কাকের প্রেমে বকের দোষ,শেষে করে আফসোস
আজকে আমি লিখছি যে এক কালো কাকের কথা,
কাকটি যেথায় করতো বসত,বক ছিল না সেথা।
কাকের সাথে ওঠা-বসা,কাকের সাথেই চলা,
কাকের মতই ডাকা কা...কা...,ছেড়ে হেঁড়ে গলা।
বুদ্ধি কুটিল কাকের মতই,চতুর,ধুরন্ধর,
খাঁটি কাকের বাচ্চা সে যে,কাকের বংশধর।
কাক টি যখন তরুণ,দেহে যৌবনের-ই বান,
সুন্দরী এক কাকীর খোঁজে মন হ'লো আনচান।
ঘুরে ফিরে নদীর জলে মুখ টি কেবল দেখে,
রাখতে পালক চকচকে,গা-য় ধূলো-বালি মাখে।
পলাশ ফুলের মধু খেয়ে মন উতলা হয়,
নেশার ঘোরে উদাস সুরে 'কাওয়া..কাওয়া' গায়।
প্রেমের রোগে যে পড়েছে,সে ই তো কেবল বোঝে,
কেমন করে সঙ্গিনী ঠিক নিতে হবে খুঁজে।
চতুর কাক-এ বুদ্ধি করে গেল বনান্তরে,
কোথায় কোথায় কাকী আছে,দেখল উড়ে উড়ে।
ভাত ছড়ালে কাকীর অভাব হয় না কোন খানে,
পোকা-মাকড় মেরে সে তাই ছড়িয়ে দিল বনে।
একলা উড়ে যেতে যেতে পড়লে কাকীর নজর,
নেমে এসে,বসে যদি মারত ঠোঁটের ঠোকর,
আড়াল থেকে বেড়িয়ে কাক-এ বলত হাসি মুখে-
"তোমার জন্য রেখেছি সব,খাও না মহা সুখে।
আমার সাথে করলে পিরীত,রাখব মাথায় তুলে,
খেটে খাওয়ার কষ্ট তুমি যাবেই দেখো ভুলে।"
সব কাকীর-ই স্বভাব খারাপ,কেমন করে বলি ?
অনেক কাকীই পালিয়ে যেত,দিয়ে তাকে গালি।
একটি কাকী বোকার ঢেঁকি,কাকের কথায় ভুলে,
ধরা দিল আপনা হ'তে,চতুর কাকের জালে।
চলল ক'দিন দুই জনেতে এক সাথেতে ঘোরা,
নদীর ধারে,জঙ্গলেতে রাত কাটালো তারা।
সব প্রেমের-ই শেষে ঘটে করুণ পরিণতি,
লজ্জা ভেঙে বলল কাকী,না দেখে আর গতি।
মুখে আমার নেই কো রুচি,শরীর টা ঝিম্ ঝিম্,
বাসা বাঁধো গাছের ডালে,পাড়তে হবে ডিম।
নদীর ধারে গাছের ডালে বাঁধলো কাকে বাসা,
সুখে দুঃখে দিনগুলো সব কাটতে থাকে খাসা।
অবশেষে শুভ দিনে পাড়লো কাকী ডিম,
ডিম দেখে তো কাকের গায়ের রক্ত হ'লো হিম।-
"আমিও কালো,কাকী ও কালো,ডিমগুলো যে সাদা,
কেমন ক'রে হ'লো এমন,লাগছে মনে ধাঁধা।
নদীর ধারে বেড়াত ওই বকগুলো যে সাদা,
কাকী ওদের হাসি মুখে ডাকতো 'বগা দাদা'।
একটা ফাজিল বকের ছেলে,আসতো মাঝে মাঝে,
যখন ই সে বেরিয়ে যেত,পোকা ধরার খোঁজে।
আদর করে বক টি সাথে আনতো মাছের পোনা,
কাকী ও তার হেসে হ'তো আহ্লাদে আটখানা।
বক ও সাদা,ডিম ও সাদা,বকের ছানাই তবে,
কাকীর সাথে বাস করে আর লাভ কি আমার হবে।"
সন্দেহ যে তুষের আগুন,ধিকি ধিকি জ্বলে,
কাকের মুখে নেই কো হাসি,এড়িয়ে কেবল চলে।
বুকে যে তার ভীষণ ব্যথা,চোখে আসে জল,
কাকের বাসায় বকের ছানা,জীবন যে বিফল।
অবশেষে গোমড়া মুখে,শুধালো কাকী রে,
"আমিও কালো,তুমি ও কালো,ডিম সাদা কি করে?"
সরল মতি কাকী বলে,"আমি কি তার জানি?
এই তো প্রথম ডিম পাড়া গো,আগে তো পাড়ি নি।
কেউ তো আমায় দেয় নি বলে,ডিমের কি রঙ হবে,
রঙের ব্যাপার তোমার মাথায় আসছে কেন তবে?
