কবির মন বনাম কবি
কবি,তোমার মনে কেন চঞ্চলতা?
পালিয়ে বেড়াও,লুকিয়ে মনের গোপন কথা।
খেলছ কেন মনের সাথে লুকোচুরি?
ধরা যদি না দাও,তবে কেমনে ধরি!
কেন তোমার 'পালাই পালাই' এমন স্বভাব,
ভাবের ঘরে আজ কি তোমার বড়ই অভাব?
দাও না মনের দরজা খুলে খোলামেলা,
রোদ ও ছায়া করুক খেলা,সারা বেলা।
দোদুল দোলের হিমালয়ের হিমেল বাতাস,
আসুক ধেয়ে,সঙ্গে নিয়ে ফুলের সুবাস।
রঙ্গীন ডানা মেলে আসুক প্রজাপতি,
দেখাও কবি,তোমার আপন কেরামতি।
মন কেন তুই কবিকে আজ দিস ক্ষেপিয়ে,
রঙ-তামাশা করিস এমন কবি নিয়ে?
কবি কি তোর খেলাঘরের খোলামকুচি?
হালুইকরের ঘি-য়ে ভাজা মণ্ডা,লুচি?
কবি যে তার ইচ্ছে হলে দিনের বেলায়,
চড়া রোদে বসবে গিয়ে ইঁটের পাঁজায়।
শীতের রাতে,ডুববে জলে আদুল গায়ে,
ফুলের বনে মূর্ছা যাবে ফুলের ঘা-য়ে।
'পূর্ণিমা চাঁদ' ভাববে কবি 'পোড়া রুটি',
যতই না মন কর না হেসে লুটোপুটি।
কবিরা সব কল্পতরু ভাব জগতে,
কবি স্বপন সৃষ্টি করে আপন হাতে।
কথার পিঠে কথা গেঁথে দেখাও বড়াই,
যেন,নতুন গাছের চারার বাঁচার লড়াই।
আলো,বায়ু,জল না পেলে বাড়তে মানা,
ধন্য কবি,তোমাদের এই কবিপনা।
নীল আকাশে সাদা মেঘের ভেলায় চড়ে,
যাও চলে,কোন্ নাম না জানা তেপান্তরে।
জ্যোৎস্না রাতে,চাঁদের আলোর সরাব পিয়ে,
নীল পাহাড়ের চূড়ায় ওঠো,পথ টি বেয়ে।
আঁধার জগৎ তোমার চোখে দেয় না ধরা?
দুঃসহ ওই শুষ্ক মরু,বন্যা,খরা?
নিরন্ন ওই মানুষগুলোর বাঁচার আশা,
তোমার লেখায় পায় না কেন মুখের ভাষা?
মন কেন তুই দিলি আবার আগুন জ্বেলে?
শান্তিতে চাই থাকতে আমি ও সব ভুলে।
কবি কি তোর কল্পনা তে সুখী মানুষ?
হাওয়া ভরা,দীপান্বিতার রঙ্গীন ফানুস?
কবির মনে জ্বললে আগুন সর্বনাশা,
ঘটবে প্রলয়,ভাঙবে সকল ঘুঘুর বাসা।
যুগে যুগে,কবি লেখে বিপ্লবী গান,
ধ্বংস করে অত্যাচারীর সুখের বাগান।
কবি যখন আপনি কাঁদে,আপন মনে,
নীরব থাকে,অক্ষমতার অভিমানে।
কিন্তু,যদি আপন লেখায় অশ্রু ঢালে,
বিধাতার ও আসন খানি আপনি টলে।
তাই বলি মন,ক্ষেপাস নে আর আমায় মিছে,
ক্ষেপলে পরেও,লিখতে আমার বয়েই গেছে।
লিখেও যদি কবি লেখার পাঠক না পায়,
কি লাভ তবে মরুর বুকে বৃষ্টি ধারায়?
**********************************
সমর কুমার সরকার / শিলিগুড়ি
**********************************
![Creative Commons License](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_sxEi-wZFnC1mHUgVA0dha5O0skRJvIGgEG6sOKrWwvwWRbvYWpSPePfI82Se4FyIipDNNsv2kWmyJRh_ddD_VP0UCAxfL_wFAZ10P5MHwdpH8=s0-d)
কবির মন বনাম কবি by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in
কবির মন বনাম কবি by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in
[<a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/deed.en_US"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by/3.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" property="dct:title">কবির মন বনাম কবি</span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="http://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=5711833166410326887" property="cc:attributionName" rel="cc:attributionURL">সমর কুমার সরকার / শিলিগুড়ি</a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/deed.en_US">Creative Commons Attribution 3.0 Unported License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="samarkumarsarkar.blogspot.in" rel="dct:source">samarkumarsarkar.blogspot.in</a>.]
No comments:
Post a Comment