কপালেতে রসকলি,গায়ে নামাবলি,
কথক ঠাকুর হাঁকে,শোনো সবে,বলি -
"পাপ যদি করো,তবে নর-নারী গণ,
নিশ্চিত জেনো হে ,হবে নরকে গমন।
কুলটা,পাপিনী নারী নরকেতে গেলে,
নগ্ন দেহ ক'রে তারে কাঁটা মাঝে ফেলে -
যমদূত টানে দেহ,পায়ে বেঁধে দড়ি,
বাবলা,খেজুর,বেল কাঁটার উপরি।
কাঁটার আঘাতে চিরে বহে রক্তধারা,
মুগুরের ঘা-য়ে ভাঙ্গে হাড়,শিরদাঁড়া।
গরম কড়ায় তেল টগবগ ফোটে,
যমদূতে ভাজে দেহ,মৃত্যু নাহি ঘটে।
প্রতি দিন এই রূপ শাস্তির বিধান,
যত দিন পাপ পুণ্য না হয় সমান।
শাস্তি ভোগ শেষে তারে বানায়ে কুকুরী,
মানব সমাজ মাঝে,পুনঃ দেয় ছাড়ি।"
দর্শক মাঝেতে ছিল রূপসী সুজাতা,
কথক ঠাকুর যারে রেখেছে রক্ষিতা।
শহরের শেষভাগে,গঙ্গা নদী তীরে,
অন্ধকার গলিপথ,তার দুই ধারে,
সারি সারি চালা ঘরে এদের বসতি,
দেহ-পসারিনী সবে,তবু ভক্তিমতী।
এসেছিল দল বেঁধে কথক-আসরে,
নরকের শাস্তি শুনে ভয়ে সবে মরে!
পর দিন রাত্রি কালে কথক ঠাকুর,
সুজাতার ঘরে যায় হয়ে কামাতুর।
সভয়ে সুজাতা বলে,"রক্ষা করো মোরে,
দেহ-ব্যবসায় আমি দিয়েছি যে ছেড়ে।
অভাগিনী নারী কে না ছাড়ে যমদূতে,
নগ্ন দেহে রক্ত ঝরে কাঁটার আঘাতে।
তারপরে তপ্ত তেলে ভাজে সারা দেহ,
প্রতি দিন এত কষ্ট সহ্য করে কেহ ?
অবশেষে বানায় যে পথের কুকুরী,
কুকুরেরা ঘিরে ধ'রে করে মারামারি।
বাড়ী ফিরে যাও তুমি,এসো না তো আর,
তোমাদের ফাঁদে পড়ে এ দশা আমার।"
চতুর কথক মনে ভাবিয়া প্রমাদ,
বলে,"মিছে করো কেন আয় বরবাদ।
নরকের দুয়ারেতে যত কাঁটা আছে,
বহু ব্যবহারে সব ভোঁতা হয়ে গেছে।
সত্য যুগ হতে শুরু,ত্রেতা ও দ্বাপর
পার হয়ে কলি যুগ এলো অতঃপর।
যুগে যুগে নানা ভাবে বেড়েছে পতিতা,
কোটি কোটি দেহ চিরে,কাঁটা ভেঙে ভোঁতা।
তেলের কড়ায় পুরু জমেছে যে সর,
জ্বাল দিলে দেহে তাপ লাগে না তো আর।
মানুষে কুকুরে ভেদ নাই কলি কালে,
রূপসী রা সতী হলে ধরা রসাতলে।"
***********************************
সমর কুমার সরকার / শিলিগুড়ি
***********************************
সুচতুর কথক ঠাকুর by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in
[<a rel="license" href="http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by-nc-nd/3.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" property="dct:title">সুচতুর কথক ঠাকুর</span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="http://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=3197956187996928472" property="cc:attributionName" rel="cc:attributionURL">সমর কুমার সরকার / শিলিগুড়ি</a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US">Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="samarkumarsarkar.blogspot.in" rel="dct:source">samarkumarsarkar.blogspot.in</a>.]
No comments:
Post a Comment