" ওরা পতিতা,তোমরা পতিত "
মানব দেহের যৌন আবেগ খুব স্বাভাবিক,
গোপনতার মোড়কেতে যা সামাজিক।
জৈব ক্ষুধায় দেহের তাগিদ প্রবল হলে,
সঙ্গী বিহীন পুরুষ তখন লজ্জ্বা ভুলে-
যাবে,যেথায় খুঁজে পাবে সঙ্গিনী তার,
অসামাজিক হবে কি তা,করলে বিচার ?
তাই প্রয়োজন সব সমাজেই বারবনিতা,
যৌন-ক্ষুধা নিবারণের স্বাধীনতা।
চরিত্রহীন লম্পটেরা দেহের ক্ষুধায়,
বলাৎকারেও নয় পিছপা,যা কাছে পায়।
পায় না রেহাই কোলের শিশু,মাঝ-বয়েসী,
নারীর শরীর হলেই চলে,আট কি আশি!
বসত গৃহের নারীর উপর চড়াও হলে,
কেমন করে মুখ দেখাবে মাথা তুলে ?
তাই সমাজে স্থান পেয়েছে পতিতালয়,
কামার্ত সব পুরুষ সেথায় ইচ্ছা মেটায়।
কামার্ত সব পুরুষ সেথায় ইচ্ছা মেটায়।
ধনিক,বণিক,প্রেমিক মানুষ খুব আয়েসী,
অর্থ বলে স্বভাব যাদের ভোগবিলাসী,
অবসরে বিনোদনের রঙ্গিল নেশায়,
রমণী ও সুরার স্রোতে শরীর ভাসায়,
তাদের প্রয়োজনে এবং টাকার জোরে,
গ্রাম-শহরে পতিতালয় উঠছে গড়ে।
শরীর বেচা গরীব নারীর আদিম পেশা,
যুগ বদলে লক্ষ-কোটির মূল ব্যাবসা।
পুরুষ জাতির বিচার ধারা দেশ-বিদেশে,
আপন সুখের হিসাব মেপে,যা একপেশে।
আঁধার রাতে যে পতিতা পরম আপন,
দিনের আলোয় তার পরিচয় দিতে বারণ?
আপন প্রয়োজনে পুরুষ সমাজ ভোলে,
পিছন ফিরে না তাকায় না আর কাজ ফুরালে।
চায় না কেহ করতে প্রকাশ দুর্বলতা,
চায় না কেহ করতে প্রকাশ দুর্বলতা,
তাই সমাজেপতিতা আজ উপেক্ষিতা।
স্বভাব মধুপ,নারী-লোলুপ,পুরুষ যারা,
মন ভরে না বারবনিতার সঙ্গ ছাড়া।
ইচ্ছা হলেই যাও যে ওদের গোপন ডেরায়,
ভাবো এবার,ওরাও যেন স্বীকৃতি পায়।
কেনা বেচার ব্যাবসা যেথায় দু পক্ষতে,
একই কাজে লিপ্ত যখন দুই জনাতে,
সভ্য মানুষ সেজে তুমি দিব্যি রবে,
নাম পরিচয় হারিয়ে ওরা নীরব রবে ?
যৌন কর্মী বলে যাদের দেখাও ঘৃণা,
তাদের পাশে করতে শয়ন লাজ লাগে না ?
কাম পীড়িত হলে ডাকো চম্পাকলি,
তাদের বসত তবে কেন আঁধার গলি ?
বন্ধু সেজে দাও না ওদের হাত বাড়িয়ে,
সুখে থাকুক ওরাও ছেলে মেয়ে নিয়ে।
ওরাও বাঁচুক হয়ে দেশের সু-নাগরিক,
নয় তো তুমি পতিত পুরুষ,তোমাকে ধিক!
***********************************
সমর কুমার সরকার / শিলিগুড়ি
************************************
![Creative Commons License](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_uLZYrM4jGRXZbesOhbMvEOKJqiOcMXKzFse0jb2GBgZP5IW2RPOgc5BZsjZhalg5IAMyCyw3NqKIwRQEn2FZMhNGwlvIdgS8tu4ZBA5poe2LqwJy7d7gA=s0-d)
" ওরা পতিতা, তোমরা পতিত " by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.Based on a work at samarkumarsarkar.blogspot.com.
যৌন কর্মী বলে যাদের দেখাও ঘৃণা,
তাদের পাশে করতে শয়ন লাজ লাগে না ?
কাম পীড়িত হলে ডাকো চম্পাকলি,
তাদের বসত তবে কেন আঁধার গলি ?
বন্ধু সেজে দাও না ওদের হাত বাড়িয়ে,
সুখে থাকুক ওরাও ছেলে মেয়ে নিয়ে।
ওরাও বাঁচুক হয়ে দেশের সু-নাগরিক,
নয় তো তুমি পতিত পুরুষ,তোমাকে ধিক!
***********************************
সমর কুমার সরকার / শিলিগুড়ি
************************************
" ওরা পতিতা, তোমরা পতিত " by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.Based on a work at samarkumarsarkar.blogspot.com.
[<a rel="license" href="http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by-nc-nd/3.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" property="dct:title">" ওরা পতিতা, তোমরা পতিত " </span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="http://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=6859241818532389674" property="cc:attributionName" rel="cc:attributionURL">সমর কুমার সরকার / শিলিগুড়ি</a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US">Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="samarkumarsarkar.blogspot.com" rel="dct:source">samarkumarsarkar.blogspot.com</a>.]
No comments:
Post a Comment