'বিয়ে কেন দেয় না বাবা',মদন রেগে কাঁই,
নানান কথা হচ্ছে রোজ-ই,বিয়ের কথাই নাই।
বন্ধুরা সব গল্প করে,'বৌ-এর কত সোহাগ',
বাড়ে তাতে প্রেমের তৃষা,মনের অনুরাগ।
ভাবে মদন,''শিষ্টাচারের এ এক বিষম জ্বালা,
সব কথা যে বাবা-মা কে যায় না খুলে বলা।
বাড়ছে বয়েস,সঙ্গীবিহীন আর কি থাকা যায়?
যে ক'রে হোক ক'রতে হবে কিছু এক উপায়।''
বুদ্ধি ক'রে মদন গিয়ে মায়ের কাছে বসে,
মজার মজার গল্প করে,পরাণ খুলে হাসে।
সুযোগ বুঝে মা-কে বলে,-''সংসসারে কি ঠেলা,
বাসন মাজা,কাপড় কাচা,রান্না ও দুই বেলা।
ছোট থেকেই দেখছি আমি,তোমার কি খাটুনি,
সারা জীবন কাটালে মা,হ'য়ে ঝি রাঁধুনি।
তার চেয়ে এক কাজ করো মা,আনো কাজের মেয়ে,
সকাল বিকাল আয়েস করো বিছানা-তে শুয়ে।''
মা হেসে কন পরম স্নেহে,-''ও রে পাগল ছেলে,
রান্না করা,বাসন মাজা,লেখা যে কপালে।
স্বামীর সেবা,ছেলের যতন,এর বড় কি আছে,
সংসার টা ছেড়ে দেব কাজের মেয়ের কাছে?
কাজের মেয়ে রাখলে পরে খরচ যাবে বেড়ে,
তোর বাবা যে দুধ খায় রোজ,দিতে হবে ছেড়ে।
না রে মদন,ভাবিস না রে,কষ্ট আমার নাই।''
মদন বলে মনে মনে,'কপালে মোর ছাই।'
ক'দিন পরে মদন গিয়ে বাবা-কে তার বলে,-
''দিন তো তোমার ফুরিয়ে এলো,হঠাৎ যাবে চলে।
তোমার কথাই ভাবছি ক'দিন,শাস্ত্রে লেখা তাই-
নাতি দিলে মুখে আগুন,স্বর্গেতে হয় ঠাঁই।
তোমার ঘরে এত দিনেও এলো না তো নাতি,
শ্রাদ্ধে তোমার ফটোর মাথায় কে ধরবে ছাতি ?
আমার কি আর ?তোমার কথা ভেবেই আমার বলা,
কে দেবে এই বংশে বাতি,তোমার গলায় মালা ?''
বাবা বলেন,-''দেখ মদনা,দিস নে আমায় জ্ঞান,
শাস্ত্রে যে সব লেখা আছে ব্রাহ্মণের বিধান-
নানা রকম কায়দা ক'রে হাতিয়ে নেওয়ার তাল,
আগের দিনে মানতো ও সব,মানে না আজকাল।
ছেলে হ'য়ে শুয়ে থাকিস,বাজার ক'রি আমি,
গ্রীষ্মকালের প্রখর রোদে দরদরিয়ে ঘামি।
তখন তো আর কেউ ধরে না,আমার মাথায় ছাতি,
মরার পরে ছাতি ধ'রে হবে ব্যাঙ আর হাতী।''
মদন ভাবে,''ব্যাপার টা যে হ'য়ে গেল লঘু,
হয় বাবা-মা ভীষণ সরল,নয় তো চালাক ঘুঘু।
লাভ কিছু নেই এদের কাছে ইনিয়ে-বিনিয়ে,
ফন্দি কিছু ক'রতে হবে,ক'রতে হলে বিয়ে।''
মদন গেল অতি বৃদ্ধা ঠাকুর মা-এর ঘরে,
পরামর্শ ক'রলো দু'জন সপ্তাহ কাল ধ'রে।
গোপনেতে চললো নানা আচার আয়োজন,
মুচকি হাসে মদন সদা পুলকিত মন।
হঠাৎ এক দিন হুলুস্থুলু,মদনের বাড়ী তে,
ক'রবে মদন শ্রাদ্ধ ক্রিয়া,হিন্দু শাস্ত্র মতে।
চেয়ারেতে বাবা-মায়ের ফটো,গলায় মালা,
সামনে নানা উপকরণ সুসজ্জিত ডালা।
পুরোহিত তো এসেই গেছে,এসেছে নাপিত,
ক'রবে মদন মাথা ন্যাড়া,শাস্ত্রে যা বিহিত।
খবর পেয়ে বাবা এসে,বলে,''বাবা মদন,
বল দেখি কি হচ্ছে এ সব,শান্ত ক'রি মন।''
মদন বলে,''বাবা-মায়ের কষ্ট দেখে মরি,
পাবে সেবা তোমরা দু'জন যদি বিয়ে ক'রি।
কিন্তু দেখি,বিয়ের কথা তোলোই না যে কেহ,
বিয়ে আমার হবে কি না হ'তেছে সন্দেহ।
তোমরা মরলে আমি আছি,আগুন দেব মুখে,
শ্র্রাদ্ধ হবে ঘটা ক'রে,স্বর্গে যাবে সুখে।
আমি যদি হঠাৎ ক'রে ধরো মরে যাই,
ছেলে দেবে মুখে আগুন, ছেলে কোথায় পাই ?
