জলচর মীন সুখে জলে করে ক্রীড়া,
কখন কি চায় ওরা,জালে পড়ি ধরা ?
কাহার নিয়তি কোথা,কেহ নাহি জানে,
সতত বুনিছে জাল ধীবরে যতনে।
খেপ-জাল,টানা-জাল,বেড়া-জাল রূপে,
মীনের আকৃতি মাপি,বোনে নানা মাপে।
যত পোক্ত মীন,তাহে তত শক্ত জাল,
জালজীবী নাশে মীন যেন সিদ্ধ কাল।
আকাশে উড়িয়া ফিরে যতেক খেচর,
মুক্ত কণ্ঠে গাহে গান বৃক্ষের উপর।
ওদের নিয়তি নহে মুক্ত রূপে বাঁচা,
পাখীধরা গড়ে ফাঁদ,ফাঁস-জাল,খাঁচা।
বন্দি করে বিহগেরে পিঞ্জর মাঝারে,
শিকলে বাঁধিয়া রাখে দাঁড়ের উপরে।
যে খগে মেলিত ডানা মুক্ত নীলাকাশে,
পিঞ্জরেতে করে বাস,শুধু ভাগ্যদোষে।
বন্য মৃগ,শশ,বরা,বনে করে বাস,
সেথা ও অদৃষ্ট দেখ করে পরিহাস।
কিরাতে ঘিরিয়া জালে,শরবিদ্ধ করে,
মাস লোভে অকালেতে প্রাণ সংহারে।
স্থল,জল,অন্তরিক্ষ,জালে জালে ঘেরা,
কে কাহারে জালে ফেলে,তাহারি মহড়া।
নানা রূপে,নানা ভিতে,নানা প্রলোভন,
জালে পড়ে যাবে ধরা হইলে স্খলন।
মানব বসতি ধরা পরিপূর্ণ জালে,
অলখে বিস্তৃত জাল,রহে অন্তরালে।
মায়াজাল,মোহজাল,রূপজাল ক্ষেপে,
নিয়তি টানিছে রশি,বিধিলিপি মেপে।
মায়াজালে বদ্ধ নর করে সংসার,
পুত্র,কন্যা,ভার্যা সহ পালে পরিবার।
খণ্ড-ভূমে বাসা বাঁধে,করে রোজগার,
সারাটি জীবন কাটে,বহি দায় ভার।
মোহজালে বদ্ধ নর পশুর সমান,
ধন,মান,কাম মোহে সদা যুযুধান।
কে কাহারে নীচে টানি,আপনি উঠিবে,
দিবা-নিশি প্রাণপাত উপায় উদ্ভবে।
রূপজালে বাঁধি নরে সুন্দরী রমণী,
নাশে পুরুষত্ব বোধ,সঞ্চালি তর্জনী।
মহান তাপস,কি বা সর্বজয়ী বীর,
রমণী নয়ন-বাণে সতত অধীর।
মীনপতি পড়ে জালে,বাঁচে ক্ষুদ্র পোনা,
জাল মুক্ত হ'তে,চাই কঠোর সাধনা।
যত শক্ত জাল হোক,ছিদ্র পথে ভরা,
ক্ষুদ্র রূপে বাঁচো যদি পড়িবে না ধরা।
সযতনে প্রলোভন এড়িয়ে যে চলে,
জালের সাধ্য কি আছে,ফাঁদে তারে ফেলে ?
কামিনী,কাঞ্চন হ'তে মুক্ত রাখো মন,
বিস্তৃত জালের ফাঁস হইবে মোচন।
************************************
সমর কুমার সরকার / শিলিগুড়ি
************************************
![Creative Commons License](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_sxEi-wZFnC1mHUgVA0dha5O0skRJvIGgEG6sOKrWwvwWRbvYWpSPePfI82Se4FyIipDNNsv2kWmyJRh_ddD_VP0UCAxfL_wFAZ10P5MHwdpH8=s0-d)
জাল by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in.
জাল by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in.
[<a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/deed.en_US"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by/3.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" href="http://purl.org/dc/dcmitype/Text" property="dct:title" rel="dct:type">জাল </span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="http://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=2720147695047932557" property="cc:attributionName" rel="cc:attributionURL">সমর কুমার সরকার / শিলিগুড়ি</a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/deed.en_US">Creative Commons Attribution 3.0 Unported License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="samarkumarsarkar.blogspot.in" rel="dct:source">samarkumarsarkar.blogspot.in</a>.]
No comments:
Post a Comment