'' বাংলা সাহিত্যের আসর ''

যে সমস্ত লেখক ও লেখিকা ' বাংলা সাহিত্যের আসরে ' তাদের নির্বাচিত লেখা প্রকাশ করতে চান,তারা তাদের লিখিত বিষয় টি Microsoft Words - এ লিখে অথবা Photo Shop -এ চিত্রসহ বিষয়টি প্রস্তুত করে samarkumarsarkar@yahoo.co.in বা samarkumarsarkar@gmail.com -এ E-mail করে পাঠিয়ে দেবেন । সদস্য হবার জন্য ও মন্তব্য লেখার জন্য Google Friend Connect ব্যবহার করুন। ব্লগ টিকে আপনাদের Face Book-এ Share করুন।

Friday, June 8, 2012

প্রতিশোধ - সমর কুমার সরকার / শিলিগুড়ি





প্রতিশোধ

নিম দাঁতনে দাঁত মেজেছি,মুখ হয়েছে তেতো,
কার পিছনে লাগি এখন,খুঁজতে থাকি ছুতো।
কেউ নেই তো আশেপাশে,যাচ্ছে উড়ে কাক,
তাকেই গালি দিয়ে বলি,-''ডাক রে শালা,ডাক।
তোর বাপ-মা আর কিছু তো কাজ পায় নি খুঁজে,
জন্ম দিয়ে রেখে গেছে,লাগবি কিসের কাজে ?
চার দিকেতে মানুষ কাকে করছে কেবল কা- কা -
শুধুই প্রচার নিজের গুণের,যায় না যে আর থাকা।
মাথায় ওদের শুকনো গোবর,পোকাতে কিলবিল,
ঠুকরে দে গে ওদের মাথায়,নয় তো খাবি ঢিল।
কাক হয়েছিস,বেশ করেছিস,কাকের বাচ্চা কাক,
ঝগড়ুটে সব মানুষ-কাকের গুষ্ঠি নিপাত যাক''।

একটু পরেই দেখি যে এক যাচ্ছে হুলো বিড়াল,
দাঁত খিঁচিয়ে বলি,- ''বেটা,তুমি কাদের দালাল ?
চুরি ক'রে খাচ্ছ সবার দুধের ননী,সর,
মাদী বিড়াল দেখলে পরেই যাও পিছু তার ঘর।
বাপ-মা যে তোর হুলো-মেনি,হুলোর বেটা হুলো,
পরের ধনে পোদ্দারি তোর,বেটা রাঙা মুলো।
পেতে কদর,বেটা বাঁদর,চাটিস প্রভুর ঘাম।
তোর মত সব মানুষ যারা,তাদের ই আজ দাম।
মানুষ রূপী ভণ্ড বিড়াল ঘুরছে সমাজেতে,
যা বেটা তুই,থাক না গিয়ে তাদের বিছানা তে''।
ওদের গালি দিচ্ছি কি আর ? ওরা তো নির্বোধ,
ভেবে দেখো,কাদের উপর নিচ্ছি প্রতিশোধ।

************************************
সমর কুমার সরকার / শিলিগুড়ি

************************************
Creative Commons License
প্রতিশোধ by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in

[<a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by/3.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" href="http://purl.org/dc/dcmitype/Text" property="dct:title" rel="dct:type">প্রতিশোধ</span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="http://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=2071682615523732700" property="cc:attributionName" rel="cc:attributionURL">সমর কুমার সরকার / শিলিগুড়ি </a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/">Creative Commons Attribution 3.0 Unported License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="samarkumarsarkar.blogspot.in" rel="dct:source">samarkumarsarkar.blogspot.in</a>.]

No comments:

Post a Comment