায় গেল হারিয়ে সে দিন,সবই যে আজ স্মৃতি,
কিশোর যে আজ বন্দি ঘরে,দেখো কি দুর্গতি।
কোথায় পাবে খোলা আকাশ,খোলা খেলার মাঠ,
সারা টি দিন মাথা গুঁজে পড়া স্কুলের পাঠ।
ঘুড়ি,লাটাই,লাটিম,গুলি কোথায় পাবে তারা ?
বন্ধু বিহীন একলা ঘরে সতত মন মরা।
ক্রিকেট-ই হোক,ফুটবল-ই হোক মুষ্টিমেয় খেলে,
বাকি সবার দিন কেটে যায় ঘরের-ই দেওয়ালে।
একটি ধারা আজ ও আছে,কিশোর প্রেমের লীলা,
ক্ষণেক মেশা,ক্ষণেক নেশা,মনের কথা বলা।
প্রেমের চিঠি লিখবে কে আর পড়বেই বা কে ?
সরাসরি বলে দেওয়া,"ভালবাসি তোকে"।
কিশোর যে আজ ঘরের শোভা,বড়ই স্বার্থপর,
আবেগ বিহীন,বিবেক বিহীন,মানুষ নামক জড়।
জানি আমি,ঘড়ির কাঁটা ঘুরবে না আর পিছে,
'টগবগে এক কিশোর আমি" মনেই বেঁচে আছে।


********************************
সমর কুমার সরকার / শিলিগুড়ি
********************************

Creative Commons License
কোথায় গেল সে দিনগুলো ? by সমর কুমার সরকার / শিলিগুড়ি  is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in


[<a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by/3.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" href="http://purl.org/dc/dcmitype/Text" property="dct:title" rel="dct:type">কোথায় গেল সে দিনগুলো ? </span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="http://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=6094790833026996187" property="cc:attributionName" rel="cc:attributionURL">সমর কুমার সরকার / শিলিগুড়ি </a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/">Creative Commons Attribution 3.0 Unported License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="samarkumarsarkar.blogspot.in" rel="dct:source">samarkumarsarkar.blogspot.in</a>.]




Friday, June 29, 2012

কেমন আছেন ? - সমর কুমার সরকার / শিলিগুড়ি



কেমন আছেন ?

বিপুল বেরা বলেন আমায়,"দাদা,কেমন আছেন"?
সবিনয়ে বলি,"আগে চেয়ারেতে বসেন।
সত্য ক'রে বলুন দেখি,কি জানতে চান,
মদ্যপান ক'রি কি না ? ক'রি কি ধূমপান ?
জমি জমা কত আছে ? নগদ কত টাকা ?
উপার্জনের পথটি কেমন,সোজা না কি বাঁকা ?
গাড়ি খানা কিনেছিলাম কত টাকা দিয়ে ?
যৌতুকেতে পেলাম কত,দিয়ে ছেলের বিয়ে ?
ব্যবসা তে হয় প্রতি মাসে কত টাকা লাভ ?
জামাই আমার কেমন ছেলে,কেমন তার স্বভাব ?
গিন্নী কেমন রান্না করেন,ভালবাসেন কি না ?
ব্যক্তিগত ব্যাপার এ সব কিছু তে বলছি না।

'কেমন আছেন' মানে যদি শরীর টা কেমন,
আপনি আগে বলুন দেখি,জানার কি কারণ ?
ভাল যদি না থাকি তো ক'রে দেবেন ভাল ?
তা যদি না করেন,কেন প্রশ্ন এলোমেলো ?
শুনুন তবে,আমার এখন উচ্চ রক্তচাপ,
দিনে দিনে বাড়ছে কেবল বেঢপ ভুঁড়ির মাপ।
মধুমেহ রোগে আমার বেঁচে থাকাই দায়,
ঘন ঘন মূত্র ত্যাগেই সময় কেটে যায়।
বুক টা করে ধকর-পকর,ক'রলে পরিশ্রম,
কাছের জিনিস স্পষ্ট দেখি,দূরের জিনিস কম।
যা আপনার জানার ছিল,বলে দিলাম সব,
এখন বলুন,কি উপকার আপনাতে সম্ভব"।

