কচুর জন্ম বৃত্তান্ত
কচু আগে মানুষ ছিলো,তোমরা কি তা জানো ?
জানা যদি না থাকে তো আমার কাছে শোনো।
মানুষ যখন ছিলো কচু,সত্য যুগের কালে,
ঝগড়াঝাঁটি ক'রতো সদাই ছলে ও কৌশলে।
চারটি ভাই ছিলো তারা একই পরিবারে,
সত্য যুগের মানুষেরা ত্রস্ত অত্যাচারে।
মানস নামে বড় যে ভাই,বিশাল দেহ তার,
সামনে হঠাৎ পড়ে গেলে,কেউ পেতো না পার।
সামান্য কম মেজোর দেহ,শৈল যে তার নাম,
তার সঙ্গে লাগলে বিবাদ,ছুটিয়ে দিত ঘাম।
ওলাই নামে সেজো যে ভাই,এমন ই মারকুটে,
ঝগড়া করার কৌশল বের করতো খেটেখুটে।
সবার চেয়ে ছোট যে জন,নাম টি তাহার বুনো,
ঝগড়া করার ক্ষমতা তার সবার চেয়ে দুনো।
চার প্রকৃতির চারটি ভাই-এর একটি মাত্র গুণ,
গায়ে পড়ে ঝগড়া ক'রে জ্বালানো আগুন।
সত্য যুগের মহান সাধক ভবানন্দ মুনি,
সর্ব জীবের কল্যাণেতে সদাই মগন তিনি।
চার ভাইয়েতে যুক্তি করে,লাগবে মুনির পিছে,
ঝগড়া ক'রে বুঝিয়ে দেবে,তাদের কি গুণ আছে।
মুনি যখন যজ্ঞে রত,চার ভাইয়েতে গিয়ে,
কলসি ভরা জল ঢেলে দেয় আগুন টা নিভিয়ে।
যতই মুনি জ্বালেন আগুন,তারা ঢালে জল,
বিফল মুনি ধ্যানে বসেন,রহেন অবিচল।
চার ভাইয়েতে পিঁপড়ে এনে,ছাড়ে মুনির গা-য়,
মুনির তেজে পিঁপড়েরা সব আপনি পালায়।
চার ভাইয়েতে এবার মুনির গায়ে ছাড়ে সাপ,
আগুন জ্বেলে মুনির গায়ে দিতে থাকে তাপ।
যোগ বলে মুনির তা তে কিছুই নাহি হয়,
নত শিরে প্রণাম ক'রে,সাপ নীরবে রয়।
মহা ক্রোধে চার ভাইয়েতে টানে মুনির দাড়ি,
মহান তাপস নীরব থাকেন,মস্তক না নাড়ি।
চার ভাইয়েতে ভাবে মনে,এই ভাবে না হবে,
ভাল ক'রে যুক্তি সেরে,লাগবো আবার তবে।
আঁধার ভোরে নিত্য মুনি যান নদীতে স্নানে,
চলার পথে গর্ত খোঁড়ে,চার ভাই-এ গোপনে।
মানুষ প্রমাণ গর্ত খুঁড়ে,লতায়-পাতায় ঢাকে,
মনের সুখে জঙ্গলেতে লুকিয়ে সবে থাকে।
প্রত্যুষেতে মুনি চলেন স্নানে,যুক্তকরে,
আঁধার পথে অসাবধানে গর্তে গেলেন পড়ে।
চার ভাইয়েতে বেরিয়ে এসে,খিলখিলিয়ে হাসে,
বলে,"ব্যাটা,জব্দ কেমন ? চাঁদ দেখো আকাশে"।
মহান যারা,সচরাচর তৃণ হ'তে ও দীন,
সময় মত জেগে ওঠেন,নাশ করিতে হীন।
যোগ বলে শূণ্যে উঠে,দাঁডান মুনি ভূমে,
মহা ক্রোধে বলেন,"তোরা গেছিস বড়ই নেমে।
দিচ্ছি যে শাপ মনের মত,যেমন তোরা চাস,
চার ভাইয়ের ই এখন থেকে গর্তে হবে বাস।
সারা দেহ মাটির নীচে রইবে আঁধারেতে,
মস্তক টি বাইরে রেখে,বাঁচবি কোন মতে।
ঘৃণ্য শূকর কামড়ে দাঁতে,ক'রবে তোদের ঘায়েল,
কচকচিয়ে চিবিয়ে খাবে,দেখবি মজার খেল।
সত্য,ত্রেতা,দ্বাপর শেষে আসবে কলি কাল,
বঙ্গদেশে জন্ম নেবে জাতি তে 'বাঙাল'।
যেথায় খুঁজে পাবে তোদের,মাট থেকে তুলে,
রান্না ক'রে খাবে সুখে,সিদ্ধ ক'রে জলে।
গা চুলকে ঝগড়া করিস,স্বভাব কোথায় যাবে ?
চুলকে গলা জব্দ হবে,যারাই তোদের খাবে।"
মুনির কথা শেষ হ'লো যেই,মানস হ'লো মান,
জঙলেতে,আস্তাকুঁড়ে হ'লো যে তার স্থান।
শৈল হ'লো শোলা কচু,রইলো জলার ধারে,
ওলাই হ'লো ওল কচু,তার বসত ঝোপে-ঝাড়ে।
বুনো কচু ঠাঁই পেলো হায় নোংরা নরদমা তে,
এই ভাবে তে জন্ম কচুর হ'লো পৃথিবীতে।
***************************************
সমর কুমার সরকার / শিলিগুড়ি
***************************************
![Creative Commons License](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_sxEi-wZFnC1mHUgVA0dha5O0skRJvIGgEG6sOKrWwvwWRbvYWpSPePfI82Se4FyIipDNNsv2kWmyJRh_ddD_VP0UCAxfL_wFAZ10P5MHwdpH8=s0-d)
কচুর জন্ম বৃত্তান্ত by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in
[<a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by/3.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" href="http://purl.org/dc/dcmitype/Text" property="dct:title" rel="dct:type">কচুর জন্ম বৃত্তান্ত</span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="http://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=4029263131401277122" property="cc:attributionName" rel="cc:attributionURL">সমর কুমার সরকার / শিলিগুড়ি</a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/">Creative Commons Attribution 3.0 Unported License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="samarkumarsarkar.blogspot.in" rel="dct:source">samarkumarsarkar.blogspot.in</a>.]
সমর কুমার সরকার / শিলিগুড়ি
***************************************
কচুর জন্ম বৃত্তান্ত by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in
[<a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by/3.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" href="http://purl.org/dc/dcmitype/Text" property="dct:title" rel="dct:type">কচুর জন্ম বৃত্তান্ত</span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="http://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=4029263131401277122" property="cc:attributionName" rel="cc:attributionURL">সমর কুমার সরকার / শিলিগুড়ি</a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/">Creative Commons Attribution 3.0 Unported License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="samarkumarsarkar.blogspot.in" rel="dct:source">samarkumarsarkar.blogspot.in</a>.]
No comments:
Post a Comment