'' বাংলা সাহিত্যের আসর ''

যে সমস্ত লেখক ও লেখিকা ' বাংলা সাহিত্যের আসরে ' তাদের নির্বাচিত লেখা প্রকাশ করতে চান,তারা তাদের লিখিত বিষয় টি Microsoft Words - এ লিখে অথবা Photo Shop -এ চিত্রসহ বিষয়টি প্রস্তুত করে samarkumarsarkar@yahoo.co.in বা samarkumarsarkar@gmail.com -এ E-mail করে পাঠিয়ে দেবেন । সদস্য হবার জন্য ও মন্তব্য লেখার জন্য Google Friend Connect ব্যবহার করুন। ব্লগ টিকে আপনাদের Face Book-এ Share করুন।

Wednesday, July 4, 2012

টাকা মাটি,মাটি টাকা - সমর কুমার সরকার / শিলিগুড়ি





টাকা মাটি,মাটি টাকা

"টাকা মাটি,মাটি টাকা"-রামকৃষ্ণের বাণী,
শাশ্বত এই বাক্য মানেন,সকল তত্ত্বজ্ঞানী।
সিদ্ধপুরুষ যাহা বলেন ভাবগর্ভ গূঢ়,
নানা মতের নানা পথে অর্থ ভিন্নতর।
উত্তম ও অধমেতে দ্বন্দ্ব সদাই আছে,
যার বিচারে অর্থ যেমন,তেমনটি সে বাছে।

সাধু জনের চিত্ত শুচি,সদাই অমলিন,
'টাকা মাটি'-র অর্থ করেন,"টাকা মূল্যহীন।
যে ধন লাগে সুষ্ঠু রূপে বাঁচার প্রয়োজনে,
তার বেশী ধন কি প্রয়োজন বৃথা উপার্জনে ?
দানধ্যানেতে,পুণ্য ব্রতে বিলিয়ে অধিক ধন,
আনন্দেতে নিত্য বাঁচো,মুক্ত ক'রে মন।"

'মাটি টাকা'-র অর্থ করেন,"মাটিতে যায় টাকা,
জীবন যদি পূর্ণ না হয়,আধেক থাকে ফাঁকা।
সারা জীবন আয় ক'রে ধন,কি ফল তুমি পাবে,
পরপারে গেলে কিছুই সঙ্গে নাহি যাবে।
মৃত্যু হলে মানব দেহ পুড়ে হবে ছাই,
সঞ্চিত ধন রইবে পড়ে,মাটি জীবনটাই।"

ধুরন্ধরে অর্থ করেন,"টাকায় কেনো মাটি,
তার পরেতে স্ফূর্তি করো দিব্যি পরিপাটি !
দিনে দিনে জমির মূল্য বেড়েই কেবল যাবে,
বিনিয়োগের সবৃদ্ধিমূল অচিরেতেই পাবে।
যেথায় যত পরিচিত,'দাদা','কাকা','মামা',
সবার জমি হাতিয়ে রাখো নিজের কাছে জমা।"

জমি বেচে নগদ টাকা সদাই পাওয়া যায়,
'মাটি টাকা'-র অর্থ খাঁটি পরিস্ফুট তায়।
পরের ভাল-মন্দ ভেবে সময় নষ্ট বৃথা,
জমি কিনে বিক্রি করো,খাটিয়ে তোমার মাথা।
মরার পরে কি হবে,তা ভেবে হবে কচু,
এই জীবনে সফল হবে,রইবে মাথা উঁচু।"

এক-ই বাণীর ভিন্ন প্রয়োগ,ভিন্ন দুটি ধারা,
এক ধারা দেয় তৃষ্ণা-বারি,অপর আনে খরা।
অসাধুদের পাল্লা ভারী,ছড়িয়ে জগৎময়,
অর্থ বলে সব ক্ষমতা তাদের হাতেই রয়।
আমরা ঠাকুর তোমার চরণ শরণ ব'লেই মানি,
নাই বা হলাম ক্ষমতাধর,নাই বা হলাম ধনী।


*************************************
সমর কুমার সরকার / শিলিগুড়ি
**************************************
Creative Commons License
টাকা মাটি,মাটি টাকা by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in


[<a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by/3.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" href="http://purl.org/dc/dcmitype/Text" property="dct:title" rel="dct:type">টাকা মাটি,মাটি টাকা</span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="http://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=6007902446116664187" property="cc:attributionName" rel="cc:attributionURL">সমর কুমার সরকার / শিলিগুড়ি</a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/">Creative Commons Attribution 3.0 Unported License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="samarkumarsarkar.blogspot.in" rel="dct:source">samarkumarsarkar.blogspot.in</a>.]


No comments:

Post a Comment