ছায়াতরু বট পাকুড়ের একাকী বিস্তার।
রোদ ঝলমল সোনার ফসল মাঠে ছড়ায় আলো,
শাপলা ফোটা বিলের জলে মেঘের ছায়া কালো।
খেয়াঘাটে নৌকা বাঁধা,খেয়া-মাঝির চালা,
এপার-ওপার লোক পারাপার,নিত্য সারা বেলা।
ওই দেশেতে নিদ্রা টুটে পাখীর কলতানে,
তিতির,বটের,ফিঙে,ছাতার ডাকে উপবনে।
চড়াই,শালিক ঝগড়া করে,মাঠেতে বক চরে।
তাল-সুপারির পত্র-নীড়ে বাবুই বসত করে।
দোয়েল,কোকিল গায় সুমধুর,টুনটুনি,বুলবুলি
গুল্ম শাখায় উড়ে বেড়ায় কণ্ঠেতে সুর তুলি।
ডাহুক পাখী শিকার খোঁজে ঘাসবনে,ঝোপ-ঝাড়ে,
পোড়ো ভিটায় ঘুঘু ডাকে ক্লান্ত উদাস সুরে।
খাল-বিল,ঝিল,নদী,পুকুর মাছেতে ভরপুর,
শঙ্খচিল চক্র কাটে,গলায় খুশির সুর।
কলমী লতা,জলজ ঘাসে জলপিঁপিঁ-রা জোটে,
চকা চকী,পানকৌড়ি সুখে সাঁতার কাটে।
নানা প্রকার ফুল ফুটে রয় সেথায় বনে বনে,
মৌমাছিরা গুঞ্জরিয়া ব্যস্ত মধু পানে।
প্রজাপতি উড়ে বেড়ায় মেলে রঙিন ডানা,
কৃষ্ণ-কালো ভ্রমর দলের সেথায় আনাগোনা।
গোচর মাঠে গরু চরায় রাখাল সারা বেলা,
গোধূলিতে বাজিয়ে বাঁশি ঘরে ফেরার পালা।
সকাল-সন্ধ্যা মন্দিরেতে কাঁসর-ঘন্টা বাজে,
মসজিদেতে আজান ছাড়ে-'এসো হে নমাজে'।
গ্রাম্য বধূ প্রদীপ জ্বালে তুলসী বেদী তলে,
আঁধার মাঠে ঝোপে-ঝাড়ে জোনাকিরা জ্বলে।
নিশুতিতে বাঁশ বনেতে শিয়ালে ডাক ছাড়ে,
হুতুম প্যাঁচার চক্ষু জ্বলে,খাবলে শিকার ধরে।
গ্রীষ্মে সেথা আম কাঁঠালের গন্ধ মনোহর,
আম কুড়িয়ে ধামা ভরা,যদি ওঠে ঝড়।
বর্ষাকালে পদ্মা নদীর ইলিশের মরসুম,
দিবা-রাতি জেলেডিঙ্গির ইলিশ ধরার ধুম।
শরৎ কালে শেফালিকা,আগমনীর গান,
মাঠে মাঠে উপচে পড়া কচি সবুজ ধান।
হেমন্ত তে দীপান্বিতা,নবান্ন উৎসব,
ধানের মরাই থাকে ভরাই,অতুল্য বৈভব।
শীতকালেতে খেজুর গাছে শীতল রসের হাঁড়ি,
পিঠে-পুলি,নলেন গুড়ের সুবাস বাড়ি বাড়ি।
বসন্ত তে পলাশ,শিমুল খেলে রঙের হোলি,
ছয় ঋতুতে,ছয় রূপেতে ভরা রূপের ডালি।
ওই দেশেতে বাঙ্গালী সব,বাঙলা মুখের ভাষা,
বাঙলা বলে,বাঙলা লিখে,পুরে মনের আশা।
খেয়া-তরীর মাঝি সেথায় ভাটিয়ালি গায়,
মেঠো পথে গ্রাম্য বাউল একতারা বাজায়।
দোতারা বাজিয়ে ফকির গাহে লালন গীতি,
সারি গানে,জারি গানে বাড়ে যে সম্প্রীতি।
কোন্ সে মধুর দেশটি যাহার রূপ-গুণ অশেষ ?
সে যে আমার জন্মভূমি,সোনার ‘বাংলাদেশ’।
ওই দেশেতেই জন্ম আমার,প্রথম দেখা আলো,
তাই তো সে দেশ আমার চোখে সবার চেয়ে ভাল।
জন্মভূমি হৃদয় মাঝে নিয়েছে যে ঠাঁই,
মন যে চাহে বারে বারে,সেথায় ফিরে যাই।
****************************************
শ্রী সমর কুমার সরকার / শিলিগুড়ি
শ্রী সমর কুমার সরকার / শিলিগুড়ি
****************************************

জন্মভূমি by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.Based on a work at samarkumarsarkar.blogspot.in
[<a rel="license" href="http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by-nc-nd/3.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" property="dct:title">জন্মভূমি</span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="http://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=1684810825937198012" property="cc:attributionName" rel="cc:attributionURL">সমর কুমার সরকার / শিলিগুড়ি</a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US">Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="samarkumarsarkar.blogspot.in" rel="dct:source">samarkumarsarkar.blogspot.in</a>.]

জন্মভূমি by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.Based on a work at samarkumarsarkar.blogspot.in
[<a rel="license" href="http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by-nc-nd/3.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" property="dct:title">জন্মভূমি</span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="http://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=1684810825937198012" property="cc:attributionName" rel="cc:attributionURL">সমর কুমার সরকার / শিলিগুড়ি</a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US">Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="samarkumarsarkar.blogspot.in" rel="dct:source">samarkumarsarkar.blogspot.in</a>.]
অধুনা বাংলা দেশের পাবনা জিলার হাতকোড়া গ্রামে আমার জন্ম, অর্থাৎ বাংলা দেশ আমার জন্মভূমি। আপন প্রিয় জন্মভূমিকে কে না ভালবাসে? ১৯৬০ সালে আমরা বাংলাদেশ ত্যাগ করে চলে আসি। যদিও,কেন দেশ ত্যাগ করতে হলো,তার উত্তর আমার জানা নেই। দেশ ত্যাগের পূর্বে গ্রাম্য বাংলা দেশের যে টুকু প্রাকৃতিক,অর্থনৈতিক ও সাংস্কৃতিক দৃশ্যপট আমি বাল্যকালে প্রত্যক্ষ করেছি,ও যত টুকু আমার পরিবারের গুরুজন দের মুখ থেকে শুনেছি,জন্মভূমির সেই সুখ স্মৃতি আজও আমার হৃদয়ে অম্লান। আধুনিক বাংলা দেশের সঙ্গে আমার কোন পরিচয় নেই। অনেক দিনের সাধ,আপন জন্মভূমিতে একবার ফিরে যাই,কিন্তু তা আর সম্ভব হয়ে ওঠে নি। অনেক বিষয় নিয়েই কবিতা লিখেছি,কিন্তু আপন জন্মভূমিকে নিয়ে কবিতা না লিখলে নিজে কে অসম্পূর্ণ মনে হয়। সেই অর্থে কবিতা টি জন্মভূমি বাংলা দেশের প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য।
ReplyDelete