'' বাংলা সাহিত্যের আসর ''

যে সমস্ত লেখক ও লেখিকা ' বাংলা সাহিত্যের আসরে ' তাদের নির্বাচিত লেখা প্রকাশ করতে চান,তারা তাদের লিখিত বিষয় টি Microsoft Words - এ লিখে অথবা Photo Shop -এ চিত্রসহ বিষয়টি প্রস্তুত করে samarkumarsarkar@yahoo.co.in বা samarkumarsarkar@gmail.com -এ E-mail করে পাঠিয়ে দেবেন । সদস্য হবার জন্য ও মন্তব্য লেখার জন্য Google Friend Connect ব্যবহার করুন। ব্লগ টিকে আপনাদের Face Book-এ Share করুন।

Saturday, August 4, 2012

ইংরাজী এক ঝঞ্ঝাট - সমর কুমার সরকার / শিলিগুড়ি


ইংরাজী এক ঝঞ্ঝাট

ইংরাজী এক খটমট ভাষা,বুঝতে পারি না মোটে,
তাই এ সমাজে,কাজে ও অকাজে,গ্লানি সয়ে দিন কাটে।
বাংলা স্কুলেতে যতটুকু শেখা,তাকে কি শেখানো বলে?
লেখায় অপটু,বলা তে অপটু,এই জ্ঞানে কাজ চলে?
ভাব এক বার,দোষ দেবে কার? গরীব বাঙালী যারা,
ভাসা ভাসা জ্ঞানে ইংরাজী শিখে,বিনা দোষে আধা-মরা।
অজ পাড়াগাঁয়ে লেখাপড়া শিখে,কোন মতে করে পাশ,
অঘটন ঘটে,পড়ি ঝঞ্ঝাটে,শোনো সেই ইতিহাস।

এক দিন এক কিশোর আমায় সকালে বেড়াতে দেখে-
"হেলো আঙ্কল,হাউ-ডু-ইউ-ডু'', বলে এসে হাসি মুখে।
রাগে মন জ্বলে,"বড় ডেঁপো ছেলে,আমাকে হেলতে বলে?
এমন সকালে সব কাজ ফেলে,কাটাব হা-ডু-ডু খেলে?"
সামনে দাঁড়ায়ে,আছে সে তাকায়ে,উত্তর দেওয়া চাই,
'হেলতে পারি না,হা-ডু-ডু খেলি না'-র ইংরাজী জানা নাই।
জানা ছিল এক ইংরাজী বুলি,মনে তে আওড়ে চলি,
"গড ব্লেস ইউ" মুখেতে আসে না,"ডগ ব্লেস ইউ" বলি।

যৌবনে দেখে সুন্দরী নারী,মনে তে ইচ্ছা জাগে,
প্রেমিকা জুটলে হয় না মন্দ,আর তো কিছু না লাগে।
এক রূপসীরে হাতে পায়ে ধরে,নদীর পারে তে বসে,
হাতে দিয়ে লাল গোলাপের কুঁড়ি,বলি যে মিষ্টি হেসে-
"তুমি যে আমার বড় প্রিয় ও গো,তোমারেই ভালবাসি।"
"রূপসী আমারে আই টু" বলেই হাসে যে চটুল হাসি।
ভালবাসা পেতে,চোখ দিতে হবে? চায় সে যে দুই চোখ,
'পাজী মেয়ে' বলে,ফেলে আসি চলে,মনে জাগে এত শোক।

অফিসের এক আধা ইংরেজ জাঁদরেল অফিসার-
সিঁড়ির মুখেতে দেখা হলো যেই,বলে,"হাই,সরকার'',
অতি তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে উঠে,উঁচুতে দাঁড়ায়ে বলি-
"আই এম হাই,কল মি হোয়াই ? টেল ইউ কাইণ্ডলি।
অবাক চোখেতে তাকায়ে সে বলে,"কাম ডাউন,ইউ ফেলো",
তাড়াতাড়ি ফের সিঁড়ি বেয়ে নামি,মানতে আদেশ গুলো।
হাত দু'টো ধরে,ঠেলা মেরে জোরে,নীচে তারে দিই ফেলে,
পরিণামে তার,খেতে হয় মার,কাটাই দু'দিন জেলে।

ইংরাজী জানা বন্ধুর বাড়ি,যাই না নিমন্ত্রণে,
কে জানে কখন ভুল ইংরাজী বলি যে অসাবধানে।
বাঙ্গালী বন্ধু ,বাঙলায় বাস,বাঙ্গালী মনে প্রাণে , 
খাওয়ানোর চেয়ে দেখাতে ব্যস্ত,ইংরাজী ভাল জানে ।
ডেকে আনে তারা,যত শিশু ঘরে,ইংরাজী স্কুলে পড়ে,
'জ্যাক এণ্ড জিল','হামটি ডামটি' শুনিয়ে তবেই ছাড়ে।
মনে পাই ব্যথা,আমার মেয়ে টি সুন্দর বলে ছড়া,
"কুমোর পাড়ার গরুর গাড়ী" তো শুনতে চায় না এরা?

অফিসেতে পদ 'নিম্ন কেরানী',সেখানেও বড় ভয়,
হিসাব নিকাশ,যত ছাইপাঁশ,ইংরাজীতেই হয়।
অনুনয় করে,একে ওকে ধরে,ঘাঁটাঘাঁটি করে অভিধান,
শেষ করি কাজ,মনে পাই লাজ,থাকে না তো সন্মান।
খাই না হোটেল,রেস্টুরেন্টে,বেয়ারা বেটারা পাজী,
বাঙ্গালী পেলেই গর গর করে বলে শুধু ইংরাজী।
শপিং মলে-ও যেতে পাই ভয়,টাই বাঁধা সারি সারি,
কম বেতনের ইংরাজী জানা বাঙ্গালী কর্মচারী।

বাঙলা ভাষার নাই সন্মান ? মনে পেয়ে বড় দুঃখ,
খোঁজাখুঁজি করে,বহু শিখে পড়ে,খুলি এক 'ফেসবুক'।
সেখানেও দেখো গল্প,কবিতা,লেখা আছে সারি সারি,
বাঙলা ভাষায় লেখা কথাগুলো,ইংরাজী বানানে পড়ি।
'ভজা' আর 'ভাজা' এক মনে হয়,ইংরাজী হরফেতে,
'ভাত' না কি 'ভাট' বোঝা ঝঞ্ঝাট,কোন টা যে ঠিক তা-তে।
বাঙলায় বাস,জাতি তে বাঙ্গালী,বাঙলা মাতৃভাষা,
বাঙলা পড়ার,বাঙলা লেখার করতে পারি না আশা ?

**************************************************
সমর কুমার সরকার / শিলিগুড়ি
***************************************************


Creative Commons License
ইংরাজী এক ঝঞ্ঝাট by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in

[<a rel="license" href="http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by-nc-nd/3.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" property="dct:title">ইংরাজী এক ঝঞ্ঝাট </span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="htthttp://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=7941370906103646150" property="cc:attributionName" rel="cc:attributionURL">সমর কুমার সরকার / শিলিগুড়ি</a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US">Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="samarkumarsarkar.blogspot.in" rel="dct:source">samarkumarsarkar.blogspot.in</a>.]

No comments:

Post a Comment