এই দুঃখেতে ঠিক ক'রেছি,হবো যে সন্ন্যাসী,
বৃথা সময় নষ্ট্ করা,বিয়ের আশায় ব'সি।
যাবার আগে আমার কাজ টা সেরে রেখে যাই,
মরলে পরে স্বর্গে যাবে চিন্তা কিছুই নাই।''
বাবা-মায়ে কেঁদে বলে,''ক্ষান্ত দে রে বাবা,
চোখ ফুটেছে আমাদের ও,ছিলাম হাবা-গোবা।
বেঁচে থেকেও নিজের শ্রাদ্ধ,সহে না আর প্রাণে,
কথা দিলাম,কাল পরশুই খুঁজবো বিয়ের কনে।''
সজল চোখে মদন তাদের চরণ ছুঁয়ে বলে,-
''ক্ষমা ক'রো তোমরা আমায়,আমি অধম ছেলে।
যা ক'রেছি,তাতে যদি হয়ে থাকে পাপ,
মাফ যদি না করো,মনে থাকবে অনুতাপ।''
বিদায় নিলো পুরোহিতে,নাপিত গেল চলে,
ভাড়া করা উপকরণ মদন ফেরৎ দিলে।
নাছোড়বান্দা যারা,তাদের একটি বিরাট গুণ,
আপন কার্য সিদ্ধিতে হয় অতীব নিপুণ।
***********************************
সমর কুমার সরকার / শিলিগুড়ি
***********************************
![Creative Commons License](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_sxEi-wZFnC1mHUgVA0dha5O0skRJvIGgEG6sOKrWwvwWRbvYWpSPePfI82Se4FyIipDNNsv2kWmyJRh_ddD_VP0UCAxfL_wFAZ10P5MHwdpH8=s0-d)
নাছোড়বান্দা by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in
[<a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by/3.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" href="http://purl.org/dc/dcmitype/Text" property="dct:title" rel="dct:type">নাছোড়বান্দা</span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="http://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=8689829972964420670" property="cc:attributionName" rel="cc:attributionURL">সমর কুমার সরকার / শিলিগুড়ি </a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/">Creative Commons Attribution 3.0 Unported License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="samarkumarsarkar.blogspot.in" rel="dct:source">samarkumarsarkar.blogspot.in</a>.]
নাছোড়বান্দা by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in
[<a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by/3.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" href="http://purl.org/dc/dcmitype/Text" property="dct:title" rel="dct:type">নাছোড়বান্দা</span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="http://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=8689829972964420670" property="cc:attributionName" rel="cc:attributionURL">সমর কুমার সরকার / শিলিগুড়ি </a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/">Creative Commons Attribution 3.0 Unported License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="samarkumarsarkar.blogspot.in" rel="dct:source">samarkumarsarkar.blogspot.in</a>.]
No comments:
Post a Comment