অধিকন্তু দোষায়
সাধন বাবু ডেকে শুধায়-'' এই যে সুজন বাবু,
মুখটি এত গোমড়া কেন ? লাগছে কেন কাবু ?
বেশ তো আছেন স্বামী-স্ত্রী তে,সুখী পরিবার,
ছেলে থাকে দূর বিদেশে,আলাদা সংসার।
মেয়েটিকে ও পার ক'রেছেন বনেদী এক ঘরে,
ছেলে,মেয়ে,বৌমা,জামাই যাচ্ছে প্রায়ই ঘুরে।
সবই এত ভাল,তবু ব্যাপার কি মশাই ?
গোমরা মুখে বসে আছেন,মুখে 'রা'- টি নাই ?''
সুজন বাবু বিরস মুখে বলেন ঢেঁকুর তুলে,-
''উপর উপর দেখেন সুখী আপনারা সকলে।
সংসার টা প্রথম প্রথম লাগতো মধুর মত,
স্বাদ উবে তা হয়ে গেছে নিম গেলানো তেতো।
সংসারেতে টানাটানি,দুর্মূল্যের বাজারে,
বিজলি খরচ ক্রমাগতই যাচ্ছে কেবল বেড়ে!
সহস্রাধিক প্রতি মাসে,আমি তো নই রাজা,
জীবন আমার জ্বলে পুড়ে হচ্ছে ভাজা ভাজা।''
সাধন বাবু ফিকফিকিয়ে হেসে বলেন,- ''ভায়া,
বুঝতে পারি,দুই জনেতেই খাচ্ছো প্রচুর হাওয়া।
তীব্র প্রেমের দহনেতে জ্বলছে মনে আগুন,
জুড়াতে প্রাণ,চাই যে তুফান,চলছে পাখা দ্বিগুণ।
সামান্য ব্যয় বাড়লে যদি বাড়ে মনের তাপ,
তবে বৃথাই চিন্তা করা,বৃথাই পরিতাপ।
প্রেমের হাওয়ায় উথাল-পাথাল,সঙ্গে পাখার হাওয়া,
এ তো দেখি,চাওয়ার চেয়ে অধিক কিছু পাওয়া।''
'চাওয়া-পাওয়ার শেষ আছে কি ?'- প্রশ্ন করেন সুজন,
''পাওয়ার পরেও চাওয়া ছাড়ে,এমন আছেন ক'জন ?
পাওয়া যেমন নয় কো সহজ,চাওয়ার ও নেই শেষ,
তাই তো এত রেষারেষি,এত মনের ক্লেশ।
গিন্নী যখন বধূ হয়ে এলেন আমার ঘরে,
টানাটানির সংসারকে-ই নিলেন আপন ক'রে।
ক্রমে দু'টি ছেলে মেয়েয় ভরা এ সংসার,
ছিল না ক্ষোভ এত টুকু,হিসাব চাওয়া পাওয়ার।
পিতা-মাতা হলেন গত,চাকরী পেলো ছেলে,
'থাকতে হবে সেথায়'- বলে,গেল মোদের ফেলে।
মেয়ে তো হায় জন্ম থেকেই জানা হবে পর !