বিপুল বেরা বলেন রেগে,"এটা কেমন হ'লো ?
গল্প ক'রতে এসে দেখি মান সন্মান গেলো।
'কেমন আছেন' প্রশ্ন দিয়ে গল্প শুরু হয়,
তার পরেতে ধীরে ধীরে ভাবের বিনিময়।
এই ভাবেতে বন্ধু বাড়ে,বাড়ে পরিচিতি,
চলছে সমাজ এই নিয়মে,এটাই হ'লো রীতি"।
রেগে বলি,"বললে হ'তো,গল্প ক'রতে আসা,
চা-বিস্কুট খাওয়ার ছলে,মিথ্যা ভালবাসা।
তা না ব'লে,বোকার মত 'দাদা,কেমন আছেন'?
এটা আবার কেমন রীতি,ব্যাখ্যা কিছু দেবেন ?
সহজ কথা মিছে কেন কঠিন ক'রে বলা,
কি লাভ এতে,বন্ধু সেজে কান টি তাহার মলা"?

চেয়ার ছেড়ে উঠে প'ড়ে,বলেন বিপুল বেরা,
"জীবনেতে কম দেখি নি,হাসি ও মসকরা।
এমন ধারার মসকরাতে মাথায় চাপে খুন,
যাবার আগে বলছি যা তা মন দিয়ে শুনুন।
'কেমন আছেন' মানে হ'লো,মন কি আছে ভাল ?
জীবনেতে রাহুর দশা,না কি চাঁদের আলো ?
মূর্খ মানুষ,মাথায় কেবল ষাঁড়ের গোবর ভরা,
তর্ক করেন মিছামিছি,জ্ঞান নেই এক কড়া"।
রেগে বলি,"কি বললেন ? আমার মাথায় গোবর ?
বংশে পাগল আছে কি না,নিয়ে দেখুন খবর।
বিনা কাজের বন্ধু যদি এতই পেতে চান,
মরতে হেথায় এলেন কেন ? চা-র দোকানে যান"।

**************************************
সমর কুমার সরকার / শিলিগুড়ি
***************************************

Creative Commons License
কেমন আছেন ? by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License. Based on a work at samarkumarsarkar.blogspot.in

[<a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by/3.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" href="http://purl.org/dc/dcmitype/Text" property="dct:title" rel="dct:type">কেমন আছেন ?</span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="http://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=4722148871046464668" property="cc:attributionName" rel="cc:attributionURL">সমর কুমার সরকার / শিলিগুড়ি </a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/">Creative Commons Attribution 3.0 Unported License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="samarkumarsarkar.blogspot.in" rel="dct:source">samarkumarsarkar.blogspot.in</a>.]


Thursday, June 28, 2012

ইলিশ ও একটি মৃত সকাল - সমর কুমার সরকার / শিলিগুড়ি



ইলিশ ও একটি মৃত সকাল

গৃহিণী কন মধুর সুরে,''শুনছ খোকার বাপ,
চা ক'রেছি,গরম গরম খেয়ে নাও এক কাপ।
বাদাম ভাজা ভালবাস,তা ও দিয়েছি সাথে,
তাড়াতাড়ি খেয়ে একটু যাবে বাজারেতে।
সকাল থেকেই 'ইলশা গুঁড়ি' বৃষ্টি পড়া দেখে,
সাধ হয়েছে ইলিশ খাবো,আনো বাজার থেকে।
মাছ টা যেন বেশ বড় হয়,ডিম ভরা হয় পেটে,
আয়েস করে ক'রবো ভাপা,সর্ষে-লঙ্কা বেঁটে।''
একে গিন্নী মুখরা তায় অপূর্ব সুন্দরী,
পত্নীবৎসল ভীতু পুরুষ,'না' কি ক'রে করি ?
তৈরী হয়ে,পাঁচশো টাকা পকেটেতে ভ'রে,
ছাতার বাঁটে ঝুলিয়ে থলি,এগোই ধীরে ধীরে।

