'' বাংলা সাহিত্যের আসর ''

যে সমস্ত লেখক ও লেখিকা ' বাংলা সাহিত্যের আসরে ' তাদের নির্বাচিত লেখা প্রকাশ করতে চান,তারা তাদের লিখিত বিষয় টি Microsoft Words - এ লিখে অথবা Photo Shop -এ চিত্রসহ বিষয়টি প্রস্তুত করে samarkumarsarkar@yahoo.co.in বা samarkumarsarkar@gmail.com -এ E-mail করে পাঠিয়ে দেবেন । সদস্য হবার জন্য ও মন্তব্য লেখার জন্য Google Friend Connect ব্যবহার করুন। ব্লগ টিকে আপনাদের Face Book-এ Share করুন।

Monday, April 16, 2012

নারী ও সমাজ সৃষ্টির রহস্য - সমর কুমার সরকার / শিলিগুড়ি





নারী ও সমাজ সৃষ্টির রহস্য

ব্রহ্মাণ্ড রচিয়া বিধি ভাবি অনন্তর,
সৃজিলেন প্রথমেতে শুধু মাত্র নর।
নানা রূপে,নানা মাপে,নানা ছাঁদে গড়ি,
মস্তকে দিলেন কেশ,মুখে গোঁফ-দাড়ি।
কেহ শ্বেত,কেহ পীত,কেহ বা লোহিত,
কেহ শ্যাম,কেহ কৃষ্ণ বর্ণেতে রঞ্জিত।
আদেশ দিলেন-'সবে যাও ধরাতলে,
জীবন কাটাও সেথা নিজ বুদ্ধি বলে।'

ধরা তলে নরগণ রহে মনমরা,
আঁধার জগতে নাই কিছু মনোহরা।
গড়েছেন বিধি তাই বেঁচে থাকা খালি,
অকারণে মারামারি আর চুলোচুলি।
হতাশ হইয়া বিধি চিন্তে নিরন্তর,
কোন উপচারে ধরা হবে মনোহর।
যাহা দেখি নর গণে পুলকিত হবে,
মোহিত হইয়া সবে সুখেতে বাঁচিবে।

ভাবিয়া চিন্তিয়া বিধি সৃজিল তপন,
আলোকে ভরিল তায় আধেক ভুবন।
এক স্থানে দিন যদি অন্য স্থানে রাত।
সময় ভেদেতে হয় তাপের তফাত।
খর তাপে ক্লান্ত নর তৃপ্তি নাহি পায়,
তৃষ্ণায় কাতর সবে প্রাণ বুঝি যায় !
তপন বিদায় নিলে সায়ং কালেতে,
আঁধার নামিয়া আসে ফের ধরণী তে।

এবারে সতর্ক বিধি রচে সুধাকর,
জ্যোৎস্নালোকে শোভাময় বিশ্ব চরাচর।
রচনা কৌশলে পুনঃ হয় বড় ভুল,
চন্দ্রালোক নাহি রহে নিত্য সমতুল।
ক্রমান্বয়ে পক্ষ কালে কমে-বাড়ে কলা,
কখনও মলিন শশী,কখনও উজালা।
আধেক ভুবনে শশী আকাশেতে ভাসে।
বাকি অর্ধে লুপ্ত রহে রবির প্রকাশে।

পরখি দেখেন বিধি,নর গণ দুঃখী,
ছায়া,জল,খাদ্য পেলে হ'তে পারে সুখী।
তাই বিধি রচিলেন নদী,গিরি,বন,
শস্যক্ষেত্র,ফুল-ফল,শীতল পবন।
স্থল-জল-উভচর পশু পক্ষী যত,
সৃজিলেন পুং রূপে নিজ জ্ঞান মত।
ছায়া,জল,খাদ্য পেয়ে তৃপ্ত যত নর,
পানাহারে কাটে দিন নিদ্রা রাতভর।

নরের আচারে বিধি ভাবে নিজ মনে-
'কোন পাপে রচিয়াছি মূর্খ নর গণে।
সারাটি জীবন যদি সৃষ্টি ক'রে মরি, 
দেবতা হওয়ার সুখ কবে ভোগ ক'রি ?
এমন জীবেরে চাহি পাঠাতে ধরা তে,
নরগণ জন্ম নেবে সেই দেহ হ'তে।
সৃজন পালন দুই-ই হবে সেই দেহে,
নর গণ সদা মুগ্ধ হবে তার মোহে।'

