'' বাংলা সাহিত্যের আসর ''

যে সমস্ত লেখক ও লেখিকা ' বাংলা সাহিত্যের আসরে ' তাদের নির্বাচিত লেখা প্রকাশ করতে চান,তারা তাদের লিখিত বিষয় টি Microsoft Words - এ লিখে অথবা Photo Shop -এ চিত্রসহ বিষয়টি প্রস্তুত করে samarkumarsarkar@yahoo.co.in বা samarkumarsarkar@gmail.com -এ E-mail করে পাঠিয়ে দেবেন । সদস্য হবার জন্য ও মন্তব্য লেখার জন্য Google Friend Connect ব্যবহার করুন। ব্লগ টিকে আপনাদের Face Book-এ Share করুন।

Wednesday, May 16, 2012

সমালোচকের প্রতি - সমর কুমার সরকার / শিলিগুড়ি



সমালোচকের প্রতি

আমার ছবি আঁকব আমি,
তোমার কিসের গেরো ?
বলছ সেজে সমালোচক-
''ছবি টা ঠিক করো।
রঙ ফোটে নি,রূপ ফোটে নি,
ফোটে নি ঠিক ভাব,
অলঙ্করণ,প্রকরণের
যথেষ্ট অভাব।
কাঁচা হাতে আঁকলে ছবি
এই রকম ই হয়,
ছবি এ কে বলব কি না
মনেতে সংশয়।''

সমালোচক মশাই তোমায়
জানাই নমস্কার,
বিষয় টি ঠিক আমায় আগে
জানাও পরিষ্কার।
বহু দিনের পরিশ্রমে
এঁকেছি যে ছবি,
শুধুই কি তা রঙের প্রলেপ ?
অবাস্তব,আজগুবি ?
ছবির মাঝে পাও নি খুঁজে
আমার মনের ভাষা ?
আমার স্বপ্ন,আমার জীবন,
আমার ভালবাসা ? 

তোমার আমার মন যেখানে
বাঁধা ভিন্ন সুরে,
তোমার সাথে আমার মনের
মিল হবে কি ক'রে ?
আমার দেখার দৃষ্টি যদি
তোমার মতই হয়,
তোমার আমার তফাৎ তবে
কি ক'রে আর রয় ?
বলতে যদি-'তোমার ছবি
আঁকো তোমার মত',
আমার সত্তা,অন্তরাত্মা
আপনি হ'তো নত।

তোমার মতে,ছবিটিতে
রঙ ফোটে নি ভালো,
মামুলী এক রঙীন ছবি
একেবারেই খেলো।
বলছ তুমি চারদিকেতে
যা কিছু ছড়িয়ে,
আঁকতে হবে তাদের আসল
রঙেতে রাঙিয়ে ?
ছবির আকাশ নীল ই হবে,
মেঘ টা সাদা কালো ?
ছবি এঁকে লাভ কি তবে ?
আলোক চিত্রই ভালো।

অন্তরে যে ভালবাসা,
বিরহ ভার সহি,
কোন রঙেতে আঁকতে হবে
জানো নিশানদিহি ?
নিঃস্ব মনের হাহাকারে
হৃদয় যখন টুটে,
বলতে পারো কোন রঙেতে
উঠবে তাহা ফুটে ?
সততা ও কদর্যতার
রঙ কি তোমার জানা ?
তবে কেন রঙ নিয়ে এই
মিথ্যা প্রবঞ্চনা ?

সাতরঙা এক ইন্দ্রধনু
আমার হৃদাকাশে,
ছড়ায় রঙীন বর্ণ ছটা
সৃষ্টিরই উল্লাসে।
কল্পনাতে ছুবানো যে রঙ
ফোটে আপন মনে,
চিত্রপটে ফুটিয়ে তুলি
সূক্ষ্ম তুলির টানে।
কল্পনা তো নয় ক্রীতদাস
চলবে হুকুম মানি,
কখন কি রঙ ফুটবে মনে
আমিই কি তা জানি ?

বলছ ছবির রূপ ফোটে নি,
ফোটে নি ঠিক ভাব,
দেখছি বৃথা নিন্দা করা
তোমার-ই স্বভাব।
রূপসাগরে ডুবে আমি
যে রূপ খুঁজে পাই,
ভাবসাগরে ডুবিয়ে তারে
মানসনেত্রে চাই।
বিমূর্ত যে রূপটি ভেসে 
ওঠে মানসপটে,
অকপটে তাহাই আঁকি 
আমার চিত্রপটে।

সমালোচক রূপে তুমি
আসলে নিন্দুক,
ঈর্ষা তোমায় তাড়িয়ে বেড়ায়
মনেতে নেই সুখ।
তোমার অক্ষমতা তুমি
চাপাও পরের ঘাড়ে,
তোমার চেয়ে ভালো কিছুই
পড়ে না নজরে।
গড়ার মন্ত্র জানো না তাই
ভাঙতে পারো ভালো,
আলোর পথের যাত্রী সেজে 
হরণ করো আলো।

****************************
সমর কুমার সরকার / শিলিগুড়ি 
****************************
Creative Commons License
সমালোচকের প্রতি by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in

[<a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by/3.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" href="http://purl.org/dc/dcmitype/Text" property="dct:title" rel="dct:type">সমালোচকের প্রতি</span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="http://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=6690184741543836152" property="cc:attributionName" rel="cc:attributionURL">সমর কুমার সরকার / শিলিগুড়ি</a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/">Creative Commons Attribution 3.0 Unported License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="samarkumarsarkar.blogspot.in" rel="dct:source">samarkumarsarkar.blogspot.in</a>.]

No comments:

Post a Comment