নিজে তুমি পিরীত ক'রে,আনলে আদর ক'রে,
এসব কথা কেন তবে প্রশ্ন করো মোরে?"
রেগে গিয়ে বলল কাকে,"বক গুলো যে সাদা,
পিরীত ক'রে তাদের তুমি ডাকতে কেন দাদা?
বক ও সাদা,ডিম ও সাদা,মিল হলো কেমনে?
বকের সাথে তোমার পিরীত ছিল না,কে জানে?"
বলল কাকী,"ইতর তুমি,চতুর হওয়া ভালো,
অধিক চতুর যারা তাদের মন টি সদাই কালো।
বক গুলো সব আদর করে ডাকতো আমায় বোন,
সন্দেহেতে বিষিয়ে গেছে,তোমার ইতর মন।
কপালেতে যা আছে হোক,চাই না তোমায় আর,
নিজেই আমি ছানাগুলোর পারবো নিতে ভার।
সন্দেহ যে করতে পারে নিজের প্রেমিকা রে,
মহাপাপী ছাড়া আমি বলব কি আর তারে?"
ক'দিন পরে ডিম ফুটে যেই জন্ম নিল ছানা,
কা-কা রবে চাইলো খাবার,নেড়ে তাদের ডানা।
তেল কুচকুচ ছানাগুলো,ক'রতে থাকে খেলা,
দূর থেকে তা দেখতে পেয়ে,কাকের মনে জ্বালা।
উড়ে এসে বসলো গাছে,বলল কাকী শোনো.-
"ডাকছে কা-কা,কাকের ছানা,সন্দেহ নেই কোনো।
এরাই আমার ছেলে মেয়ে,আমিই ওদের বাপ,
ক্ষমা ঘেন্না ক'রে এবার,আমায় করো মাপ।"
বলল কাকী,"সন্দেহ রোগ থাকে যাদের মনে,
কোন দিনই শান্তি তারা পায় না কোন খানে।"
কাকের মত সন্দেহ রোগ আছে মানুষের ও,
থাকতে সময়,মনের রোগের চিকিৎসা টা ক'রো।
****************************************
সমর কুমার সরকার / শিলিগুড়ি
****************************************
![Creative Commons License](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_u5-QZWDVMpOp7Cl58LXWXlnkUWEpmWjs8H5l4mky6hiYqwhjj9jwB1tUIcYbWOM6vm2Uhfu-ZRPsk7oysfzIcL0DjyWvqh6x2IA-AViDDyjRYYBxVvlEs=s0-d)
কাকের প্রেমে বকের দোষ,শেষে করে আফসোস by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.Based on a work at samarkumarsarkar.blogspot.in
[<a rel="license" href="http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by-nc-nd/3.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" property="dct:title">কাকের প্রেমে বকের দোষ,শেষে করে আফসোস</span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="http://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=7562093506109789245" property="cc:attributionName" rel="cc:attributionURL">সমর কুমার সরকার / শিলিগুড়ি</a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US">Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="samarkumarsarkar.blogspot.in" rel="dct:source">samarkumarsarkar.blogspot.in</a>.]
প্রেমের রোগে যে পড়েছে,সে ই তো কেবল বোঝে,
কেমন করে সঙ্গিনী ঠিক নিতে হবে খুঁজে।
চতুর কাক-এ বুদ্ধি করে গেল বনান্তরে,
কোথায় কোথায় কাকী আছে,দেখল উড়ে উড়ে।
ভাত ছড়ালে কাকীর অভাব হয় না কোন খানে,
পোকা-মাকড় মেরে সে তাই ছড়িয়ে দিল বনে।
একলা উড়ে যেতে যেতে পড়লে কাকীর নজর,
নেমে এসে,বসে যদি মারত ঠোঁটের ঠোকর,
আড়াল থেকে বেড়িয়ে কাক-এ বলত হাসি মুখে-
"তোমার জন্য রেখেছি সব,খাও না মহা সুখে।
আমার সাথে করলে পিরীত,রাখব মাথায় তুলে,
খেটে খাওয়ার কষ্ট তুমি যাবেই দেখো ভুলে।"
সব কাকীর-ই স্বভাব খারাপ,কেমন করে বলি ?
