'' বাংলা সাহিত্যের আসর ''

যে সমস্ত লেখক ও লেখিকা ' বাংলা সাহিত্যের আসরে ' তাদের নির্বাচিত লেখা প্রকাশ করতে চান,তারা তাদের লিখিত বিষয় টি Microsoft Words - এ লিখে অথবা Photo Shop -এ চিত্রসহ বিষয়টি প্রস্তুত করে samarkumarsarkar@yahoo.co.in বা samarkumarsarkar@gmail.com -এ E-mail করে পাঠিয়ে দেবেন । সদস্য হবার জন্য ও মন্তব্য লেখার জন্য Google Friend Connect ব্যবহার করুন। ব্লগ টিকে আপনাদের Face Book-এ Share করুন।

Thursday, July 19, 2012

অপ্রেমে সৃষ্টি প্রেমের বৃষ্টি - সমর কুমার সরকার / শিলিগুড়ি


অপ্রেমে সৃষ্টি প্রেমের বৃষ্টি
                                                                            
'নিবারণ গুণ' রাগেতে আগুন,অসহায়,দিশাহারা,
শুনে লোকমুখে-'প্রেমিকা তাহার হয়েছে এলাকা ছাড়া।
দীর্ঘ দিনের প্রেম প্রেম খেলা,আজ সব-ই হলো শেষ,
ও পাড়ার রাজু প্রেমিকা কে নিয়ে হয়েছে  নিরুদ্দেশ'
ভাবে নিবারণ,"জীবন আমার,হয়ে গেল ছারখার,
সমাজেতে মুখ দেখাব কি ভাবে ? বাঁচিতে চাহি না আর।
স্বপ্ন আমার হলো চুরমার,বুকেতে বিরহ জ্বালা,
রাত বারো-টায় শেষ ট্রেন যায়,লাইনে দিব যে গলা।"

অনামী স্কুলেতে পড়ায় মোনামি,প্রাথমিক শিক্ষিকা,
বড় পরিবারে সেই রোজগেরে,সংসার টানে একা।
প্রেমিক আগেই দিয়েছে তাগাদা,বিবাহ করিতে চায়,
অসহায় এই পরিবার ফেলে,কেমনে মোনামি যায়।
মন কষাকষি,শেষে রেষারেষি,বন্ধ ছিল যে কথা,
আজ যে খবর জেনেছে মোনামি,বুকেতে বাজিছে ব্যথা।
ভণ্ড প্রেমিক অন্য নারীর গলায় দিয়েছে মালা,
শোকেতে পাগল মোনামি ভাবিল,'লাইনে পাতিবে গলা'

সাঁঝের আঁধারে নিবারণ গেল,যেথা দূরে রেল-গেট,
সঙ্গেতে নিলো শেষবারে কিনে,দেশলাই,সিগারেট।
'এ জীবনে কিছু পাওয়া তো হলো না,জন্ম গেল যে বৃথা,
ঘন্টা কয়েক সময় পরেই লাইনে লুটাবে মাথা।'-
কাঁদে নিবারণ আঁধারে লুকায়ে,"ভগবান,তুমি নাই,
বড় দুঃখ পেয়ে,মরিবার আগে,ক্ষমা তারে ক'রে যাই।
কাটে না সময়,মনে সংশয়,মশার কামড়ে মরি,
সিগারেট টেনে প্রেমিকার মুখ ভুলিতে চেষ্টা ক'রি।"

ও দিকে মোনামি 'কাজ আছে' 'লে ঘর থেকে হয় বার,
যে ভাবেই হোক,পৌঁছিতে হবে রেলপথ বরাবর।
সহসা আকাশ কালো মেঘে ছায়,মেঘ ডাকে গুরু গুরু,
মোনামি চলেছে আপন লক্ষ্যে,বুক কাঁপে দুরু দুরু।
ধেয়ে আসে ঝড়,উড়ে ধূলা-বালি,নাই তা তে দৃকপাত,
এখন ও যে তাকে যেতে হবে প্রায় আড়াই মাইল পথ।
রাত বারো-টার শেষ ট্রেনে আজ,জীবনের ও হবে শেষ,
বৃষ্টির জলে ভিজে ভিজে চলে,আলুথালু কেশ,বেশ।