বিদায় দিলাম পতি গৃহে,শূণ্য হ'লো ঘর।
ভরা গৃহে একে একে লোক গেল যেই কমে,
শূণ্যতার এক কঠিন আঁধার পুঞ্জে পুঞ্জে জমে,
রূপ পেলো এক ভালবাসার,অবাধ তাহার গতি,
ছা-পোষা এক লোকের কাছে যা বড় দুর্গতি।
কখনও বা গিন্নী বলেন,- চলো,ঘুরে আসি,
চাঁদনী রাতে নদীর তীরে পাশাপাশি বসি।
কিংবা,বলেন,- চলো,মোরা হিমালয়ে যাই,
সমুদ্র-তীর,বনভূমে কিছু কাল কাটাই।
সামান্য এক চাকরী আমার,আয় ও সাধারণ,
তার উপরে ভরসা করেই কাটে যে জীবন।
সমুদ্র,বন,পাহাড়েতে ভ্রমণে তে যাই,
সাধ থাকলেও সঙ্গতিহীন,মনটি ও আর নাই।
গিন্নী ভাবেন,তাকে আমি করছি অবহেলা,
তাই তো এখন চলছে মধুর প্রতিশোধের পালা।
একই গৃহের ভিন্ন ঘরে,ভিন্ন বসত করি,
ভালবাসার তিক্ত রসে আলাদা সব হাঁড়ি।
আমার মতন আমি রাঁধি,তাহার মতন তিনি,
জ্বালানীতে দ্বিগুণ খরচ,'হালে না পাই পানি'।
সারা জীবন পায়নি যাহা,তাহার নালিশ ক'রে,
মহা ক্রোধে গিন্নী ঘোরেন এ ঘরে ও ঘরে।
দু'টি মানুষ,চারটি ঘরে চলে যদি পাখা,
বিত্তহীনের চিত্তে যে দুঃখ,যায় কি চেপে রাখা ?
তার উপরে,'অন্ধকারে জড়িয়ে ধরি তাকে',-
সেই ভয়েতে সারা বাড়ীর আলো জ্বেলে রাখে।
বাতিক এখন ধোয়া-মোছা,ঘন ঘন স্নান,
সব কিছুকে ধুয়ে ফেলার মিথ্যা অভিমান।
ভালবাসা হারিয়ে গেছে,হিংস্র দু'টি প্রাণী,
কে কাহারে ছিঁড়ে খাবে,তারই প্রহর গুণি।
ছেলে-মেয়ে,প্রতিবেশী টের পায় না মোটে,
জীবনের এই শেষ প্রহরে,কি চলেছে ঘটে।
সবাই ভাবেন,সুখী মোরা,আছি পরম সুখে,
কে আর বলেন,কার জীবনের সকল খবর রাখে।''
সাধন বাবু বলেন,-''দাদা,বুঝতে পেলাম খাঁটি,
অধিক ভালবাসাও করে জীবন টাকে মাটি।
ভালবাসা,চাওয়া-পাওয়া পরিমিত হ'লে,
সুখ না হলেও,স্বস্তি টুকু অনায়াসেই মেলে।''
**************************************
সমর কুমার সরকার / শিলিগুড়ি
সমর কুমার সরকার / শিলিগুড়ি
**************************************
![Creative Commons License](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_sxEi-wZFnC1mHUgVA0dha5O0skRJvIGgEG6sOKrWwvwWRbvYWpSPePfI82Se4FyIipDNNsv2kWmyJRh_ddD_VP0UCAxfL_wFAZ10P5MHwdpH8=s0-d)
অধিকন্তু দোষায় by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in
[<a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by/3.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" href="http://purl.org/dc/dcmitype/Text" property="dct:title" rel="dct:type">অধিকন্তু দোষায়</span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="http://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=4913478828296980791" property="cc:attributionName" rel="cc:attributionURL">সমর কুমার সরকার / শিলিগুড়ি </a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/">Creative Commons Attribution 3.0 Unported License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="samarkumarsarkar.blogspot.in" rel="dct:source">samarkumarsarkar.blogspot.in</a>.
অধিকন্তু দোষায় by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in
[<a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by/3.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" href="http://purl.org/dc/dcmitype/Text" property="dct:title" rel="dct:type">অধিকন্তু দোষায়</span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="http://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=4913478828296980791" property="cc:attributionName" rel="cc:attributionURL">সমর কুমার সরকার / শিলিগুড়ি </a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/">Creative Commons Attribution 3.0 Unported License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="samarkumarsarkar.blogspot.in" rel="dct:source">samarkumarsarkar.blogspot.in</a>.
No comments:
Post a Comment