'' বাংলা সাহিত্যের আসর ''

যে সমস্ত লেখক ও লেখিকা ' বাংলা সাহিত্যের আসরে ' তাদের নির্বাচিত লেখা প্রকাশ করতে চান,তারা তাদের লিখিত বিষয় টি Microsoft Words - এ লিখে অথবা Photo Shop -এ চিত্রসহ বিষয়টি প্রস্তুত করে samarkumarsarkar@yahoo.co.in বা samarkumarsarkar@gmail.com -এ E-mail করে পাঠিয়ে দেবেন । সদস্য হবার জন্য ও মন্তব্য লেখার জন্য Google Friend Connect ব্যবহার করুন। ব্লগ টিকে আপনাদের Face Book-এ Share করুন।

Monday, October 22, 2012

বুড়ো বুড়ীর নষ্ট সকাল - সমর কুমার সরকার / শিলিগুড়ি



বুড়ো বুড়ীর নষ্ট সকাল

বুড়ো বুড়ীর ঝগড়া শুরু,ঘুমের থেকে উঠে,
আয়নাতে মুখ দেখে বুড়োর পিত্তি গেছে চ'টে।
বুড়ী আজ ও খুব তেজালো,বুড়ো টা কম-জোরি,
সন্ধ্যা রাতেই রুগ্ন বুড়ো ঘুমায় তাড়াতাড়ি।
পূজার আনন্দেতে  বুড়ীর মাথার তো নেই ঠিক,
ঘুমের আগে লুকিয়ে মাখে ঠোঁটে লিপিস্টিক।
গভীর ঘুমে স্বপ্ন দেখে,নয় তো সে আর বুড়ী,
বয়েস কমে আগের মতই হয়েছে সুন্দরী।

দেখছে ঘুরে দুর্গা ঠাকুর প্যাণ্ডেলে,প্যাণ্ডেলে,
অবাক হয়ে তাকিয়ে আছে,পাড়ার যত ছেলে।
স্বপনে কি জাগরণে স্বভাব এক ই থাকে,
স্বপ্নে বুড়ী দেখতে পেলো প্রেমিক খোকন দা কে।
তার সাথে তে প্রণয় লীলা চললো অনেক ক্ষণ,
ঘন ঘন প্রেমিক কে সে দিলো যে চুম্বন।
বুড়ো উঠে তাকিয়ে দেখে,এ কি ! বাপ রে বাপ !
লিপিস্টিকের লাল রঙে তে আঁকা  ঠোঁটের ছাপ।

বুড়ো চ'টে লাল হ'লো,আর কালো যে মুখ খানা,
বুড়ীর আগে প্রেমিক ছিলো,সেটা যে তার জানা।
এমন চুমু বুড়ী তাকে দেয় নি কোন দিন,
ব্যাপার টা কি বুঝতে পেরে গা করে ঘিন্ ঘিন্।
মনে যাদের পাপের বাসা,পাপ লুকিয়ে রাখে,
সুযোগ পেলেই মনের মাঝে সে সব ফিরে দেখে।
বুড়ো ভাবে,"খোকন দা কে জানালে সোহাগ,
মাঝের থেকে গেঞ্জি টা তে লাগলো যে লাল দাগ।"

হঠাৎ বুড়ী জেগে উঠে,বুঝতে পারে ভুল,
হেসে বলে,আমার জন্যে এনো গোলাপ ফুল।
কাল রাতে যে দিলাম তোমায়,অনেক ভালবাসা,
তার বদলে রক্ত গোলাপ চাই যে আমার খাসা।
বুড়ো রেগে দেয় গালাগাল,"হারামজাদী,শালী,
এই বয়েসে আমার মুখে লাগাস যে চূণ-কালি !
ফুল দেব,না ঘেন্টু দেব,পাজী,হতচ্ছাড়া,
লুকিয়ে পীরিত কার সাথে তে ? ভাঙবো দাঁতের গোড়া।

গেঞ্জি খেলি,মন পুড়ালি পূজার সকালেতে,
ইচ্ছে আমার করছে না আর,তোর হাতে তে খেতে।"
এই কথাতেই বুড়ীর সাথে ঝগড়া হলো শুরু,
বলল বুড়ী মুখ বেঁকিয়ে,"আস্ত বলদ গরু,
মুরোদ তো নেই এতটুকু,ফোঁসফোঁসানি সার,
আমার হাতে না খাবে তো,দায় পড়েছে কার ?
নতুন গেঞ্জি কিনে আনো,আনো নতুন বউ,
সাধ্যে তোমার না কুলালে,ক'রো না ঘেউ ঘেউ।"

বুড়ো বলে,"খোকন দা কে পেলে হাতের কাছে,
ঘুচিয়ে দিতাম তোর পীরিতি,সে ক্ষমতা আছে।
জানা ছিল এ সব কথা,তোর রূপে তে ভুলে,
বিয়ে করে জীবন দেখি বৃথাই গেলো জলে।"
কথার পিঠে কথা ওঠে,ঝগড়া চলে বেড়ে,
বুড়ো-বুড়ীর কেচ্ছা এমন বাড়ছে ঘরে ঘরে।
পাপী বুড়ো-বুড়ী যারা,বলছি কানে কানে,
এক সাথেতে শুলে,বালিশ রাখুন যে মাঝ খানে।

*********************************
সমর কুমার সরকার / শিলিগুড়ি
*********************************
Creative Commons License
বুড়ো বুড়ীর নষ্ট সকাল by সমর কুমার সরকার / শিলিগুড়ি is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.Based on a work at samarkumarsarkar.blogspot.in


[<a rel="license" href="http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US"><img alt="Creative Commons License" style="border-width:0" src="http://i.creativecommons.org/l/by-nc-nd/3.0/88x31.png" /></a><br /><span xmlns:dct="http://purl.org/dc/terms/" property="dct:title">বুড়ো বুড়ীর নষ্ট সকাল</span> by <a xmlns:cc="http://creativecommons.org/ns#" href="http://www.blogger.com/blogger.g?blogID=1050337976214013732#editor/target=post;postID=5757050444127366749" property="cc:attributionName" rel="cc:attributionURL"> সমর কুমার সরকার / শিলিগুড়ি</a> is licensed under a <a rel="license" href="http://creativecommons.org/licenses/by-nc-nd/3.0/deed.en_US">Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License</a>.<br />Based on a work at <a xmlns:dct="http://purl.org/dc/terms/" href="samarkumarsarkar.blogspot.in" rel="dct:source">samarkumarsarkar.blogspot.in</a>.]




1 comment:

  1. bhari maja pelam, pujor sakale buro burir e birombana pore...likhte thakun sange rakhun pathoker bhalo laga

    ReplyDelete