মাছ-বাজারে গিয়ে দেখি,ইলিশ মাছের ডাঁই,
ক্রেতার ভিড়ে সরগরম,যে দিকেতেই চাই।
রূপোর পাতে মোড়া,নদীর রূপালী ফসল,
মনোলোভা রূপের শোভা ! জিভে আসে জল।
খুঁজে,বেছে,পেট মোটা এক ইলিশ নিয়ে হাতে,
মেছুয়া কে ব'লি-''বলো,কত হবে দিতে ?''
ওজন করে মেছুয়া কয়,''দেড় কিলোগ্রাম,
ছয়শো টাকা কিলো দরে নয়শো টাকা দাম।''
পকেটে মোট পাঁচশো টাকা,চারশো আরো লাগে !
হেসে বলি-''রাখো বাপু,ঘুরে দেখি আগে।''
মেছুয়া কয়,''বুঝছি মশায়,ঐ দিকেতে যান,
খোকা ইলিশ নিয়ে গিয়ে,কাঁটা বেছে খান।''

লজ্জ্বা পেয়ে সরে পড়ি,মনে লাগে ব্যথা,
কি বেদনা! কেউ ভাবে না,সাধারণের কথা। 
নয়শো টাকায় কিনলে চাউল,এক মাস যায় চলে,
সেই টাকাতে একটি ইলিশ,কিনবো কোন আক্কেলে?
মন জ্বলে যায়,এই যে ইলিশ স্তুপাকার চার ধারে,
সব ই তো তার বিক্রি হবে,এমন চড়া দরে !
কাদের এত টাকার গরম,কোথায় টাকা পায়,
মহার্ঘ সব উপকরণ,একাই কিনে খায় ?
বর্ষা কালে ইলিশ খেতে কার না ইচ্ছা করে ?
সাধ্যে যদি না কুলায় তো কিনব কিসের জোরে।
মনের দুঃখে খোকা ইলিশ কিনে ফিরি বাড়ি,
আমায় দেখে গিন্নী ছুটে আসেন তাড়াতাড়ি।

মাছের থলি দিয়ে হাতে,স্মরি জগন্নাথ !
গিন্নী যদি চটেন,তবে জুটবে না আজ ভাত।
বলি-''শোনো,বাংলা দেশে বন্যা হ'লো,তাই-
ইলিশ মাছ সব ভেসে গেছে,আমদানী আজ নাই।
কোলাঘাটের খোকা ইলিশ বাজারেতে ছিল,
তোমার জন্য বাধ্য হয়ে তাই আনতে হ'লো।
ক'রবে কি আর,এই ইলিশ-ই ভাপা তুমি করো,
আনব-ই ঠিক যে দিন আবার আসবে ইলিশ বড়।''
মহাক্রোধে গিন্নী বলেন হাত পা ছুঁড়ে ছুঁড়ে,
''মিথ্যাবাদী,পোড়ামুখো,দূর হয়ে যাও দূরে।
রমার বাবা,গুপীর কাকা,সবাই পেলো মাছ,
বুড়ো ঢেঁকি,তুমি আমায় দেখাও কলাগাছ ?

বাংলাদেশে বন্যা হ'লো,জানলে শুধু তুমি ? 
সহ্য আমি ক'রবো না আর,তোমার এ ন্যাকামি।
মুরদ তো নেই,তবু আমায় বিয়ে ক'রতে গেলে,
নষ্ট হ'লো জীবন আমার,কাটলো অবহেলে।
থাকলে টাকা বুড়ো বর ও সহ্য করা যায়।
গরীব লোকের বিয়ে করা শোভা নাহি পায়।''
এই না বলে,মাছের থলি ছুঁড়লো কূয়োর পাড়ে,
'ওত পাতা এক হুলো বিড়াল'পালায় মুখে ক'রে।
বহু দিনের অভিজ্ঞতায় জানতো 'হুলো বিড়াল',
মাছের থলি আসবে উড়ে,যে দিন ভাল কপাল !
ইলিশ মাছের ভাপা তো দূর,জুটলো না আর ভাত !
সুখের সকাল মৃত হ'লো,মনে গভীর রাত।


***************************************
সমর কুমার সরকার / শিলিগুড়ি

****************************************
Creative Commons License
ইলিশ ও একটি মৃত সকাল by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in


[<a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by/3.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" href="http://purl.org/dc/dcmitype/Text" property="dct:title" rel="dct:type">ইলিশ ও একটি মৃত সকাল</span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="http://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=5549533290631353006" property="cc:attributionName" rel="cc:attributionURL"> সমর কুমার সরকার / শিলিগুড়ি</a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/">Creative Commons Attribution 3.0 Unported License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="samarkumarsarkar.blogspot.in" rel="dct:source">samarkumarsarkar.blogspot.in</a>.]

