এসো না মোর বাড়ি
বন্ধু,স্বজন আমার যারা,বলছি তাদের শোনো,
আমার বাড়ি রাতের বেলায় কেউ এসো না যেন!
ভাবছ মনে- বন্ধু,স্বজন আমার অপছন্দ?
মোটেই তা নয়,মানুষ আমি ততটা নয় মন্দ।
রাতের বেলায় এলে,আমায় দেখতে নাহি পাবে,
গল্প-গুজব ক'রতে এসে,মিছেই ফিরে যাবে।
তার মানে নয়,রাতের বেলায় থাকি না কো বাড়ি,
রাতের বেলায় ঘরে বসেই সকল কার্য সারি।
ভাবছ,কথার প্যাঁচে আমি দিচ্ছি কোন ধোঁকা?
ধোঁকা দিলেই ধোঁকা খাবে? তোমরা তো নও বোকা!
অর্ধসত্য কমই বলি,কথা টা নয় মিছে,
মিথ্যা কিছু বললে জেনো,সত্য তাতেও আছে।
আমি যখন জন্মেছিলাম,ছিল না কো আলো,
অমানিশার অন্ধকারে,জগৎ কালোয় কালো।
সেই আঁধারে জন্মে আমার হ'লো হাঁড়ির হাল,
গায়ের রঙ টি হ'লো কালো,তাই এত নাকাল !
কালো শুনেই তোমরা চোখে দেখতে থাকো কাক,
হয় তো বা কেউ শোনো কানে,কাকের 'কা-কা' ডাক।
কার ও চোখে ভেসে ওঠে,কালো গরু,ছাগল,
কালো যখন,ভাবনা-তে আর থাকবে কেন আগল?
কেউ বা ভাবো কালো ভালুক,কালো হনুমান,
কালো কোকিল,কালো ভ্রমর,যা হয় অনুমান।
ভক্ত জনে সঙ্গোপনে ভাবো কৃষ্ণ,কালী,
এ সব ভাবা সবই বৃথা,আগেই ব'লে ফেলি।
আমি কালো,সেই কালো নই,কালোর আঁধার মায়া,
অন্ধকারে দেখলে পরে,মনে হবে ছায়া।
এমন ও হয়,অন্ধকারে কেউ এসে মোর ঘরে,
আমায় দেখে মনের ভ্রমে পড়ে আতান্তরে।
কায়া তো নেই ছায়া আছে,কেমন ক'রে হয়?
কায়া-হীনের ছায়া কেন? মনেতে পায় ভয়।
আমি-ই স্বয়ং বসে আছি,তাই বোঝানোর ছলে,
সাদা রঙের দুই পাটি দাত দেখাই মুখটি খুলে।
কালো ছায়ার দন্ত দেখে,ভাবে অশরীরী,
প্রাণের ভয়ে পালায় ছুটে,'পড়ি কি ভাই মরি'!
তাই তো সবায় আগের থেকেই দিলাম হুঁশিয়ারি,
রাতের বেলায় কেউ যেন না আসে আমার বাড়ি।
কালো রঙের মানুষ যারা,তাদের ইতিহাস-
শুনলে পরে মনে হবে,'বিধির পরিহাস'।
শিশুর হবে ফুটফুটে নাম,কিন্তু কালো ব'লে,
ছেলে হ'লে ডাকবে তোমায়,'কালু','কালা','কেলে',
কিংবা ধরো 'কালো মাণিক',কিংবা 'কালাচাঁদ',
কালো রঙের কালির ছিটা পড়বে না কো বাদ।
মেয়ে হলে 'আন্নাকালী','কালিন্দী' বা 'কালী',
'ময়না','অলি','কৃষ্ণা','শ্যামা',নয় তো 'কৃষ্ণকলি'।
কালো ছেলে হ'লেও মায়ের গর্বে ভরে বুক,
একই সাথে কালো ব'লে কিছু টা পায় দুঃখ।
কালো মেয়ের দু'কূল ভাঙা,নেই কো কোন পাড়,
মায়ের সাথে পরিবারের সবারই মুখ ভার।
যৌবনেতে কালো ছেলে সঙ্কোচেতে মরে,
কালো ব'লে ফর্সা মেয়ের পড়ে না নজরে।
কালো মেয়ে চেয়ে থাকে সতৃষ্ণ নয়নে,
প্রেম কি তাহার ব্যর্থ হবে চরম অপমানে?
সমাজেতে 'সোনার ছেলে' কালো হ'লেও চলে,
'খাঁটি হীরা' কালো মেয়ের ভাগ্য নাহি খোলে।
'পাত্র-পাত্রী' দেখা শোনা,সেথাও সাদা-কালো,
কেউ ভাবে না গায়ের রঙে কি বা এলো-গেলো।
পাত্রী বাছার যোগ্যতা মান মোট একশো হ'লে,
ফর্সা মেয়ের ষাট নম্বর এমনিতে যায় মিলে।
কালো মেয়ের ষাট নম্বর এমনিতে যায় বাদ,
তখন তাকে পাততে যে হয় প্রলোভনের ফাঁদ।
সমাজ থেকে মুখ ঘুরিয়ে বিশ্বে নজর দিলে-
কালোর প্রতি অত্যাচারের বহু নজির মেলে।
কালো বলেই বন্দি ক'রে,বানিয়ে ক্রীতদাস,
সাদা রঙের সভ্য মানুষ ক'রতো জমি চাষ।
কালো বলেই হয়েছে সব চা বাগানের কুলি,
দ্বীপ হ'তে দ্বীপ,দ্বীপান্তরে,মানুষ চালাচালি।
হিন্দু বলো,বৌদ্ধ বলো,খ্রীষ্ট,মুসলমান,
সব ধর্মেই সাদা-কালোয় একই ব্যবধান।
বন্ধু,সবাই ভাবতে শেখো,'মানুষ শুধুই মানুষ',
সাদা-কালো সবার মনে একই রঙীন ফানুস।
ভাগ্যবলে ফর্সা ব'লে,হ'লে অহঙ্কারী,
ঘৃণা ক'রি বন্ধু তোমায়,এসো না মোর বাড়ি।
************************************
সমর কুমার সরকার / শিলিগুড়ি
*************************************
![Creative Commons License](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_vnyJDADLVwLKNMaSEbef1PNKT52VLzDAmga660L6yPAuBcnpfxfZc8fx1msJbCAzHQQ05hyFxSH0_rc9GFpv4zN7XaioevtH_oZJDd9i-no14=s0-d)
এসো না মোর বাড়ি by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in
এসো না মোর বাড়ি by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in
[<a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/deed.en_US"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by/3.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" href="http://purl.org/dc/dcmitype/Text" property="dct:title" rel="dct:type">এসো না মোর বাড়ি </span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="http://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=6937361458120793693" property="cc:attributionName" rel="cc:attributionURL">সমর কুমার সরকার / শিলিগুড়ি</a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/deed.en_US">Creative Commons Attribution 3.0 Unported License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="samarkumarsarkar.blogspot.in" rel="dct:source">samarkumarsarkar.blogspot.in</a>]
No comments:
Post a Comment