"শ্যালক ফোঁটা"
সাত সকালেই বাড়ীতে বেশ হুড়োহুড়ি,
ঘুমের থেকে উঠিয়ে দিয়ে তাড়াতাড়ি,
গিন্নী বলেন,"এখনও যে ঘুমাও দেখি!
এমন দিনে এ সব তোমার মানায় না কি ?
তিন ভাই,তিন ভাই-বৌ আর ছেলে মেয়ে,
আমরা ক'জন,কাজের মাসি,ঠাকুর নিয়ে-
সব মিলিয়ে মানুষ হ'লো গোটা কুড়ি,
দুই বেলাতে চল্লিশ জন সরাসরি
হিসাব করে ক'রবে বাজার দরাজ হাতে,
মনে রেখো,মরলে টাকা যায় না সাথে।
"ভাই ফোঁটা" আজ,করবে বাজার দেখে শুনে,
কোন রকম ফাঁক না থাকে কোন খানে।
চিতল ধরো দিনের বেলা,গলদা রাতে,
পাঁঠার মাংস কষা ও ঝোল দুই বেলাতে।
ফ্রায়েড রাইস,মশলা পনির,ক্ষীর পাতা দই,
মিষ্টি এনো চার-পাঁচ পদ মনের মতই।
ভাই ফোঁটা তো বৎসরেতে এক দিন-ই হয়,
তোমার হাতেই ছেড়ে দিলাম,মান যেন রয়।"
তাড়াতাড়ি পোষাক পরে বাজার গিয়ে,
সেরা জিনিস কিনি যে সব লিস্ট মিলিয়ে।
ঘন্টা দুয়েক পরিশ্রমে বাজার হলো,
হাজার টাকার ছয় খানি নোট বেড়িয়ে গেলো।
গিন্নী দেবে ভাই ফোঁটা আর যম কে কাঁটা,
টাকার শোকে যাচ্ছে জ্বলে আমার গা- টা।
সারা দিন ই বাড়ীতে আজ হুলু স্থুলু ,
শাঁখের আওয়াজ,মহিলাদের উলু উলু ।
থালায় থালায় লুচি মিঠাই যাচ্ছে উড়ে,
শ্যালকেরা খাচ্ছে মহা স্ফুর্তি করে।
খাটের উপর উপহারের ছড়াছড়ি,
নাম করা সব শপিং মলের পোষাক,শাড়ী।
শ্যালক-জায়া সুন্দরীরা ঘুরে ঘুরে,
করছে নানান তদারকি খুশীর স্বরে।
শিশু গুলো করছে সবাই লুটোপুটি,
পেয়েছে সব লেখাপড়া থেকে ছুটি।
সবাই মেতে আছে কেমন আনন্দেতে,
আমি কেন লুকিয়ে কাঁদি এক কোণা তে?
আমার বাড়ী থেকে কয়েক মাইল দূরে,
দিদি আমার বসে থাকেন আশা করে।
নাই কো সেথায় আড়ম্বরের ঘনঘটা,
ভাই কে শুধু ভালবাসার একটি ফোঁটা।
আপন হাতে বানান দিদি নাড়ু,মোয়া,
কত কাল যে ও সব জিনিস হয় নি খাওয়া।
দিদি আমায় পায় না বলে অভিমানে,
ফোঁটা যে দেন ঠাকুর ঘরের সিংহাসনে।
গিন্নী আমার ভাই ফোঁটা দেন প্রতি বছর,
এ সব ছেড়ে যাবার আমার নেই অবসর।
নির্বিবাদী পুরুষ যারা,নয় দাপুটে,
"শ্যালক ফোঁটা" দেখেই তাদের জীবন কাটে।
*********************************
সমর কুমার সরকার / শিলিগুড়ি
*********************************
![Creative Commons License](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_tv1py3RFKXhDO-xaCsHGMH20wn1gbI_OxLGKxNPh1S45Nbzvu946PLoRHL5RDwtZ2gUw661aQBKPmHVtjcfsVOn7tG4nbwDLn_8GI7JxiPb-gpN2dRdBQ=s0-d)
"শ্যালক ফোঁটা" by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.Based on a work at samarkumarsarkar.blogspot.com
"শ্যালক ফোঁটা" by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.Based on a work at samarkumarsarkar.blogspot.com
[<a rel="license" href="http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by-nc-nd/3.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" property="dct:title">"শ্যালক ফোঁটা"</span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="http://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=4332392948276029403" property="cc:attributionName" rel="cc:attributionURL">সমর কুমার সরকার / শিলিগুড়ি</a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US">Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="samarkumarsarkar.blogspot.com" rel="dct:source">samarkumarsarkar.blogspot.com</a>.]
No comments:
Post a Comment