বহু পথ আজ পেরিয়ে এসেছি
সময়ের সাথে সাথে।
হঠাৎ চমকে থমকে দাঁড়িয়ে
ত্রিমার্গী এক পথে।
পিছনের পানে ফিরে যাওয়া আজ মানা,
সামনের পথ দুই দিকে গেছে টানা।
দিক নির্দেশ -'বামে' আর 'দক্ষিণে',
আপনার পথ আপনি নাও হে চিনে।
কোন দিকে যাবো,মনে আজ সংশয়,
কোন পথে জয়,কোন পথে চির লয়।
কোন পথে গেলে পাবো খুঁজে নিজ জন?
কোন পথে সব হারাবার প্রলোভন ?
শুনি,দক্ষিণে চির বসন্ত রাজে,
রাজা,মহারাজা দীনের সেবক সাজে।
হীরে,জহরতে ভরে না তাদের মন,
'দেশ সেবা' ভাবে সস্তার বিনোদন।
পরোপকারের ছলে ভরে নিজ থলি,
মুখেতে মিথ্যা সাম্যবাদের বুলি।
জনসেবা নামে রাষ্ট্রক্ষমতা ভোগ,
সাত পুরুষের অঢেল প্রাপ্তি যোগ।
সুরার আসরে ঝাড় লন্ঠন জ্বেলে,
শুনেছি উহারা গরীবের কথা বলে।
মুখে যাহা বলে, মিথ্যা জানিয়া মনে,
আত্ম প্রচারে ধোঁকা দেয় জনগণে।
দক্ষিণ পথে হাজার দুয়ার খোলা,
দেনা পাওনার হিসাব মাপিয়া চলা।
একই রাজাসনে লোভী যত প্রত্যাশী
ঘোরে পাশাপাশি,আহ্লাদে ঘেঁষাঘেঁষি।
নানা টুপি,নানা পাগড়ির ছড়াছড়ি,
মুখোশে মুখোশে বড় ভাব,জড়াজড়ি।
আপনার জন,আপনার পরিবার,
চাই প্রতিষ্ঠা,জনগণ কোন ছার ?
দাম্ভিক যত,চরম স্বেচ্ছাচারী,
দক্ষিণ পথে তারাই দলেতে ভারী।
তোমার আমার জন্য সেথায় ঘৃণা
ভাবো একবার,দক্ষিণে যাবো কি না ?
শুনি বাম পথ সকলের তরে নয়,
শুনি বাম পথ সকলের তরে নয়,
সদা অশান্ত জীবন ঝঞ্ঝাময়।
সেথা নাই কোন ছায়া ঘেরা বন বীথি
সর্বহারারা সেথায় নিত্য সাথী।
সেথায় মাটিতে কৃষক ফলায় ধান,
শ্রমিক গতরে খাটিয়া বাঁচায় প্রাণ।
বর্ণভেদ ও জাতিভেদ সেথা নাই,
হাতে হাত ধরে এগিয়ে চলে যে তাই-
'সামনে লক্ষ্য,তুলে নাও হাতিয়ার
চাই সন্মান,মানুষের অধিকার।'
রক্ত পতাকা যোগায় আশার বাণী
শোষণ মুক্ত সমাজের আগমনী।
বাম পথে আজ নোংরা কাদার ছাপ,
নাই বলিদান,হৃদয়ের উত্তাপ।
শৃগাল,শকুন সেথায় দিয়েছে হানা,
আঁধার পথের পথিকের আনাগোনা।
শ্রমিক দরদী,কৃষক দরদী নেতা,
আয়েসী,বিলাসী যত সব অভিনেতা-
আত্মসুখের খোঁজেতে কাটায় কাল,
কৃষক লুটায়,রক্তে তে মাটি লাল।
মনে বড় ক্ষোভ ঘৃণা আর অপমানে,
পর করিয়াছে ওরা যে আপন জনে।
দম্ভ ওদের হয় নি যে আজ ও ক্ষয়,
বাম পথ আজ আর নিরাপদ নয়।
কত দিন আর করি অপেক্ষা,ক্লান্তিতে দেহ টলে,
সঠিক পথ টি তোমরা দেবে কি বলে ?
***************************************
সমর কুমার সরকার / শিলিগুড়ি
***************************************
***************************************
সঠিক পথ টি তোমরা দেবে কি বলে ? by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.Based on a work at samarkumarsarkar.blogspot.in
[<a rel="license" href="http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by-nc-nd/3.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" property="dct:title">সঠিক পথ টি তোমরা দেবে কি বলে ?</span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="http://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=2388001363807827360" property="cc:attributionName" rel="cc:attributionURL">সমর কুমার সরকার / শিলিগুড়ি</a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US">Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="samarkumarsarkar.blogspot.in" rel="dct:source">samarkumarsarkar.blogspot.in</a>.]
No comments:
Post a Comment