গান্ধীবাদী ও লেনিনবাদী
গান্ধীবাদীর সাথে হ'লো লেনিনবাদীর দেখা,
বাল্যকাল হ'তেই ওরা পরস্পরের সখা।
কুশল বিনিময়ের পরে বলেন লেনিনবাদী -
''গান্ধীবাদী হ'য়েও তোমার জীবন যে আবাদী।
সারা জীবন কাটিয়ে দিলে খাটো ধুতি প'রে,
চরকা কেটে উন্নতি ভাই করলে কি প্রকারে ?''
গান্ধীবাদী বলেন- ''দেখো,গান্ধী আমার প্রাণ,
সকাল-বিকাল,দুপুর-রাতি তাঁহারই গাই গান।
ছেলে মেয়ে, নাতি-পুতি গান্ধীরই কল্যাণে,
সুখে জীবন কাটিয়ে দেবে চিন্তা নাহি মনে।
আমার পরে পালাক্রমে ওরাই হবে নেতা,
মন্ত্রী হ'য়ে গান্ধী পূজা ক'রবে যথা তথা।''
লেনিনবাদী বলেন- ''বাপু, গুল মারা টা ছাড়ো,
কখনও তো দেখিনি যে গান্ধী পূজা করো !
খাদি র পোষাক পরো বটে,লড়ো নির্বাচনে,
মন্ত্রী হয়ে জনসেবাও করো শুনি কানে।
সরল জীবন যাপন তোমার নাই কোন সন্দেহ ,
তোমায় চিনি হাড়ে-হাড়ে,আর না চিনুক কেহ।
ইস্কুলেতে তুমি ছিলে শয়তানেরই ধাড়ী,
বই খাতা কি টাকা পয়সা ক'রতে সবই চুরি।
টিফিন বাক্স কেড়ে খেতে পরের মুখের গ্রাস,
তোমার সাথে সঙ্গ দিতাম আমি ও বারো মাস।
চার দিকেতে গুজব শুনি,তোমার অগাধ টাকা,
ফিকির টা কি বুঝিয়ে বলো,দিয়ো না কো ধোঁকা।''
গান্ধীবাদী বলেন- ''তুমি ছিলে আমার মিতে,
এক সাথে তে লুকিয়ে বিড়ি খেতাম দু'জনেতে।
ইস্কুলেতে চুরির কাজে হ'তে আমার চ্যালা,
খোলসা করেই বলছি তোমায় আমার আসল লীলা।
খাদির পোষাক পরি বটে,মাথায় ও দিই টুপি,
গান্ধীগিরির ভানে আখের গোছাই চুপি চুপি।
গান্ধী মানে আমার কাছে গান্ধী ছাপের নোট,
যাহার জোরে নেতা আমি,সদাই জিতি ভোট।
গান্ধী ছাপের নোটের তাড়া,জেনো আমার প্রাণ,
সেই হিসাবে বলতে পারো,গান্ধীরই গাই গান।
গান্ধী আমার আলমারি তে,গান্ধী লকারে তে,
গান্ধী পোঁতা মেঝের নীচে,গান্ধী বিছানাতে।''
লেনিনবাদী বলেন হেসে- ''গান্ধী পূজার মানে,
স্পষ্ট ক'রে বুঝিয়ে দিলে,জাগলো খুশি প্রাণে।
কিন্তু বলো,কি উপায়ে গান্ধী আসে ঘরে,
জনগণ কি এতই বোকা ? পড়ে না নজরে ?''
গান্ধীবাদী বলেন- ''দেখো,দেশের জনগণ,
ফুল বাতাসা পেলেই খুশি,নর-নারায়ণ।
মন্ত্রী নেতা হ'য়ে যদি পথ টি ধরো বাঁকা,
গড়গড়িয়ে ঘুরবে তোমার ভাগ্য-রথের চাকা।
যারা চাবেন মন্ত্রী হবেন তাদের প্রিয় জন,
স্বার্থ বুঝে ভেট পাঠাবেন নিজেই বিলক্ষণ।
নজরানা ও মিলতে পারে নানা প্রকল্প তে,
লাখে লাখে কালো টাকা মন্ত্রীরা পান হাতে।''
লেনিনবাদী বলেন- ''ভায়া,কি আর তোমায় বলি ?
তোমার মত আমি ও যে প্রায় একই পথে চলি।
সর্বহারা সেজে থাকি,মুখে সদাই হাসি।
ঝোপ বুঝে কোপ মারতে পেলেই মেজাজ টা হয় খুশি।
গান্ধী ছাপের নোটের প্রতি নেই কো আমার মোহ ,
বিদেশেতে জমাই ডলার জানে না তা কেহ।
গান্ধী ছাপের নোট কামিয়ে কিনে ফেলি ডলার,
নানা জনের হাত ঘুরে হয় বিদেশে তে পাচার।
মত আলাদা হ'লেও মোদের একই কানাগলি,
এসো,করি মিষ্টিমুখ আর সারি কোলাকুলি।''
গান্ধী লেনিন দুই জনেরই জগৎ জোড়া নাম,
ভক্তি করেন জগৎবাসী,জানান ও প্রণাম।
তাঁদের নাম ভাঙিয়ে যাদের কু-পথে রোজগার,
দুর করে দাও দেশ থেকে,নয় পাঠাও কারাগার।
****************************************
সমর কুমার সরকার / শিলিগুড়ি
****************************************
****************************************
গান্ধীবাদী ও লেনিনবাদী by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in
[<a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by/3.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" href="http://purl.org/dc/dcmitype/Text" property="dct:title" rel="dct:type">গান্ধীবাদী ও লেনিনবাদী</span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="http://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=4453673655458468263" property="cc:attributionName" rel="cc:attributionURL">সমর কুমার সরকার / শিলিগুড়ি</a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/">Creative Commons Attribution 3.0 Unported License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="samarkumarsarkar.blogspot.in" rel="dct:source">samarkumarsarkar.blogspot.in</a>.]
No comments:
Post a Comment