'' বাংলা সাহিত্যের আসর ''

যে সমস্ত লেখক ও লেখিকা ' বাংলা সাহিত্যের আসরে ' তাদের নির্বাচিত লেখা প্রকাশ করতে চান,তারা তাদের লিখিত বিষয় টি Microsoft Words - এ লিখে অথবা Photo Shop -এ চিত্রসহ বিষয়টি প্রস্তুত করে samarkumarsarkar@yahoo.co.in বা samarkumarsarkar@gmail.com -এ E-mail করে পাঠিয়ে দেবেন । সদস্য হবার জন্য ও মন্তব্য লেখার জন্য Google Friend Connect ব্যবহার করুন। ব্লগ টিকে আপনাদের Face Book-এ Share করুন।

Wednesday, June 13, 2012

মৃত্যু তুমি আজ পরাজিত - সমর কুমার সরকার / শিলিগুড়ি

              
মৃত্যু তুমি আজ পরাজিত

জানি কোন দিন প্রাণ,জীবনের জয়গান,
কেড়ে নেবে মৃত্যু অবিনাশী।
ত্যজি দেহ পিঞ্জরে,প্রাণ-পাখী চিরতরে
উড়ে যাবে মহাশূন্যে ভাসি-
অচিন আলোক পথে,মৃদু মন্দ বায়ু-রথে,
কোথা কোন অজ্ঞাত স্হানে।
জনম লভিয়া পুনঃ,মানুষ হইব হেন,
না কি হব লীন কে বা জানে।
জীবনের মহাস্রোতে,জনম লগন হ'তে
ঠাঁই মোর পৃথিবীর ক্রোড়ে,
বিদায় চাহে না মনে,তবু হায় অকারণে,
ছেড়ে যেতে হবে ধরণী রে।
সুনীল বারিধি ঘেরা,মোহময় এই ধরা,
ঊর্ধ্বে মুক্ত নীল মহাকাশ,
অগণিত গ্রহ তারা,উজল আলোক ধারা,
প্রাণদায়ী অমৃত বাতাস।
ছায়াঘেরা বনভূমি,মহাগিরি পদ চুমি
বহমান নির্ঝরিণী ধারা,
একে একে মিলে আসি,সমুদয় জলরাশি,
সাগর মিলনে হ'তে হারা।
তৃণভূমি তরু লতা,অলিকুল মুখরতা,
বিহগের সুমধুর তান,
জ্যোৎস্না প্লাবিত রাত,বাদলের ধারাপাত,
সবে পূর্ণ ছিল মোর প্রাণ।
পরিজন পরিবার,জীবিকা নির্বাহ ভার,
মুকুলিত কত সার্থকতা,
এত প্রেম ভালবাসা,নিত্য নব নব আশা,
বাঁচিবার চির ব্যাকুলতা।
সকলি ছাড়িতে হবে,স্মৃতি মাত্র শুধু রবে,
মৃত্যু হ'তে নাহি কারো পার,
যাব,তবে যদি যাই,পূর্ণ করে যেতে চাই,
যাহা কিছু মোর দায় ভার।

যৌবন সায়াহ্ন শেষে,ক্লান্ত পদে আছি বসে,
যাত্রী আমি হব তরী পার,
মসি লিপ্ত দশ দিশি,শঙ্কা মনে দিবা নিশি,
এই বুঝি এলো কর্ণধার।
আসিব না ফিরে আর,মুক্ত করো ঋণ-ভার,
লালিত বাসনা এই মনে,
বিদায়ের দেরী নাই,ধরাকে দেখিতে চাই
পরিপূর্ণ আপনার জনে।
তোমাদের যত ঘৃণা,পুঞ্জীভূত খেদ নানা,
জন্মিয়াছে মনে তিলে তিলে,
আসিতেছে শুভ ক্ষণ,মুক্ত সবে করো মন,
আমা পরে দাও সব ঢেলে।
লাঞ্ছনা,গঞ্জনা নানা,পদে পদে প্রতারণা,
সহিয়াছ মুখ বুজে মিছে,
পাও নাই প্রতিকার,বাঁচিবার অধিকার,
পড়িয়া থেকেছ শুধু পিছে।
জন্মেছি মানুষ হ'য়ে,যাব স্বার্থমুক্ত হ'য়ে,
আমি মানুষের প্রতিনিধি।
তোমাদের বিষ জ্বালা হোক মোর গলে মালা,
তোমাদের ঋণ আজি শুধি।
আর যদি ফিরে আসি,তোমাদের ভালবাসি,
জন্ম লব কোন এক ঘরে,
চিনিতে পারিবে মনে,তোমাদের প্রিয় জনে,
জ্ঞানে ঋদ্ধ এক তাপসেরে।
মানুষেরে ভালবাসা,একমাত্র হবে ভাষা,
রাখিব না কোন ভেদাভেদ,
জাতি-ধর্ম-সম্প্রদায়ে,রহিবে মিলিত হয়ে,
দূর করি মলিনতা ক্লেদ।
মৃত্যুরে করিয়া জয়,আমি আজ নির্ভয়,
মৃত্যু তুমি আজ পরাজিত।
যত দিন আছে প্রাণ,মানুষের গাহি গান,
করিব শুধুই জনহিত।

**********************************
সমর কুমার সরকার / শিলিগুড়ি

**********************************
Creative Commons License
মৃত্যু তুমি আজ পরাজিত by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in

[<a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by/3.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" href="http://purl.org/dc/dcmitype/Text" property="dct:title" rel="dct:type">মৃত্যু তুমি আজ পরাজিত</span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="http://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=9102536188935606284" property="cc:attributionName" rel="cc:attributionURL">সমর কুমার সরকার / শিলিগুড়ি</a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/">Creative Commons Attribution 3.0 Unported License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="samarkumarsarkar.blogspot.in" rel="dct:source">samarkumarsarkar.blogspot.in</a>.]


No comments:

Post a Comment