ছোট শিশু সনাতন,বড় কুতুহলী মন,
সবে পড়ে প্রাথমিক স্কুলে,
তর্কে বেজায় দড়,মানে না সে ছোট বড়,
নয় মোটে দমিবার ছেলে।
ভূগোলের ক্লাস ছিল,শিক্ষক পড়াইল-
'আমাদের পৃথিবী টা গোল',
মনে ভাবে সনাতন,মাস্টার এ কি কন ?
মাথা তার নয় তো পাগল ?
সারা দিন হেঁটে যাই,কোন সন্দেহ নাই,
পৃথিবী কে সমান-ই তো দেখি,
বাড়ী ফিরে মা-কে বলে,''মাস্টার ইস্কুলে
ভূগোল শিখাতে দিল ফাঁকি।''
মা য়ে বলে-''তোর বাবা,রাজনীতি,জনসেবা-
এই সব কাজে দেশ ঘোরে,
গাঁয়ের মাতব্বর,সব কিছু জানা তার,
সব কিছু খুলে বল তারে।''
সনাতন গিয়ে কাছে,বলে-''বাবা,কথা আছে,
পৃথিবী টা গোল না সমান ?
ভাল করে ভেবে বলো,পৃথিবী যে গোল হ'লো,
কি বা তার আছে গো প্রমাণ?''
বাবা বলে-''এক কালে,পড়িয়াছি পাঠশালে,
নামতা ও বর্ণ-পরিচয়,
অ-আ,ক-খ,আঁক কষা,কড়া,ক্রান্তি,তিল,মাষা-
এর বেশী আর কিছু নয়।
সাধারণ জ্ঞানে বলে,পৃথিবী টা গোল হ'লে
জমি-জমা দেখিতাম গোল,
যাব তোর ইস্কুলে,মাস্টার দেখি কি বলে,
কেমন সে বুঝায় ভূগোল।''
পিতা-পুত্র দু'য়ে মিলে,পর দিন ইস্কুলে
ভূগোলের শিক্ষকে ধরে,
বলে-''আছে সন্দেহ,আমরা বুঝিনি কেহ,
পৃথিবী টা গোল কি প্রকারে ?''
ভূগোলের শিক্ষক,বিস্ময়ে হতবাক,
মনে মনে গোনে যে প্রমাদ,
গ্রামের মাতব্বর,প্রবল ক্ষমতাধর,
না বুঝিলে ঘটিবে বিবাদ।
টেবিলে কাগজ রেখে,নানা রূপ ছবি এঁকে
বলে-''এই দেখুন এ খানে-
সাগরেতে দিয়ে পাড়ি,একই দিকে মুখ ক'রি
যান যদি কোন জলযানে,
বহু দিন পার ক'রে,আসিবেন সেথা ফিরে,
যাত্রা শুরু যেথা হয়েছিল,
পৃথিবী টা গোল তাই,এই রূপ ফল পাই,
বিষয় টি প্রমাণিত হ'লো।''
পিতা কয়-''মানিব না,জলযানে চড়িব না,
জানো তুমি,যাব না সাগরে,
সহজ প্রমাণ দাও,আশেপাশে যাহা পাও,
সত্য ব'লে যাহা মনে ধরে।''
সকলেরে মাঠে নিয়ে,শিক্ষক বলে ভয়ে-
''দেখুন না ওই দূর দিশে,
ছুঁতে ওই বনভূমি,আকাশ এসেছে নামি,
উভয়েতে গেছে মিলে মিশে।
দূর থেকে মনে হয়,আকাশেরে ছোঁয়া যায়,
কারণ কি জানা আছে কিছু ?
পৃথিবী-বক্রতলে,উভয়েতে আছে ব'লে,
আকাশ কে মনে হয় নীচু।
যত দূর দেখা চলে,পৃথিবী না গোল হ'লে
দূর-আকাশ থাকিত উপরে,
বুঝেছেন এই বার ? হয়েছে পরিষ্কার ?
