রূপকথা নয় চুপকথা
'সমীরণ ঘোষ রায়',আগে আগে হেঁটে যায়,
'সমীরণ ঘোষ রায়',আগে আগে হেঁটে যায়,
হাতে তার বাজারের থলে,
বালক শ্যালক তার,'হরিময় সরকার',
তাল রেখে পিছে পিছে চলে।
দু'জনে চলেছে হাটে,সময় নেই কো মোটে,
যেতে হবে দু মাইল টানা,
হরিময় মনে ভাবে,কতই না মজা হবে,
আজ রাতে হবে জোর খানা।
জামাইবাবুর বাড়ি,খেতে হবে পেট ভরি,
পোলাও রাঁধিলে হয় খাসা,
পাঁঠার মাংস হ'লে,খাবে আজ হাত খুলে,
মাংস টা যদি হয় কষা।
শেষ পাতে সন্দেশ,দিলে পরে হয় বেশ,
তৃপ্তি তা হ'লে ষোল আনা,
দিদির বিয়ের পরে,এসেছে তাহার ঘরে,
তাই মনে এত কল্পনা।
হাটে গিয়ে সমীরণ,বসে থাকে কিছুক্ষণ,
তার পরে যায় ভাঁটিখানা,
একটি পাঁইট কিনে,মন হয় চনমনে,
সাথে কেনে তেলেভাজা,চানা।
দোকানের এক ধারে,সাজানো যতন ক'রে
জলের পাত্র আর গ্লাস,
গ্লাসে ঢেলে ধীরে ধীরে,পাঁইট সাবাড় ক'রে
মনে তার বাড়ে উল্লাস।
হরিময় পাশে বসে,মনে মনে রাগে ফোঁসে,
বেলা শেষ, নামিছে আঁধার,
বাজার সারিবে কবে ? তারপরে যেতে হবে,
হেঁটে হেঁটে বাড়িতে আবার।
সমীরণ উঠে পড়ে,টলমল পদভরে,
হেলে দুলে হাঁটে থলে হাতে,
হরিময় পিছে যায়,মনে আশা ফিরে পায়,
'মাংস খাইবে আজ রাতে'।
হাটের একটি ধারে,মেছুয়ারা সারে সারে
বসিয়াছে কুচো মাছ নিয়া,
চুনো-পুঁটি,ট্যাংরা,মৌরলা,খয়রা,
চারা পোনা,বাটা,তেলাপিয়া।
সমীরণ দর জেনে,আধা কিলো পুঁটি কিনে,
টলে টলে যায় চাল-হাটে,
লাল লাল মোটা চাল,নাম যার ঢেঁকিশাল,
দুই কিলো তাই কেনে মোটে।
মসুরের ডাল কিনে,আনাজের দাম শুনে
সমীরণ রাগে খালি-খালি,
পালং,বেগুন,মুলা,কুমড়া ও কাঁচকলা
কেনে আর মুখে দেয় গালি।
গৃহ পানে ফিরে চলে,কসাই হাঁকিয়া বলে-
'কচি পাঁঠা নিয়ে যান দাদা',
সমীরণ রেগে কয়,-''কোথা গেলি হরিময়,
তাড়াতাড়ি ফিরে চল হাঁদা''।
রাত্রিতে একসাথে,সবাই বসেছে খেতে,
মোটা ভাত,মসুরের ডাল,
কাঁচকলা তরকারি,শাক,মুলা-চচ্চড়ি,
চুনো-পুঁটি দিয়ে রাঁধা ঝাল।
হরিময় মুখভার,মনে বড় ক্ষোভ তার,
খেতে খেতে অভিমানে বলে-
''কেমন জামাইবাবু,খরচ করিতে কাবু,
এত কৃপণ দেখিনি কোন কালে।
হাটে গিয়ে নেশা ক'রে,কিছু খাওয়ালে না মোরে,
বিকাল কাটিল ক্ষুধা পেটে,
হাটে তে মাংস পেলে,মোর কথা ভুলে গেলে,
মাংস কিনিলে না তুমি মোটে।
বাড়িতে এসেছে শালা,খাওয়ালে কাঁচকলা,
ডাল, ভাত আর চুনো-পুঁটি,
শুধালে বাড়িতে গেলে,সব যদি বলি খুলে,
হেসে সবে খাবে লুটোপুটি।''
'শোন্ শ্বশুরের পুত,হাভাতে,গাঁয়ের ভূত'-
সমীরণ বলে রেগে গিয়ে,
''মনে বড় পরিতাপ,তোর ওই বুড়ো বাপ,
মেয়ে তার দিয়েছে গছিয়ে।
ও পাড়ার 'রঘু দুলে',পড়ে নি কো ইস্কুলে,
শ্বশুরেতে দিলো ভটভটি,
আমি তো 'এইট পাশ',নিজ জমি ক'রি চাষ,
মোর বেলা কেন ফুটো-ঘটি ?
