মনোবিকার ও প্রতিকার
মনেতে মনেতে ঘটে
মনোবাদ,মন
হয়ে যায়
ভার,
মনোবিকলন করিলে পাইবে,কি বা
এর প্রতিকার।
মন তো তোমার
হৃদয়ের ধন,চির জীবনের
সাথী,
সুখ সম্ভোগে সুহৃদ
সখা টি,দুঃখেতে সমব্যথী।
মন যাহা দেখে,ছবি এঁকে
রাখে হৃদয়ের
স্মৃতিপটে,
কার্যকালেতে মনের ছবির
বহিঃপ্রকাশ ঘটে।
মন যদি থাকে
সুস্থ সতেজ,মনেতে থাকে
না দুখ,
তুমি হ'লে সুখী,তোমার
সাথেতে অন্যে
পাইবে সুখ।
চারিদিকে তুমি দেখিতেছো শুধু
অন্যায়,অবিচার,
হিংসার বিষ বাষ্পেতে ভরা পরিবেশ,পরিবার।
লোভ ও লালসা,কুটিল ঈর্ষা,সর্ব
দেশে ও স্থানে,
প্রভাবিত করে মন কে তোমার,তাই তো বিকার মনে।
সদা মনে হয়,কেহ মোর নয়,সব কিছু
নেব কেড়ে,
আমা হতে বেশী কেহ যেন আর নাহি
পায় সংসারে।
পথ খোলা আছে এখনও তোমার,চির সুখে
বাঁচিবার,
মন কে দেখাও যাহা সুন্দর,নিজে
করো প্রতিকার।
মনকে দেখাও রক্তকরবী,কৃষ্ণচূড়ার
রাগ,
গৈরিক রঙে রঞ্জিত দলে পলাশের
বৈরাগ।
রক্তজবার রক্তিম হাসি,অপরাজিতার
নীলা,
ঝুমকো লতার দোদুল দোলন,সকাল-সন্ধ্যা
বেলা।
শ্বেত,সুন্দর রজনীগন্ধা,চামেলি,হাসনুহানা,
গোলাপ,টগর,বেল,যুঁই,চাঁপা,গন্ধ
পুষ্প নানা।
নন্দিত মনে জাগিবে গোপনে বাঁচিবার
অভিলাষ,
মনে হবে ধরা স্বর্গ সমান,হেথায়
করিবো বাস।
মন কে দেখাও নীল গগনের নীলিমা
মাখানো নীল,
নীলাম্বুধির নীল জলরাশি,অফুরান,অনাবিল।
ঊর্মিমালার লীলায়িত লাস,ফেনিল
জলোচ্ছ্বাস,
শঙ্খচিলের ক্রন্দন রোলে মুখরিত
নীলাকাশ।
বেলানিলে ভরো প্রাণবায়ু সেথা,ঊষার
প্রথম লগনে,
সাগর বক্ষে প্রভাত রবির শোভা
হেরো নিজ নয়নে।
কুড়াও ঝিনুক সৈকতে,আর বালি দিয়ে
বাঁধো খেলাঘর,
মনে হবে ধরা কত সুন্দর,নহে,নহে
হেথা কেহ পর।
মন কে দেখাও সবুজ বনানী,গিরিকূট,নির্ঝর,
সাত রঙে আঁকা রামধনু বাঁকা,বর্ণালী
মনোহর।
রিম্ ঝিমি ঝিম্ বাদল ধারায় প্রকৃতির
উৎসব,
বাদল নিশির আঁধার প্রান্তে দাদুরীর
কলরব।
হিমের পরশে শিহরণ মাখা শিশির
বিন্দু ঘাসে,
বৃক্ষ শাখায় বিহগ বিহগী গাহে
সুমধুর ভাষে।
নিষ্পাপ শিশু শশিমুখ মেলি,হাসে
সুমধুর হাসি,
মনে হবে শুধু এ ধরা আমার,আমি
এরে ভালবাসি।
************************
সমর কুমার সরকার / শিলিগুড়ি
************************
![Creative Commons License](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_u5-QZWDVMpOp7Cl58LXWXlnkUWEpmWjs8H5l4mky6hiYqwhjj9jwB1tUIcYbWOM6vm2Uhfu-ZRPsk7oysfzIcL0DjyWvqh6x2IA-AViDDyjRYYBxVvlEs=s0-d)
মনোবিকার ও প্রতিকার by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.Based on a work at samarkumarsarkar.blogspot.in
************************
সমর কুমার সরকার / শিলিগুড়ি
************************
মনোবিকার ও প্রতিকার by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.Based on a work at samarkumarsarkar.blogspot.in
[<a rel="license" href="http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by-nc-nd/3.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" property="dct:title">মনোবিকার ও প্রতিকার</span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="http://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=9106947378394559448" property="cc:attributionName" rel="cc:attributionURL">সমর কুমার সরকার / শিলিগুড়ি</a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US">Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="samarkumarsarkar.blogspot.in" rel="dct:source">samarkumarsarkar.blogspot.in</a>.]
No comments:
Post a Comment