আমি ফিরে যাই ক্লাস ঘরে।''
পিতা কয়-''কাঁচকলা,আকাশ টা সাদা-নীলা
বনের পিছনে দেখি তাই,
ওই রূপ মনে হয়,এ ছাড়া কিছু তো নয়,
হাতে-নাতে প্রমাণ টা চাই।''
শিক্ষক গ্লোব এনে,ঘুরাইয়া সযতনে,
বলে-''এই দেখুন তাকিয়ে-
পৃথিবী টা গোলাকার,হেলানো অক্ষ তার,
এই ভাবে ঘোরে পাক দিয়ে।
আহ্নিক গতি ফলে,দিন রাত হ'য়ে চলে,
একই স্থানে যুগ যুগ ধরে,
পৃথিবী টা গোল ব'লে,এই রূপ ঘটে চলে,
প্রমাণ তো পেলেন এ বারে ?''
পিতা কয় ঘাড় নেড়ে-''পৃথিবী টা যদি ঘোরে,
আমরা কি ভাবে থাকি স্থির ?
ঘুরিতাম সাথে মোরা,ছাই জানো লেখা-পড়া,
মুখে মারো উজির-নাজির।
আমারে পেয়েছ বোকা ? আমি বুঝি কচি খোকা ?
মহাজ্ঞানী ভাবো কি নিজেরে ?
যাহা নিজে বুঝি আমি,তাহা সব চেয়ে দামী,
না বুঝিলে,বোঝাবে আমারে ?''
বাড়ী ফিরে রোষ ভরে,পিতা কয় পুত্রে রে,
''যাবি না কো আর ইস্কুলে,
বাঙলা পড়িতে পারা,নিজ নাম সই করা,
এতে তোর কাজ যাবে চলে।
মাস্টার মহাশয়,চাকুরি করিয়া খায়,
মাসহারা কত পায় শুনি ?
শত বিঘা চাষ জমি,তাহার মালিক আমি,
শস্য বেচে লাখো টাকা গুনি।
জনসেবা,রাজনীতি,বাড়ায়েছে সঙ্গতি,
আমার ক্ষমতা কত আজ !
শিক্ষিত হ'লে পরে,ঘুরিতাম দ্বারে দ্বারে,
পেটে ক্ষুধা,মুখে নিয়ে লাজ।
আজ থেকে হোক শুরু,আমি হ'লে দীক্ষাগুরু,
পথে ঘাটে পাবি নমস্কার,
পৃথিবী টা গোল হোক,কিংবা সমান হোক,
তাতে তোর কি বা দরকার ?''
*************************************
সমর কুমার সরকার / শিলিগুড়ি
*************************************
![Creative Commons License](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_sxEi-wZFnC1mHUgVA0dha5O0skRJvIGgEG6sOKrWwvwWRbvYWpSPePfI82Se4FyIipDNNsv2kWmyJRh_ddD_VP0UCAxfL_wFAZ10P5MHwdpH8=s0-d)
দীক্ষাগুরু by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in
[<a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by/3.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" href="http://purl.org/dc/dcmitype/Text" property="dct:title" rel="dct:type">দীক্ষাগুরু</span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="http://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=3923139688489344656" property="cc:attributionName" rel="cc:attributionURL">সমর কুমার সরকার / শিলিগুড়ি</a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/">Creative Commons Attribution 3.0 Unported License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="samarkumarsarkar.blogspot.in" rel="dct:source">samarkumarsarkar.blogspot.in</a>.]
দীক্ষাগুরু by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.
Based on a work at samarkumarsarkar.blogspot.in
[<a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by/3.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" href="http://purl.org/dc/dcmitype/Text" property="dct:title" rel="dct:type">দীক্ষাগুরু</span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="http://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=3923139688489344656" property="cc:attributionName" rel="cc:attributionURL">সমর কুমার সরকার / শিলিগুড়ি</a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by/3.0/">Creative Commons Attribution 3.0 Unported License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="samarkumarsarkar.blogspot.in" rel="dct:source">samarkumarsarkar.blogspot.in</a>.]
No comments:
Post a Comment