নিদ্রা মগন স্বপ্ন বিভোর মধুর লগন,
'এমন ক্ষণে',মুক্তি দিলাম তোমারে 'মন'।
দিলাম অবাধ স্বাধীনতা তোমায় আরো,
যেথায় খুশী,সেথায় তুমি যেতে পারো।
সওয়ার হয়ে কল্পনার ওই হালকা রথে,
বেড়িয়ে এসো,স্বপ্নলোকের অচিন পথে।
দিলাম তোমায় মনের ভাষা,বর্ণমালা,
পূর্ণ করো নিঃস্ব মনের রিক্ত ডালা।
মুক্ত তুমি,যাও না - "যেথায় মেঘের ভেলা,
নীল আকাশের স্বপ্ন মাখা তারার মালা।
নীহারিকার ছায়াপথে নবীন তারা,
কাজল মেঘের বাদল সোহাগ,বৃষ্টিধারা।
সাতরঙা ওই ইন্দ্রধনুর খিলান তলে,
ঢেউয়ের নাচন পান্না-সবুজ সাগর জলে।
চাঁদনী রাতে রূপালী চাঁদ স্বপ্নমায়া,
পাহাড়-চূড়ে বনভূমির স্নিগ্ধ ছায়া।"
কিংবা,ধরো মাটির বড় কাছাকাছি,
যাদের মায়ায় বদ্ধ হয়ে বেঁচে আছি।
"চষা মাঠের আল বেয়ে যাও তেপান্তরে,
সবুজ ফসল হাওয়ায় যেথায় নৃত্য করে।
পুষ্প বনে ভ্রমর মাতাল মধু পানে ,
বনভূমি মুখর পাখীর কলতানে।
গ্রাম্য বধূ তুলসী তলায় প্রদীপ জ্বালে,
ঘোর আঁধারে,বাঁশের ঝাড়ে জোনাক জ্বলে।"
এ কি ! হঠাৎ স্বপন কেন গেল টুটে?
বিরক্তিকর চিহ্ন মুখে উঠলো ফুটে?
ঠিক বুঝেছি,মন যে আমার এলো ফিরে,
চির চেনা আঁধার কুঠি,আপন ঘরে।
কেন রে মন,মুক্ত জগত ছেড়ে এলি,
আমার মাঝে কি বা এমন খুঁজে পেলি?
মন হেসে কয়, "সারা জীবন তোমার ই দাস,
মিছে কেন আমায় নিয়ে এই পরিহাস?
সাধন বলে না হও যদি মুক্ত মানুষ,
কি লাভ তবে,উড়িয়ে খুশীর রঙ্গীন ফানুস?
সুন্দর এই পৃথিবী কে জানতে হলে,
রাখতে হবে মনের সকল দুয়ার খুলে।
মন যেন হয় নীল আকাশের মুক্ত পাখী,
বাঁধন হারা হয়ে সবায় বাঁধো দেখি !
সবারে জয় করলে পাবে বিজয় মালা,
ছন্দময় এ জীবন হবে ছন্দ ভেলা।"
*********************************
সমর কুমার সরকার / শিলিগুড়ি
**********************************
![Creative Commons License](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_sfPyn8_X-hP426sGvRS-NBt4PgYBgmvOyaauvsaIme047Rut_EzGfhg4F_gp9ZRh44axxvbSNwoYJiFxXr6rY8IHujiBF1S94eC62Eh7kUgsvRtFuFcUE=s0-d)
ছন্দ ভেলা by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in.
ছন্দ ভেলা by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in.
[<a rel="license" href="http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by-nc-nd/3.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" property="dct:title">ছন্দ ভেলা</span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="http://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=7002509378061342779" property="cc:attributionName" rel="cc:attributionURL"> সমর কুমার সরকার / শিলিগুড়ি </a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US">Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="samarkumarsarkar.blogspot.in" rel="dct:source">samarkumarsarkar.blogspot.in</a>.]
No comments:
Post a Comment