ফিরে এলো বুদ্ধি
**************************
মনমরা হয়ে থাকি,কাজে নেই স্ফূর্ত্তি,
শরীর চলে না,যেন কমে গেছে গত্তি।
মাথায় খেলে না কিছু,কি যে করি ভাবি তাই,
এই কিছু মনে পড়ে,এই সব ভুলে যাই।
বসে থেকে কি বা ফল? তাই ক'রে চেষ্টা,
ভবতোষ খুড়োকেই ডেকে আনি শেষ টা।
অতি জ্ঞানী,উপকারী,পড়লেই বিপাকে,
সমাধান ক'রে দেয়,জ্ঞান দিয়ে আমাকে।
সব শুনে বলে খুড়ো-"সমস্যা মস্ত,
নাড়ী টিপে দেখি আগে,কাছে এসে বস তো !"
চোখ বুজে চেপে ধ'রে বাঁ হাতের কবজি,
একমনে বলে-"বাপু,রোজ খাবে সবজি।
শরীরেতে জমে বিষ,খেলে মাছ,মাংস,
অকালেতে দেহটাকে ক'রে দেয় ধ্বংস।
সারা দিন ঘরে বসে থাকা মোটে ভাল নয়,
অনাচার কত আর মানুষের প্রাণে সয় ?
এ কি বাপু ? তাজ্জব ! নাড়ী দেখি অতি ধীর!
মাঝে মাঝে তালে চলে,মাঝে মাঝে থাকে স্থির !!
লক্ষণ ভাল নয়,দেখি তোর নাক,কান,
মুখ দিয়ে জোরে জোরে বারকয় শ্বাস টান !"
খামচিয়ে ধরে পেট,জিভ দেখে বারবার,
খুড়োর হাতেতে পড়ে প্রাণ হয় জেরবার।
অবশেষে বুকে পিঠে কিল মেরে দু'হাতে,
বলে খুড়ো- "মনে হয়,দোষ তোর মাথা-তে।"
মাথার তালুতে খুড়ো চাঁটি মেরে কায়দায়,
'ধাগে তেটে নাগে ধিন্' বোল তোলে তবলায়।
চুল টেনে বলে খুড়ো-"খুব ব্যথা লাগে কি ?
বল দেখি,খেতে ভাল মুড়ি, না কি মুড়কি ?"
মুড়কি বলেছি যেই,হেসে খুড়ো বলে-"তোর
রোগ ধরা পড়ে গেছে,বুদ্ধিটা কমজোর।
সমাধান শুনে রাখ্,ঠিক মত শুদ্ধি
ক'রলেই বেড়ে যাবে সাত দিনে বুদ্ধি।
কনকনে ঠাণ্ডায় জল ঢেলে সাত ভাঁড়,
ঘষে মেজে স্নান ক'রে সারা দিনে সাত বার,
খোলা মাঠে বেড়ালেই,খালি গায়ে,খালি পা-য়,
বুদ্ধিটা ফিরে আসা,কে বা তোর আটকায় ?
ঠাণ্ডা মেঝেতে শুয়ে লেপ ছাড়া সারা রাত,
ঘুম থেকে উঠে খাবি সাত বাটি জল-ভাত।
গরম হয়েছে মাথা,চাই জোর ঠাণ্ডা,
বুদ্ধিটা ফিরে এলে,খাবি সুখে মণ্ডা।"
আমি ভাবি,বুদ্ধিটা ঠিকঠাক ফেরা চাই,
মন দিয়ে উপদেশ সবগুলো মানি তাই।
বাঘ কাঁপা ঠাণ্ডায় স্নান ক'রে সাত বার,
খালি গায়ে,খালি পায়ে,ঘুরি শুধু চার ধার।
ঠাণ্ডা মেঝেতে রাতে শুয়ে থাকি চিৎপাত,
বুদ্ধি না বেড়ে,বাড়ে দেহে নানা উৎপাত।
বুকে ধরে নিমুনিয়া,পিঠে বাত,সর্দি,
অবশেষে ডাকা হ'লো নাম করা বদ্যি।
মাস দুই রোগে ভুগে,টাকা দিয়ে গচ্চা,
সেরে উঠে ভাবি মনে - জ্ঞান হলো সাচ্চা।
বুদ্ধি ছিল না ঘটে মোটে একরত্তি,
প্রমাণিত হয়ে গেল একেবারে সত্যি।
বুদ্ধি টা পাকা হলে,হ'তো এত কাণ্ড ?
অকারণে রোগ ভোগ,অর্থের দণ্ড?
ভাগ্যি যে ভব খুড়ো ধরেছিল রোগ টা,
বুদ্ধি এসেছে ফিরে,ভাল হলো শেষ টা।।
****************************************
সমর কুমার সরকার / শিলিগুড়ি
****************************************
ফিরে এলো বুদ্ধি by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution-NonCommercial 4.0 International License.Based on a work at http://samarkumarsarkar.blogspot.in/
[<a rel="license" href="http://creativecommons.org/licenses/by-nc/4.0/"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by-nc/4.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" property="dct:title">ফিরে এলো বুদ্ধি </span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="https://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=7543891401260842261" property="cc:attributionName" rel="cc:attributionURL">সমর কুমার সরকার / শিলিগুড়ি</a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by-nc/4.0/">Creative Commons Attribution-NonCommercial 4.0 International License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="http://samarkumarsarkar.blogspot.in/" rel="dct:source">http://samarkumarsarkar.blogspot.in/</a>.]
No comments:
Post a Comment