অনেক কাকীই পালিয়ে যেত,দিয়ে তাকে গালি।
একটি কাকী বোকার ঢেঁকি,কাকের কথায় ভুলে,
ধরা দিল আপনা হ'তে,চতুর কাকের জালে।
চলল ক'দিন দুই জনেতে এক সাথেতে ঘোরা,
নদীর ধারে,জঙ্গলেতে রাত কাটালো তারা।
সব প্রেমের-ই শেষে ঘটে করুণ পরিণতি,
লজ্জা ভেঙে বলল কাকী,না দেখে আর গতি।
মুখে আমার নেই কো রুচি,শরীর টা ঝিম্ ঝিম্,
বাসা বাঁধো গাছের ডালে,পাড়তে হবে ডিম।
নদীর ধারে গাছের ডালে বাঁধলো কাকে বাসা,
সুখে দুঃখে দিনগুলো সব কাটতে থাকে খাসা।
অবশেষে শুভ দিনে পাড়লো কাকী ডিম,
ডিম দেখে তো কাকের গায়ের রক্ত হ'লো হিম।-
"আমিও কালো,কাকী ও কালো,ডিমগুলো যে সাদা,
কেমন ক'রে হ'লো এমন,লাগছে মনে ধাঁধা।
নদীর ধারে বেড়াত ওই বকগুলো যে সাদা,
কাকী ওদের হাসি মুখে ডাকতো 'বগা দাদা'।
একটা ফাজিল বকের ছেলে,আসতো মাঝে মাঝে,
যখন ই সে বেরিয়ে যেত,পোকা ধরার খোঁজে।
আদর করে বক টি সাথে আনতো মাছের পোনা,
কাকী ও তার হেসে হ'তো আহ্লাদে আটখানা।
বক ও সাদা,ডিম ও সাদা,বকের ছানাই তবে,
কাকীর সাথে বাস করে আর লাভ কি আমার হবে।"
সন্দেহ যে তুষের আগুন,ধিকি ধিকি জ্বলে,
কাকের মুখে নেই কো হাসি,এড়িয়ে কেবল চলে।
বুকে যে তার ভীষণ ব্যথা,চোখে আসে জল,
কাকের বাসায় বকের ছানা,জীবন যে বিফল।
অবশেষে গোমড়া মুখে,শুধালো কাকী রে,
"আমিও কালো,তুমি ও কালো,ডিম সাদা কি করে?"
সরল মতি কাকী বলে,"আমি কি তার জানি?
এই তো প্রথম ডিম পাড়া গো,আগে তো পাড়ি নি।
কেউ তো আমায় দেয় নি বলে,ডিমের কি রঙ হবে,
রঙের ব্যাপার তোমার মাথায় আসছে কেন তবে?
নিজে তুমি পিরীত ক'রে,আনলে আদর ক'রে,
এসব কথা কেন তবে প্রশ্ন করো মোরে?"
রেগে গিয়ে বলল কাকে,"বক গুলো যে সাদা,
পিরীত ক'রে তাদের তুমি ডাকতে কেন দাদা?
বক ও সাদা,ডিম ও সাদা,মিল হলো কেমনে?
বকের সাথে তোমার পিরীত ছিল না,কে জানে?"
বলল কাকী,"ইতর তুমি,চতুর হওয়া ভালো,
অধিক চতুর যারা তাদের মন টি সদাই কালো।
বক গুলো সব আদর করে ডাকতো আমায় বোন,
সন্দেহেতে বিষিয়ে গেছে,তোমার ইতর মন।
কপালেতে যা আছে হোক,চাই না তোমায় আর,
নিজেই আমি ছানাগুলোর পারবো নিতে ভার।
সন্দেহ যে করতে পারে নিজের প্রেমিকা রে,
মহাপাপী ছাড়া আমি বলব কি আর তারে?"
ক'দিন পরে ডিম ফুটে যেই জন্ম নিল ছানা,
কা-কা রবে চাইলো খাবার,নেড়ে তাদের ডানা।
তেল কুচকুচ ছানাগুলো,ক'রতে থাকে খেলা,
দূর থেকে তা দেখতে পেয়ে,কাকের মনে জ্বালা।
উড়ে এসে বসলো গাছে,বলল কাকী শোনো.-
"ডাকছে কা-কা,কাকের ছানা,সন্দেহ নেই কোনো।
এরাই আমার ছেলে মেয়ে,আমিই ওদের বাপ,
ক্ষমা ঘেন্না ক'রে এবার,আমায় করো মাপ।"
বলল কাকী,"সন্দেহ রোগ থাকে যাদের মনে,
কোন দিনই শান্তি তারা পায় না কোন খানে।"
কাকের মত সন্দেহ রোগ আছে মানুষের ও,
থাকতে সময়,মনের রোগের চিকিৎসা টা ক'রো।
****************************************
সমর কুমার সরকার / শিলিগুড়ি
****************************************
কাকের প্রেমে বকের দোষ,শেষে করে আফসোস by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.Based on a work at samarkumarsarkar.blogspot.in
[<a rel="license" href="http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by-nc-nd/3.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" property="dct:title">কাকের প্রেমে বকের দোষ,শেষে করে আফসোস</span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="http://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=7562093506109789245" property="cc:attributionName" rel="cc:attributionURL">সমর কুমার সরকার / শিলিগুড়ি</a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US">Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="samarkumarsarkar.blogspot.in" rel="dct:source">samarkumarsarkar.blogspot.in</a>.]
No comments:
Post a Comment