নিদ্রিত নয়নে বিধি দেখেন স্বপন,
স্বপনেতে নারী মূর্তি হয় আগমন।
চমকি বলেন বিধি,'পেয়েছি এ বারে,
সৃজন করিব নারী জগৎ মাঝারে।
পুরুষ হইতে কিছু ভিন্ রূপ দিলে,
মহা কামনার ধন নারী রত্ন মেলে।
নারী হবে সৃষ্টি-স্থিতি-লয়ের আধার
নারী কে বাঁধিতে নর গড়িবে সংসার।'

বিধি সৃজিলেন নারী পরম যতনে,
নর যত আছে তার কম পরিমাণে।
নারী কে পাবার মোহে পড়ে গেল সাড়া,
যেথা যত নর আছে দিল গায়ে ঝাড়া।
শুরু হ'লো রেষারেষি,হানাহানি যত,
সকলে নারীরে তোষে নিজ সাধ্য মত।
চেতনা বিহীন মনে বুদ্ধি বাড়ে ক্রমে,
বিক্রম দেখাতে নর নামে সংগ্রামে।

কেহ আনে ফুল তুলে,কেহ আনে ফল,
কেহ আনে দূর হ'তে স্বাদু মিষ্ট জল।
কেহ আনে শস্য কেটে,কেহ ধরে মাছ,
কেহ কিছু নাহি পেয়ে কেটে আনে গাছ।
কেহ গড়ে মৃৎ পাত্র,দিতে উপহার,
কেহ নাচে-গায়,কেহ গড়ে অলঙ্কার।
কেহ আনে পশু পক্ষী করিয়া শিকার,
এই ভাবে গড়ে ওঠে বৃত্তি সবাকার।

নারীরে রাখিতে হবে সুরক্ষিত স্থানে,
গাছপালা কেটে গৃহ গড়ে নর গণে।
আপন নারীতে পাছে দৃষ্টি দেয় কেহ,
পোষাক বানায়ে নর ঢাকে তার দেহ।
পুত্র কন্যা জন্ম নেয় প্রতি ঘরে ঘরে,
সৃষ্টি কর্তা নর নারী আহ্লাদেতে মরে।
সদা ব্যস্ত রহে নর বাড়ে শুধু কাজ,
এই ভাবে গড়ে ওঠে সুসভ্য সমাজ।

নারীর সাথেতে বিধি রচে স্ত্রী প্রাণী,
স্থল-জল-উভচর বাড়ে যে আপনি।
অন্তরালে বলে বিধি রহি অগোচর-
'এত দিনে পাইলাম পূর্ণ অবসর।
জৈবিক নিয়মে সৃষ্টি আপনি ঘটিবে,
ধরণীতে জীব কুল ক্রমে বেড়ে যাবে।
মাঝে মাঝে কিছু জীব ক'রি সংহার,
রাখিব বজায় ধর্ম,নিজ দায়ভার।'

নারীর শক্তি দেখো জগৎ মাঝেতে,
নরগণ সদা মুগ্ধ নারীর রূপেতে।
শ্বেত,পীত,কৃষ্ণ বর্ণে নাহি বাছাবাছি,
নারী কে পাইতে চাহে সদা কাছাকাছি।
নারীর মোহেতে করে সুখে সংসার,
নারীর বিরহে দেখে চোখে অন্ধকার।
ভাগ্যে বিধি নারী রূপ স্বপ্নে দেখেছিল,
মহৎ সৃষ্টি তার রক্ষা পেয়ে গেলো।

********************************
সমর কুমার সরকার / শিলিগুড়ি 
********************************
Creative Commons License
নারী ও সমাজ সৃষ্টির রহস্য by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in

[<a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by/3.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" href="http://purl.org/dc/dcmitype/Text" property="dct:title" rel="dct:type">নারী ও সমাজ সৃষ্টির রহস্য</span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="http://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=734327193456543096" property="cc:attributionName" rel="cc:attributionURL">সমর কুমার সরকার / শিলিগুড়ি</a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/">Creative Commons Attribution 3.0 Unported License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="samarkumarsarkar.blogspot.in" rel="dct:source">samarkumarsarkar.blogspot.in</a>.]

No comments:

Post a Comment