Tuesday, June 26, 2012

কচুর জন্ম বৃত্তান্ত - সমর কুমার সরকার / শিলিগুড়ি





কচুর জন্ম বৃত্তান্ত

কচু আগে মানুষ ছিলো,তোমরা কি তা জানো ?
জানা যদি না থাকে তো আমার কাছে শোনো।
মানুষ যখন ছিলো কচু,সত্য যুগের কালে,
ঝগড়াঝাঁটি ক'রতো সদাই ছলে ও কৌশলে।
চারটি ভাই ছিলো তারা একই পরিবারে,
সত্য যুগের মানুষেরা ত্রস্ত অত্যাচারে।
মানস নামে বড় যে ভাই,বিশাল দেহ তার,
সামনে হঠাৎ পড়ে গেলে,কেউ পেতো না পার।
সামান্য কম মেজোর দেহ,শৈল যে তার নাম,
তার সঙ্গে লাগলে বিবাদ,ছুটিয়ে দিত ঘাম।
ওলাই নামে সেজো যে ভাই,এমন ই মারকুটে,
ঝগড়া করার কৌশল বের করতো খেটেখুটে।
সবার চেয়ে ছোট যে জন,নাম টি তাহার বুনো,
ঝগড়া করার ক্ষমতা তার সবার চেয়ে দুনো।
চার প্রকৃতির চারটি ভাই-এর একটি মাত্র গুণ,
গায়ে পড়ে ঝগড়া ক'রে জ্বালানো আগুন।

সত্য যুগের মহান সাধক ভবানন্দ মুনি,
সর্ব জীবের কল্যাণেতে সদাই মগন তিনি।
চার ভাইয়েতে যুক্তি করে,লাগবে মুনির পিছে,
ঝগড়া ক'রে বুঝিয়ে দেবে,তাদের কি গুণ আছে।
মুনি যখন যজ্ঞে রত,চার ভাইয়েতে গিয়ে,
কলসি ভরা জল ঢেলে দেয় আগুন টা নিভিয়ে।
যতই মুনি জ্বালেন আগুন,তারা ঢালে জল,
বিফল মুনি ধ্যানে বসেন,রহেন অবিচল।
চার ভাইয়েতে পিঁপড়ে এনে,ছাড়ে মুনির গা-য়,
মুনির তেজে পিঁপড়েরা সব আপনি পালায়।
চার ভাইয়েতে এবার মুনির গায়ে ছাড়ে সাপ,
আগুন জ্বেলে মুনির গায়ে দিতে থাকে তাপ।
যোগ বলে মুনির তা তে কিছুই নাহি হয়,
নত শিরে প্রণাম ক'রে,সাপ নীরবে রয়।
মহা ক্রোধে চার ভাইয়েতে টানে মুনির দাড়ি,
মহান তাপস নীরব থাকেন,মস্তক না নাড়ি।

চার ভাইয়েতে ভাবে মনে,এই ভাবে না হবে,
ভাল ক'রে যুক্তি সেরে,লাগবো আবার তবে।
আঁধার ভোরে নিত্য মুনি যান নদীতে স্নানে,
চলার পথে গর্ত খোঁড়ে,চার ভাই-এ গোপনে।
মানুষ প্রমাণ গর্ত খুঁড়ে,লতায়-পাতায় ঢাকে,
মনের সুখে জঙ্গলেতে লুকিয়ে সবে থাকে।
প্রত্যুষেতে মুনি চলেন স্নানে,যুক্তকরে,
আঁধার পথে অসাবধানে গর্তে গেলেন পড়ে।
চার ভাইয়েতে বেরিয়ে এসে,খিলখিলিয়ে হাসে,
বলে,"ব্যাটা,জব্দ কেমন ? চাঁদ দেখো আকাশে"।
মহান যারা,সচরাচর তৃণ হ'তে ও দীন,
সময় মত জেগে ওঠেন,নাশ করিতে হীন।
যোগ বলে শূণ্যে উঠে,দাঁডান মুনি ভূমে,
মহা ক্রোধে বলেন,"তোরা গেছিস বড়ই নেমে।
দিচ্ছি যে শাপ মনের মত,যেমন তোরা চাস,
চার ভাইয়ের ই এখন থেকে গর্তে হবে বাস।

