আগমনীর ছড়া
ভক্তে দেখা দিতে উমার ধরায় আগমন,
জলে স্থলে আকাশে তাই খুশীর আবাহন।
নীল আকাশে ছড়িয়ে আছে সাদা মেঘের স্তুপ,
সোনার বরণ রৌদ্র মেখে রূপটি অপরূপ।
হলদে সবুজ ধানের ক্ষেতে রৌদ্র-ছায়ার খেলা।
তুষার ধবল কাশের বনে হাওয়াতে দেয় দোলা।
নিথর দীঘির জলে ভাঙে পদ্ম ফুলের ঘুম,
হেথায় হোথায় খালে-বিলে শাপলা ফোটার ধুম।
রঙ্গীন ডানা প্রজাপতি ফুলে ফুলে ওড়ে,
মৌমাছিরা বাসা বানায়,খুশীতে গুঞ্জরে।
শিশির ভেজা শিউলি ফুলের সুবাস ছড়ায় বনে,
প্রকৃতিতে রূপের বদল উমার আগমনে।।
গিরিরাজের কন্যা উমা,মহেশ্বর জায়া,
স্বয়ংসিদ্ধা
ভগবতী,ঘোরা,মহামায়া।
রক্তবীজ,আর শুম্ভ সহ নিশুম্ভ ঘাতিনী,
চণ্ড মুণ্ড
বিনাশিনী,চণ্ডিকা রূপিনী।
মহিষ মর্দিনী
দেবী,দেবতা পূজিতা,
একাধারে
কন্যা উমা,দুর্গা জগন্মাতা।
মর্ত্যে যে তার পিতৃগৃহ,প্রগাঢ় ভালবাসা,
চার টি দিনের জন্য কেবল প্রতি বছর আসা।
সঙ্গে আনেন দুই কন্যা,লক্ষী সরস্বতী,
দুই পুত্র কার্তিক আর সিদ্ধি গণপতি।
কন্যা রূপে
স্নেহ যাচেন আপন পিত্রালয়ে,
মাতৃরূপে
পূজা গ্রহণ করেন দেবালয়ে।
রামচন্দ্র
রাবণ বধের হেতু শরৎ কালে
দেবীর বোধন,পূজা
করেন নিতান্ত অকালে।
সে দিন
হতেই শরৎ কালে পূজার প্রচলন,
ষষ্ঠীতে
হয় বোধন,দেবীর মর্ত্যে আগমন।
সপ্তমী
আর অষ্টমীতে মহা আড়ম্বর,
নবমী নিশিতে
ধরা বেদনা নিথর।
দশমী তে
পূজা শেষে দেবীর বিসর্জন,
কৈলাসেতে
ফেরেন উমা পতির সদন।
শরৎ কালে
পূজা যে তাই শারদীয়া নামে,
দেবীর পূজা
প্রচলিত হলো ধরাধামে।
দুর্গা
নামের কারণ,দেবী দুর্গতি নাশিনী,
তার আগমন
বার্তা তে গায় কবি আগমনী।
*************************
সমর কুমার সরকার / শিলিগুড়ি
*************************
আগমনীর ছড়া by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.Based on a work at samarkumarsarkar.blogspot.in
[<a rel="license" href="http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by-nc-nd/3.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" property="dct:title">আগমনীর ছড়া </span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="http://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=128982427762760863" property="cc:attributionName" rel="cc:attributionURL">সমর কুমার সরকার / শিলিগুড়ি</a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US">Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="samarkumarsarkar.blogspot.in" rel="dct:source">samarkumarsarkar.blogspot.in</a>.]
No comments:
Post a Comment