বেদেনী ও স্বৈরিণী
রাঙা মাটির দেশে,নদীর চরে,
শরের বনে,কাঁটা ঝোপের ঝাড়ে,
ভয়াল সব নাগ নাগিনীর ডেরা,
আহার,বিহার,নিদ্রা,শিকার ধরা।
অহি কুলের কৌলিক নিয়মে,
বংশ ধারা বাড়ছে ক্রমে ক্রমে।
তরুণ কিছু ভয়াল মহানাগ,
অকারণেই দেখায় মনের রাগ,
নাগিনীতে মন ভরে না আর,
চার দিকেতে চালায় অত্যাচার।
ফণা তুলে শ্বাস ছাড়ে হিস্...হিস্..,
সুযোগ পেলেই ঢালে দাঁতের বিষ।
বেদের মেয়ে বেদেনী ফুলমতি,
খবর পেয়ে এসেছে সম্প্রতি,
সঙ্গে বেতের ঝাঁপি,মাটির হাঁড়ি,
বিষপাথর আর জড়িবুটির ঝুড়ি।
গন্ধ শুঁকে শরের বনে গিয়ে-
দেখতে পেলো,আছে যে লুকিয়ে,
শঙ্খচূড় এক ভয়াল মহাকাল,
মহা ক্রোধে চোখ দুটি তার লাল।
সাবধানেতে বেদেনী ফুলমতি,
পাতায় আগুন জ্বালিয়ে দ্রুত গতি,
গরম করে মাটির নতুন হাঁড়ি,
হাতে তে নেয় হেতাল ডালের ছড়ি।
দুলিয়ে কোমর,বক্ষ আগে পিছে,
নাগ কে ডাকে ইঙ্গিতে তার কাছে।
আচম্বিতে বসে হাঁটু মুড়ে,
গরম হাঁড়ি সামনে নাড়েচাড়ে।
দুলিয়ে ফণা,লেজে দিয়ে ভর,
চোখ রেখে নাগ মাটির হাঁড়ির পর -
ছোবল মেরে মাটির হাঁড়ির গা-য়,
যন্ত্রণাতে ফণা টি গুটায়।
খেয়ে মুখে গরম হাঁড়ির ছেঁকা,
নাগরাজের বুদ্ধি ভ্যাবাচাকা।
হেতাল ছড়ি দিয়ে চেপে জোরে,
বেদেনী তার মুণ্ড চেপে ধ'রে-
ঝটকা মেরে খুলে ঝাঁপির ডালা,
নাগ কে চালান করে,দিয়ে ঠ্যালা।
বিষ তুলে আর চামড়া বেচে তার,
হাতে মেলে নগদ এক হাজার।
একই সময় দূরেতে শহরে,
বিলাসবহুল পান্থশালার ঘরে-
মদ্যপানে অশান্ত এক নর,
কামের বিষে শরীর যে জর্জর।
শঙ্খচূড়ের মত ছাড়ে শ্বাস,
চাই রমণীর সঙ্গ,সহবাস।
পছন্দ নয় মামুলী রমণী,
তাই এসেছে দেহ পসারিনী।
খোলা খোঁপা,বক্ষের বন্ধন,
আদুল গায়ে জ্বলন্ত যৌবন।
হাস্য মদির চোখে ঝিলিক হানে,
মুগ্ধ পুরুষ আপনি যে বশ মানে।
দাঁত ফুটিয়ে তপ্ত পয়োধরে,
মুখ টি ঘষে,ছটফটিয়ে মরে।
নাগের হাঁচি বেদেনী রা চেনে,
নিভিয়ে আলো,পুরুষ কে সে টেনে,
চেনায় দেহের যত চোরা গলি,
মুক্ত করে পুরুষ বিষের থলি।
শ্রান্ত দেহে বেদেনী-স্বৈরিণী,
হাজার টাকা মজুরি নেয় গুনি।
বেদেনী আর স্বৈরিণীদের নেশা,
নাগ নাচানো,বশ মানানোর পেশা।
বন-জঙ্গল,নদীর বালুচরে,
প্রমোদ-কানন,পান্থশালার ঘরে,
একই ভাবে নাগ ও পুরুষ জ্বলে,
ছোবল মেরে বিষ যে তাদের ঢালে।
তাদের মহা বিষ কে দমন করে,
অন্ন জোটে ওদের আপন ঘরে।
*******************************
সমর কুমার সরকার / শিলিগুড়ি
********************************
![Creative Commons License](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_sfPyn8_X-hP426sGvRS-NBt4PgYBgmvOyaauvsaIme047Rut_EzGfhg4F_gp9ZRh44axxvbSNwoYJiFxXr6rY8IHujiBF1S94eC62Eh7kUgsvRtFuFcUE=s0-d)
বেদেনী ও স্বৈরিণী by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.Based on a work at samarkumarsarkar.blogspot.com
বেদেনী ও স্বৈরিণী by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.Based on a work at samarkumarsarkar.blogspot.com
[<a rel="license" href="http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by-nc-nd/3.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" property="dct:title">বেদেনী ও স্বৈরিণী</span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="http://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=3406064033730723225" property="cc:attributionName" rel="cc:attributionURL">সমর কুমার সরকার / শিলিগুড়ি</a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US">Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="samarkumarsarkar.blogspot.com" rel="dct:source">samarkumarsarkar.blogspot.com</a>.]
No comments:
Post a Comment