সারা দেহ মাটির নীচে রইবে আঁধারেতে,
মস্তক টি বাইরে রেখে,বাঁচবি কোন মতে।
ঘৃণ্য শূকর কামড়ে দাঁতে,ক'রবে তোদের ঘায়েল,
কচকচিয়ে চিবিয়ে খাবে,দেখবি মজার খেল।
সত্য,ত্রেতা,দ্বাপর শেষে আসবে কলি কাল,
বঙ্গদেশে জন্ম নেবে জাতি তে 'বাঙাল'।
যেথায় খুঁজে পাবে তোদের,মাট থেকে তুলে,
রান্না ক'রে খাবে সুখে,সিদ্ধ ক'রে জলে।
গা চুলকে ঝগড়া করিস,স্বভাব কোথায় যাবে ?
চুলকে গলা জব্দ হবে,যারাই তোদের খাবে।"
মুনির কথা শেষ হ'লো যেই,মানস হ'লো মান,
জঙলেতে,আস্তাকুঁড়ে হ'লো যে তার স্থান।
শৈল হ'লো শোলা কচু,রইলো জলার ধারে,
ওলাই হ'লো ওল কচু,তার বসত ঝোপে-ঝাড়ে।
বুনো কচু ঠাঁই পেলো হায় নোংরা নরদমা তে,
এই ভাবে তে জন্ম কচুর হ'লো পৃথিবীতে।

***************************************
সমর কুমার সরকার / শিলিগুড়ি
***************************************

Creative Commons License
কচুর জন্ম বৃত্তান্ত by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in

[<a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by/3.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" href="http://purl.org/dc/dcmitype/Text" property="dct:title" rel="dct:type">কচুর জন্ম বৃত্তান্ত</span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="http://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=4029263131401277122" property="cc:attributionName" rel="cc:attributionURL">সমর কুমার সরকার / শিলিগুড়ি</a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/">Creative Commons Attribution 3.0 Unported License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="samarkumarsarkar.blogspot.in" rel="dct:source">samarkumarsarkar.blogspot.in</a>.]

Sunday, June 24, 2012

আফ্রিকান লাউ - সমর কুমার সরকার / শিলিগুড়ি



আফ্রিকান লাউ

অধিক ফলনশীল লাউ চারা এনে,
গোটা ছয় পুঁতেছিনু বাগানের কোণে।
জৈব প্রযুক্তিজাত আফ্রিকান চারা,
জানা ছিলো,ফল হবে জগতের সেরা।
দশ ফুট উঁচু ক'রে জাঙ্গাল বানায়ে,
গাছগুলি বেঁধে দিই তা তে দড়ি দিয়ে।
কিছুদিন পরে দেখি গজায়েছে পাতা,
এত বড় ! বৃষ্টিতে লাগিবে না ছাতা।
লাউ ধরিলে গাছে হতবাক আমি,
আট ফুট,নয় ফুট,ছুঁইয়াছে জমি।
লাউয়ের পরিধি প্রায় এক-দেড় ফুট,
কালচে সবুজ দেহ,পুষ্ট অটুট।
লাউয়ের যতেক পদ হয় ব্যঞ্জন,
ছয় মাস সবই খাই করিয়া রন্ধন।
সকাল,দুপুর,রাতে খাই শুধু লাউ,
বিলাই শহরময় যে যত চাও।
ভিখারী,ফকির সাধু,যারে যেথা পাই,
ছল ক'রে বাড়ি এনে লাউ দিয়ে যাই।
লাউ পাতা দিয়ে আসি গোশালা,খাটালে,
গরু,মহিষের জিভে অরুচি অকালে।
ক্রমে ক্রমে চারিদিকে বার্তা রটিলো,
বাজারেতে সবজির বিক্রি কমিলো।
সবজির ব্যাপারী রা দিলো মোরে গালি,
লাউ গাছ না কাটিলে "ছাল নিবে তুলি"।
ক্রোধেতে ক্ষিপ্ত হয়ে,হয়ে দিশাহারা,
সমূলে নির্মূল ক'রি আফ্রিকান চারা।
লাউয়ের গৌরব গাঁথা বিলুপ্ত তখনি,
আছে শুধু স্মৃতিপটে আঁকা ছবি খানি।


