চল ফিরে যাই মন রে আবার
চল ফিরে যাই মন রে আবার উজান খেয়ায়-
রাখালিয়া বাঁশিখানি ধূলায় পড়ে আছে যেথায় !
ধূসর স্মৃতির পথ বেয়ে চল উজান পানে,
আবছায়া সব স্বপ্ন,মেদুর স্মৃতির টানে।
ময়লা ঝেড়ে সাফ করি সব রঙীন ছবি,
বেড়াই খুঁজে খেলাঘরের গুপ্ত চাবি।
ক্ষণেক আপন মনের সাথে করি খেলা-
মুক্ত ক'রে মনের দুয়ার,বদ্ধ তালা।
এ কি রে মন ? আমি দেখি আজ ও শিশু!
স্বপ্ন দেখা বিস্মিত এক রূপ-পিপাসু।
মুগ্ধ চোখে তাকিয়ে দেখি দূরের আকাশ,
সূর্য ডোবা গোধূলি রঙ রক্তিমাভাস।
হীরার কুচি ঝিকিমিকি সাঁঝের তারা,
রূপালী চাঁদ,তরল রূপের জ্যোৎস্না ধারা।
তুলসি তলায় খুঁজি মাটির প্রদীপ খানি,
কান পেতে রই,শুনতে যে চাই শঙ্খ ধ্বনি।
সবুজ খেলার মাঠ আমাকে আজ ও ডাকে-
দুরন্ত মন খেলার নেশায় মুখিয়ে থাকে।
সোঁদা মাটির গন্ধ খুঁজে পাই বাতাসে-
রিম ঝিমি ঝিম ছন্দে যদি বৃষ্টি আসে।
শিউিলি ঝরা সকাল বেলার মেঘলা আকাশ,
শিশির ভেজা হিমের পরশ,শীতল বাতাস
নদীর চরে দোদুল সাদা কাশের বনে,
আগমনীর সুরে পাগল মন কে টানে।
আবার মনে হয় যে আমি উঠতি কিশোর,
বাঁধন বিহীন খেয়ালী মন ভাবনা বিভোর।
মন ছুঁতে চায় প্রজাপতি,রঙীন পরী,
প্রাণের বীণায় ঝঙ্কারে সুর যাদুকরী।
স্নিগ্ধ,চকিত,কাজল কালো চোখের তারা,
নজর কাড়া,মন উচাটন,পাগল পারা,
রঙীন চিঠি,প্রেমের ভাষা আকি-বুঁকি,
মনের কোণে সঙ্গোপনে মারে উঁকি।
হারানো সেই সুখের স্মৃতি বড়ই মধুর,
কালের স্রোতে সুপ্ত,মলিন,বেদনা বিধুর।
উজান পথে বারে বারে মন কে টানে,
সঞ্জীবনী মন্ত্র যোগায় উদাস প্রাণে।
ভাঁটার টানে জীবন বুঝি তরঙ্গ হীন ?
তাই কি রে মন কাটিয়ে এলি উজানে দিন ?
আয় ফিরে আয় মন রে আবার আপন স্থানে,
কল্পবিলাস দিন ভুলে এই বর্তমানে।
**************************************
সমর কুমার সরকার / শিলিগুড়ি
সমর কুমার সরকার / শিলিগুড়ি
***************************************
![Creative Commons License](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_u5-QZWDVMpOp7Cl58LXWXlnkUWEpmWjs8H5l4mky6hiYqwhjj9jwB1tUIcYbWOM6vm2Uhfu-ZRPsk7oysfzIcL0DjyWvqh6x2IA-AViDDyjRYYBxVvlEs=s0-d)
চল ফিরে যাই মন রে আবার by সমর কুমার সরকার / শিলিগুড়িis licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.Based on a work at samarkumarsarkar.blogspot.in
চল ফিরে যাই মন রে আবার by সমর কুমার সরকার / শিলিগুড়িis licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.Based on a work at samarkumarsarkar.blogspot.in
[<a rel="license" href="http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by-nc-nd/3.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" property="dct:title">চল ফিরে যাই মন রে আবার</span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="http://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=8244577398666389784" property="cc:attributionName" rel="cc:attributionURL">সমর কুমার সরকার / শিলিগুড়ি</a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US">Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="samarkumarsarkar.blogspot.in" rel="dct:source">samarkumarsarkar.blogspot.in</a>.]
No comments:
Post a Comment