বৃষ্টিতে ভিজে ভাবে নিবারণ-"এ তো দেখি ভারি সাজা !
মরিতে এখন ও দেরী আছে,তবে বৃষ্টিতে কেন ভেজা ?
ঠাণ্ডাতে দেহে ধরেছে কাঁপুনি,এ তো নয় ভাল কথা,
এত যদি কাঁপি,কেমন করিয়া লাইনে পাতিব মাথা ?
বৃষ্টির জলে ডুবে গেছে মাঠ,রেল লাইনেও জল
'মৃত্যু পথের যাত্রী'-র চাই কঠিন মনের বল।
জলে ডোবা ওই লাইনেতে শুয়ে,গলাটা পাতা যে ভার,
নাকে-কানে যদি ঢুকে যায় জল ? মরা তো হবে না আর।"

লাইনের ধারে এসেছে মোনামি,জলে ভিজে একাকার,
সিক্ত বসনে সিক্ত শরীর,প্রকাশে সুষমা তার।
কাঁপিছে ওষ্ঠ,দেহ-বল্লরী,আঁধারে,গাছের নীচে,
শুধু প্রতীক্ষা,বারো-টার ট্রেন কখন আসিবে কাছে।
দূরে দেখা যায় আলোক বিন্দু,আসিছে মৃত্যু ধেয়ে,
মোনামি চলিলো বৃষ্টিতে ভেজা পিছল পথ টি বেয়ে।
কেঁদে কেঁদে বলে-"বাবা,মা তোমরা,ক্ষমা ক'রো অভাগীরে,
বিদায় পৃথিবী,বিদায় জীবন,আবার আসিব ফিরে।"

জোরালো আলোয় দেখে নিবারণ,পাগলিনী এক নারী,
প্রাণ দিবে ব'লে আসিছে ছুটিয়া,লক্ষ্য রেলের গাড়ি।
ক্ষিপ্রগতিতে ছুটে নিবারণ,বুকে তারে নেয় টেনে,
মহা কোলাহলে চলে যায় গাড়ি,ওরা বাঁধা আলিঙ্গনে।
বাদলের ধারা ঝরে ঝর ঝর,দুইটি হৃদয় কাঁপে,
ওষ্ঠে ওষ্ঠে তাপ বিনিময়,দেহ ভরে উত্তাপে।
দুই হৃদয়ের কামনা-বাসনা,কানায় কানায় ভরে,
বাহুডোরে বাঁধা মানব-মানবী,একে চাহে অপরে-রে। 

দুইটি জীবন বাঁচায়ে বৃষ্টি,জীবন করিল দান,
দুইটি হৃদয়ে ফুটিল কুসুম,পাখীতে গাহিল গান।
দুইটি প্রাণেতে জ্বালিলো প্রদীপ,দূর হলো সব ক্লেশ,
অপ্রেমে বৃষ্টি শুরু হয়ে ছিল,প্রেমে তে হইল শেষ। 
বৃষ্টি শান্তি,তৃষ্ণার সুধা,বৃষ্টি পরমানন্দ,
বৃষ্টি মাতায়ে রাখে কবিকুলে,যোগায় প্রাণেতে ছন্দ।
'আষাঢ় মাসের প্রথম দিবসে'-আজ ও তার আগমন,
প্রেমে তে বৃষ্টি,অপ্রেমে বৃষ্টি,সবেতেই শিহরণ।

***********************************
সমর কুমার সরকার / শিলিগুড়ি

***********************************
Creative Commons License
অপ্রেমে সৃষ্টি প্রেমের বৃষ্টি by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in

[<a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by/3.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" href="http://purl.org/dc/dcmitype/Text" property="dct:title" rel="dct:type">অপ্রেমে সৃষ্টি প্রেমের বৃষ্টি </span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="http://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=5156908031635650136" property="cc:attributionName" rel="cc:attributionURL">সমর কুমার সরকার / শিলিগুড়ি</a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/">Creative Commons Attribution 3.0 Unported License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="samarkumarsarkar.blogspot.in" rel="dct:source">samarkumarsarkar.blogspot.in</a>.]

No comments:

Post a Comment