*********************************
সমর কুমার সরকার / শিলিগুড়ি
*********************************
Creative Commons License
আফ্রিকান লাউ by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in

[<a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by/3.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" href="http://purl.org/dc/dcmitype/Text" property="dct:title" rel="dct:type">আফ্রিকান লাউ</span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="http://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=6975053479761394559" property="cc:attributionName" rel="cc:attributionURL">সমর কুমার সরকার / শিলিগুড়ি</a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/">Creative Commons Attribution 3.0 Unported License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="samarkumarsarkar.blogspot.in" rel="dct:source">samarkumarsarkar.blogspot.in</a>.]



Saturday, June 23, 2012

ঘরেতে ইলিশ পালন - সমর কুমার সরকার / শিলিগুড়ি





ঘরেতে ইলিশ পালন

বর্ষা এবার খুব জমেছে,ইলিশ খাবার পালা,
জলে ভিজে বাজার থেকে ইলিশ আনা ঠ্যালা।
হাঁটু সমান জল ঠেলে ভাই,ক'রতে হ'লে বাজার,
ইলিশ খাওয়া উঠবে মাথায়,কাজেই,আমি নাচার।
বুদ্ধি ক'রে,বিশাল কাঁচের জার এনেছি কিনে,
জ্যান্ত ইলিশ ছেড়ে দিছি,গঙ্গা থেকে এনে।
সাঁতার কাটে,ডিগবাজি খায়,ইলিশ মনোলোভা,
বিশালাকার ড্রয়িং রুমের বেড়ে গেছে শোভা।
ইচ্ছে হলেই জ্যান্ত ইলিশ তুলে এনে কাটি,
তিন চার পদ রান্না ক'রে খাই যে পরিপাটি।
ইলিশ ভাপা,সর্ষে-ইলিশ,ইলিশ কড়া ভাজা,
ঘরে বসেই খেতে পেলে,কে আর না পায় মজা !
বন্ধু হউক,শত্রু হউক,যে আসে মোর ঘরে,
রান্না ক'রে খাওয়াই ইলিশ পরম সমাদরে।
খবর পেয়ে আত্মীয় সব যে যেখানে আছে,
হচ্ছে হাজির আমার বাড়ি,খরচা বেড়ে গেছে।
হোক না খরচ, অতিথি তো দেবতা সমান,
ইলিশ পুষে সবার কাছে বেড়েছে তো মান !
ভাবছো এ সব মিথ্যা কথা ? গল্প গাঁজাখুরি ?
নিজের চোখে দেখতে হ'লে,এসো আমার বাড়ি।


**************************************
সমর কুমার সরকার / শিলিগুড়ি
**************************************
Creative Commons License
ঘরেতে ইলিশ পালন by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution 3.0 Unported LicenseBased on a work at samarkumarsarkar.blogspot.in

[<a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by/3.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" href="http://purl.org/dc/dcmitype/Text" property="dct:title" rel="dct:type">ঘরেতে ইলিশ পালন</span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="http://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=6178621341540180521" property="cc:attributionName" rel="cc:attributionURL">সমর কুমার সরকার / শিলিগুড়ি</a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/">Creative Commons Attribution 3.0 Unported License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="samarkumarsarkar.blogspot.in" rel="dct:source">samarkumarsarkar.blogspot.in</a>.]