নাই তার আক্কেল,দিলো না কো সাইকেল,
খাট,আলমারি,থালা-বাটি,
খালি করে বাহাদুরি,মেয়ে ভারি সুন্দরী !
সুন্দরী খাব আমি চাটি ?
আমাকে ঠকালো যারা,আত্মীয় নয় তারা,
পাবে না কো ভাল ব্যবহার,
ঠগেরা আসিলে ঘরে,ফিরে যাবে অনাদরে,
দোষ কিছু হবে না আমার।''
অতি ঘোর অপমানে,বড় ব্যথা পেয়ে মনে,
খাওয়া ছেড়ে ওঠে হরিময়।
দিদি কহে সস্নেহে,- ''আসবি না এই গৃহে ,
ঠগ নামে দিয়ে পরিচয়।
লোভে তে কুটিল যারা,মানুষ নয় কো তারা,
বোঝে না কো মানুষের মন,
নিজেরা জ্বলিয়া মরে,অপরে জ্বালায়ে মারে,
নষ্ট যে ও দের জীবন।
কাল ফিরে গিয়ে বাড়ি,বাবাকে বলিস হরি,
জামাই কে করে যেন ঘৃণা,
আমার সুখের তরে,যদি সব দেয় তারে,
তবে আর লাজে বাঁচিব না।
আমাকে পড়িলে মনে,খুঁজে পাবি সব খানে,
বাঙলার ঘরে ঘরে আমি,
যে মেয়েরা পুড়ে মরে,জানিস তাহার ঘরে,
আছে এক লোভাতুর স্বামী।''
********************************
সমর কুমার সরকার / শিলিগুড়ি
********************************
![Creative Commons License](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_sxEi-wZFnC1mHUgVA0dha5O0skRJvIGgEG6sOKrWwvwWRbvYWpSPePfI82Se4FyIipDNNsv2kWmyJRh_ddD_VP0UCAxfL_wFAZ10P5MHwdpH8=s0-d)
রূপকথা নয় চুপকথা by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in
[<a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by/3.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" href="http://purl.org/dc/dcmitype/Text" property="dct:title" rel="dct:type">রূপকথা নয় চুপকথা</span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="http://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=5374623209428938078" property="cc:attributionName" rel="cc:attributionURL">সমর কুমার সরকার / শিলিগুড়ি</a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/">Creative Commons Attribution 3.0 Unported License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="samarkumarsarkar.blogspot.in" rel="dct:source">samarkumarsarkar.blogspot.in</a>.]
********************************
সমর কুমার সরকার / শিলিগুড়ি
********************************
রূপকথা নয় চুপকথা by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in
[<a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by/3.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" href="http://purl.org/dc/dcmitype/Text" property="dct:title" rel="dct:type">রূপকথা নয় চুপকথা</span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="http://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=5374623209428938078" property="cc:attributionName" rel="cc:attributionURL">সমর কুমার সরকার / শিলিগুড়ি</a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/">Creative Commons Attribution 3.0 Unported License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="samarkumarsarkar.blogspot.in" rel="dct:source">samarkumarsarkar.blogspot.in</a>.]
No comments:
Post a Comment