'' বাংলা সাহিত্যের আসর ''

যে সমস্ত লেখক ও লেখিকা ' বাংলা সাহিত্যের আসরে ' তাদের নির্বাচিত লেখা প্রকাশ করতে চান,তারা তাদের লিখিত বিষয় টি Microsoft Words - এ লিখে অথবা Photo Shop -এ চিত্রসহ বিষয়টি প্রস্তুত করে samarkumarsarkar@yahoo.co.in বা samarkumarsarkar@gmail.com -এ E-mail করে পাঠিয়ে দেবেন । সদস্য হবার জন্য ও মন্তব্য লেখার জন্য Google Friend Connect ব্যবহার করুন। ব্লগ টিকে আপনাদের Face Book-এ Share করুন।

Monday, May 14, 2012

পিতৃ বাক্য পালন - সমর কুমার সরকার / শিলিগুড়ি



পিতৃ বাক্য পালন 

বারুইপুরের গোবিন্দ গুঁই ভীষণ রোগে ভুগে,
মাতৃহীন পুত্রটিকে বলেন মরার আগে-
''জমি-জিরাত,টাকা-কড়ি,যেটুক গেলাম রেখে,
সারা জীবন চলে যাবে,চলিস যদি দেখে।
যে পথেতে মহাজনে করেন বিচরণ,
সেই পথেতে চলবি সদাই -আমায় দে বচন।''
পুত্র নিমাই বলে -''তোমার আদেশ শিরোধার্য,
এখন থেকেই করবো শুরু,তোমার কথায় কার্য।''

গ্রাম্য গণ্ডমূর্খ নিমাই,সরল যে অন্তর,
মহাজনের পথেই যাবে,ভাবে নিরন্তর।
গ্রামেই বসত করেন ধনী ভবানী শিকদার,
তেজারতির ব্যবসা,সাথে বন্ধকী কারবার।
চালের কল,পাটের গুদাম,বিশাল বাসভবন,
সবাই তারে সমাদরে ডাকে 'মহাজন'।
নিমাই ভাবে,পিতার কথা রাখতে যদি হয়,
যেথায় যেথায় যান ভবানী,সেথায় যেতেই হয়।

নিত্য বাহির হন ভবানী সাঁঝের অবসানে,
মোটর চড়ে শহরেতে পানশালা সন্ধানে।
তাহার পিছে চলতে নিমাই কিনে ফেলে গাড়ি,
পানশালাতে প্রবেশ করে পিছেতে তাহারি।
দেখে নিমাই-মহাজন আর ইয়ার-দোস্ত মিলে,
বোতল থেকে শরবৎ পান করছে গ্লাসে ঢেলে।
রকমারি মাছ,মাংস খাচ্ছে মহা সুখে,
নিমাই ভাবে,'শরবৎ টা একটু দেখি চেখে'।

'চাখার চেয়ে খাওয়া ভাল'- গুণী জনেই বলে,
চাখার নেশায় পড়লে মানুষ বিপথে যায় চলে।
চাখার নেশা সর্বনাশা,এতই তাহার দাপ,
চাখার বিষয় যত বাড়ে,ততই বাড়ে পাপ।
খাবার খেলে,তৃপ্ত মনে থাকে না আর দ্বিধা।
চাখলে খাবার তৃপ্তি তো দূর,বেড়েই চলে ক্ষুধা।
জ্ঞানী জনে না চেখে তাই সরাসরিই খায়,
চাখতে গিয়ে মূর্খ শুধু বিপদ ই বাড়ায়।

নিত্য মহাজনের পিছে পানশালাতে যেয়ে,
সরল নিমাই চতুর হ'লো সরাসরিই খেয়ে।
ভাবে নিমাই,মহাজনের পথে চলেই আজ,
নতুন জীবন পেলাম,সাথে সুখী এক সমাজ।
মাতাল হলেও এদের জীবন-ক্ষেত্র বৃহত্তর।
এদের দলে ভিড়লে আয়ের পথটি হবে দৃঢ়।
দূরদৃষ্টি ছিল পিতার,জ্ঞান ও চমৎকার,
মহাজনের পথে ই হবে উন্নতি আমার।

একটি গুণে গুণী হ'লে চেনেই বা কয় জন ?
বিবিধ গুণে গুণী যিনি,তিনিই মহাজন।
মাঝে মাঝেই অধিক রাতে চড়ে মোটরেতে,
সেজেগুজে ভবানী যান নিষিদ্ধ পল্লীতে।
নিত্য নতুন সহচরী,নিত্য নতুন লীলা,
নিমাই ও যায় সঙ্গে,যেন গুরুর সাথে চেলা।
সেখানেতে আলাপ বাড়ে উচ্চ মহলেতে,
মহা জনের পথে নিমাই করে কেল্লা ফতে।

শোনার কথা শোনে সবাই,বোঝে না সব জনে,
যে জন বুঝে গ্রহন করে আপন প্রাণ ও মনে,
সফলতা,সার্থকতা আসে তাহার হাতে,
বোঝার ভুলে খাটুনি সার,বাধা ঊন্নতি তে।
মূর্খ নিমাই পিতৃবাক্য ঠিক ই বুঝেছিল,
সময় কালে তাহার ফলে ভাগ্য ফিরে গেলো।
ভাগ্যরথের চাকা যে হায় কখন কাহার ঘোরে,
যাহার ঘোরে,সে ই কেবল ব্যাখ্যা দিতে পারে।

সরল নিমাই পিতৃবাক্য মেনে মনে-প্রাণে,
মহাজনের পথেই সদা গিয়েছে সব স্থানে।
সুন্দরী তিন গৃহিণী তার,সাত গাড়ি,পাঁচ বাড়ি,
ঠিকাদারি,বাস ও লরি,ব্যবসা রকমারি।
মহাজনের সঙ্গে মিশে,বিদ্যা শিখে তার,
গণ্যমান্য মহাজন আজ,আনন্দ অপার।
নিমাই বলে,''পিতৃবাক্য সদাই পালন করি,
বিশ্বাসেতে রত্ন মেলে,তর্কে কানা-কড়ি''।


********************************
সমর কুমার সরকার / শিলিগুড়ি
*********************************

Creative Commons License
পিতৃ বাক্য পালন by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in

[ <a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by/3.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" href="http://purl.org/dc/dcmitype/Text" property="dct:title" rel="dct:type">পিতৃ বাক্য পালন </span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="http://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=3035946611783546059" property="cc:attributionName" rel="cc:attributionURL">সমর কুমার সরকার / শিলিগুড়ি</a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/">Creative Commons Attribution 3.0 Unported License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="samarkumarsarkar.blogspot.in" rel="dct:source">samarkumarsarkar.blogspot.in</a>.]

No comments:

Post a Comment