Friday, June 22, 2012

অকারণ - সমর কুমার সরকার / শিলিগুড়ি



অকারণ

ভ্রমরে গাহিল গান-'গুন্ গুন্ গুন্',
প্রজাপতি শুনে কানে,
বলে,"কত ঢঙ জানে,
সারাদিন গায় শুধু আপনার গুণ"।

বর্ষার আগমনে নাচিল ময়ূর,
তুলনা ক'রিল মনে,
"ও কি আর গান জানে"?
মক্ মক্ কোলাহলে মাতিল দাদুর।

কোকিলের কুহু তানে প্রকৃতি মুখর,
কাক বলে,"মরে যাই,
পাঁচ ঋতু আমি গাই",
রেগে তারে তাড়া করে মারিয়া ঠোকর।

কবিরা নীরবে লেখে কবিতা ও ছড়া,
নীরসে করিয়া পাঠ,
বলে,"এ যে শুষ্ক কাঠ,
ছাই-পাঁশ লেখে যত নিজ মন গড়া।

********************************
সমর কুমার সরকার / শিলিগুড়ি
*********************************

Creative Commons License
অকারণ by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in
[<a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by/3.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" href="http://purl.org/dc/dcmitype/Text" property="dct:title" rel="dct:type">অকারণ</span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="http://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=9118871131902174234" property="cc:attributionName" rel="cc:attributionURL">সমর কুমার সরকার / শিলিগুড়ি </a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/">Creative Commons Attribution 3.0 Unported License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="samarkumarsarkar.blogspot.in" rel="dct:source">samarkumarsarkar.blogspot.in</a>.]


Thursday, June 21, 2012

জগৎ নাথ জগন্নাথ - সমর কুমার সরকার / শিলিগুড়ি



জগৎ নাথ জগন্নাথ

কালো মুখে গোল দুটো চোখ,কি বা রূপের ছিরি !
হাত-পা কাটা জগন্নাথ আজ যাচ্ছে মাসির বাড়ি।
সঙ্গে দাদা বলরাম আর সুভদ্রা এক বোন,
এদের নিয়ে মাতেন কেন বিশ্ব ভক্ত গণ?

রূপ দেখে যে বিচার করে,নয় সে পরম জ্ঞনী,
কু-রূপ মাঝে লুকিয়ে থাকে,অরূপ রতন মণি।
রূপের আলোয় ভরালে মন,আধেক থাকে ফাঁকা,
তাই তো প্রভু কু-রূপেতে ভক্তেরে দেন দেখা।

কালো রূপে হরণ করেন,বিশ্বে যাহা কালো,
ভক্ত জনে মুক্ত করেন,দেখান জ্ঞানের আলো।
ইঙ্গিতে তার জগৎ চলে,তাই তো জগন্নাথ,
প্রতীক স্বরূপ তাই তো প্রভুর নেই কোন পা,হাত।

****************************************
সমর কুমার সরকার / শিলিগুড়ি
****************************************
Creative Commons License
জগৎ নাথ জগন্নাথ by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in

[<a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by/3.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" href="http://purl.org/dc/dcmitype/Text" property="dct:title" rel="dct:type">জগৎ নাথ জগন্নাথ</span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="http://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=955134571439002337" property="cc:attributionName" rel="cc:attributionURL">সমর কুমার সরকার / শিলিগুড়ি</a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/">Creative Commons Attribution 3.0 Unported License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="samarkumarsarkar.blogspot.in" rel="dct:source">samarkumarsarkar.blogspot.in</a>.]

Friday, June 15, 2012

ছন্দ - সমর কুমার সরকার / শিলিগুড়ি



ছন্দ

ছন্দ নিয়ে ধন্দ কেন? ছন্দ নিপুণ কলা,
শ্র্রবণ-মনের প্রীতিপদ শব্দে গাঁথা মালা।
হালকা মনে খুশ খেয়ালের অবাধ বিচরণ,
ভাব জগতের সুপ্তি হ'তে হঠাৎ জাগরণ।
ছন্দ মানে মুক্ত মনে প্রাণের কথা বলা,
মনের সাথে প্রাণের মিলের লুকোচুরি খেলা।
ছন্দ মনের ভরা জোয়ার,উপচে পড়া আলো,
ছন্দ ঘুচায় মনের খরা,মলিনতার কালো।

