কপালের ফের
সারা জীবন দেখে এলেম,সুখ নাই মোর চিতে,
সবার জীবন রসাল,মধুর,আমার জীবন তিতে।
যা কিছু সব নজর কাড়া নিজে পেতে চাই,
সকলে পায় অনায়াসে,আমি ই নাহি পাই।
দিনে দিনে বাড়ে জ্বালা,এমন কেন হবে ?
আমি শুধু পাব না,আর সবাই শুধু পাবে !
মনের জ্বালা মাথায় ছড়ায়,কেবল ভেবে মরি,
'কেমন করে সবার জীবন তিক্ত করে ছাড়ি।'
কয়েক বিঘা জমি কিনে,চারদিকে দিই বেড়া,
কিষাণ,মজুর নিয়োগ করি,বসাই ও পাহারা।
বিহার থেকে কড়া তেতো উচ্ছে চারা এনে,
জমি চষে সরেস ক'রে মাটিতে দিই বুনে।
যত্ন করে জল সেচ দিই,ছিটাই ওষুধ,সার,
অল্প দিনেই গজিয়ে ওঠে উচ্ছে-লতার ঝাড়।
কালচে-সবুজ ফল ধরে তায় হাজারে-হাজারে,
এমন তেতো বিষ যে ভয়ে পিঁপড়ে নাহি ধরে।
বাছাই ক'রে উচ্ছে তুলে ঝুড়ি ঝুড়ি এনে,
সপ্তাহভর ভিজিয়ে রাখি বিষাক্ত দ্রবণে।
যত ক্ষতিকারক জিনিস আমার ছিল জানা,
দ্রবণেতে মিশিয়ে হই আহ্লাদে আটখানা।
মনে আশা,এবার সবার রাসায়নিক বিষে
নাড়ী-ভুঁড়ি মোচড় খাবে,ভুগবে বুকের দোষে।
অনেক কিছু পেয়ে ও দের বড়ই সুখী মন,
একটু কষ্ট পেয়ে খুশী ক'রুক আমার মন।
ঘরে ঘরে গিয়ে বলি,দেখিয়ে কপট ছল-
''উচ্ছে চাষে নেমে এবার পেলাম প্রচুর ফল।
পাড়াপড়শী আপনারা সব বড়ই আপন জন,
সামান্য ফল বিলিয়ে ক'রি পুণ্য উপার্জন।
আশীর্বাদ করুন সবাই,যেন এমন ক'রে,
প্রতি বছর উচ্ছে দিতে পারি সবার ঘরে।''
কথার ফাঁকে পাত্র ভরা উচ্ছে বিলাই মেলা,
মনে মনে বলি,'খেয়ে,বুঝবে কেমন ঠ্যালা।'
দুই তিন দিন গত হ'লে মন করে উস-খুস,
কেন খবর পাচ্ছি না,''সব রোগেতে বেহুঁশ'' !
হিসাব মত হওয়া উচিত সবার করুণ দশা,
পেটের মোচড় এমন ভীষণ,মাটিতে সব বসা।
খাটে শোয়ার নেই কো সময়,বারে বারে বেগ,
বুকের ব্যথায় কাতর সবাই,মনে তে উদ্বেগ।
ব্যাপার টা কি বুঝতে চেয়ে গেলাম সবার ঘরে,
সবার দাবী 'আর কিছু ফল দিন না দয়া ক'রে।'
সবাই বলে,''দাদা তোমায় জানাই নমস্কার,
এটাই বুঝি সর্বকালের সেরা আবিষ্কার।
উচ্ছে এমন মিষ্টি,সরেস,ভেবে না পাই কূল,
মহান আবিষ্কারক তুমি,বলছি তা নির্ভুল।''
সন্দেহে এক উচ্ছে নিয়ে কামড় মেরে দেখি,
অমৃতময় মধুর রসাল উচ্ছে এ যে,সে কি !
বিষে বিষে বিষক্ষয় হয়,তা তো জানাই ছিল।
অধিক বিষের বিক্রিয়াতে নতুন সৃষ্টি হ'লো।
স্বভাব আমার বদলে গেছে এই ঘটনার জেরে,
দ্রবণ টি কে 'পেটেন্ট' করে ছেড়েছি বাজারে।
নির্মাতারা বৎসরেতে যে টাকা দেন ধরে,
কয়েক লক্ষ জমে তা তে সব খরচের পরে।
পেতে আমি চাই না এখন,দিলেই বরং খুশী,
নিজের চেয়েও ভালবাসি,পরের মুখের হাসি।
শিক্ষা পেলাম,''আসল জিনিস মানুষের এই মন,
মনের অসুখ সারলে পরেই সবাই আপন জন।''
**************************************
সমর কুমার সরকার / শিলিগুড়ি
**************************************
কপালের ফের by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in
[<a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by/3.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" href="http://purl.org/dc/dcmitype/Text" property="dct:title" rel="dct:type">কপালের ফের </span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="http://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=4840393640429183105" property="cc:attributionName" rel="cc:attributionURL">সমর কুমার সরকার / শিলিগুড়ি </a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/">Creative Commons Attribution 3.0 Unported License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="samarkumarsarkar.blogspot.in" rel="dct:source">samarkumarsarkar.blogspot.in</a>.]
কপালের ফের by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in
[<a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by/3.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" href="http://purl.org/dc/dcmitype/Text" property="dct:title" rel="dct:type">কপালের ফের </span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="http://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=4840393640429183105" property="cc:attributionName" rel="cc:attributionURL">সমর কুমার সরকার / শিলিগুড়ি </a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/">Creative Commons Attribution 3.0 Unported License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="samarkumarsarkar.blogspot.in" rel="dct:source">samarkumarsarkar.blogspot.in</a>.]
No comments:
Post a Comment