মন্দ-ভালো,আঁধার-আলোয় বিভেদ আছে জানি,
মিলাতে তাল যা বেসামাল,ছন্দের-ই জাল বুনি।
ঘূর্ণায়মান পৃথিবী টা ছন্দে বাঁধা বলে,
সকাল-বিকাল,দিবস-রাতি,নিয়ম মেনেই চলে।
ষড় ঋতুর আগম নিগম ছক বাঁধা এক পথে,
জনম মরণ,জীবন ধারণ সব বাঁধা ছন্দেতে।
ছন্দ হারা জীবন যেন শীর্ণ নদীর ধারা,
আবেগ বিহীন,চিত্ত মলিন,সংশয়েতে ভরা।

প্রত্যুষে গায় বৃক্ষ শাখায় বিহগ মধুর গান,
নিদ্রা শেষে একে একে জাগে সকল প্রাণ।
শাখায় শাখায় পাপড়ি মেলে,গন্ধ বিলায় ফুল,
মধুর লোভে গুনগুনিয়ে ধায় রে অলি কুল।
প্রজাপতি উড়ে বেড়ায় চিত্রিত দুই ডানা,
শিশির ভেজা ঘাসের ডগায় রূপালী জলকণা।
মিষ্টি মধুর সকাল বেলায় ব্যাপ্ত নরম আলো,
বলতে পারো এরা কোথায় ছন্দ খুঁজে পেলো?

নীল আকাশে বৃষ্টি স্নাত ইন্দ্রধনুক বাঁকা,
সাতটি রঙে রাঙালে মন,যায় কি গো চুপ থাকা?
শরৎ কালের উজল রবি,শুভ্র মেঘের ভেলা,
হরিৎ বরণ ধানের শীষে বায়ুর দোদুল দোলা।
জ্যোৎস্না রাতে চাঁদের ছায়া দীঘির নিথর জলে,
অমানিশার ঘোর আঁধারে জোনাকিরা জ্বলে।
ঝরঝর নির্ঝর বয় কুলু কুলু তানে,
ছন্দ জাগায় প্রাণেতে তাই ঠাঁই পেয়েছে মনে।

ঘনায়মান মেঘের ঘটায় আকাশ হ'লে কালো,
ঝোড়ো হাওয়ায় বনস্পতির শাখা এলোমেলো।
সোদা মাটির গন্ধ ভাসে উতল সমীরণে,
প্রস্ফুটিত কদম হাসে বাদল ধারা স্নানে।
রঙ্গীন কলাপ মেলে শিখী মাতে আনন্দেতে,
ঝিল্লী রবে উন্মনা মন,বর্ষা মুখর রাতে।
উল্লাসেতে দাদুর ডাকে,গায় মিলনের গান,
ছন্দ ধরায়,ছন্দ মনে,ছন্দে জাগে প্রাণ।

ছন্দ দোলায় পাল তোলা এক স্বপন খেয়ার তরী,
স্বয়ং তুমি যাত্রী সেথা,মন তব কাণ্ডারী।
জোয়ার-ভাঁটা বিচার ক'রে,বাইতে যদি পারো,
সফল হবে জীবন তোমার,চেষ্টা যদি করো।
ছন্দ নিয়েই বেঁচে আছেন,কবি,গায়ক কুল,
ধ্যান,ধারণা,জ্ঞান,প্রেরণা,সফলতার মূল।
ছন্দ আনে জীবন পথে এগিয়ে চলার গতি,
ছন্দে ভাবো,ছন্দে লেখো,ছন্দে গাহ গীতি।

********************************
সমর কুমার সরকার / শিলিগুড়ি
********************************
Creative Commons License
ছন্দ by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in


[<a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by/3.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" href="http://purl.org/dc/dcmitype/Text" property="dct:title" rel="dct:type">ছন্দ</span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="http://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=2138090174789816285" property="cc:attributionName" rel="cc:attributionURL">সমর কুমার সরকার / শিলিগুড়ি</a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/">Creative Commons Attribution 3.0 Unported License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="samarkumarsarkar.blogspot.in" rel="dct:source">samarkumarsarkar.blogspot.in</a>.]