কুকুরের গাড়ী
পেট্রোল,ডিজেলের দাম গেছে বেড়ে,
সাধ্য কি গরীবের সখে গাড়ী চড়ে ?
রিক্সাতে চড়লেই দশ-বিশ চায়,
দকে পড়ে গেছে যার কম-জোরি আয়।
সাইকেল থাকে যদি,খরচ টা কম,
বেশী দূরে যেতে হলে লাগে বড় দম।
সবচেয়ে ভালো,যদি পায়ে হাঁটা যায়,
গরীব মানুষে হাঁটে হয়ে নিরুপায়।
রোদে পুড়ে,জলে ভিজে হাঁটা যে কঠিন,
সস্তায় গাড়ী পেলে ফিরবে সুদিন।
মগজ খাটিয়ে তাই শেখ আনসারি,
বানিয়েছে দুই চাকা কুকুরের গাড়ী।
পাড়ায় পাড়ায় ঘোরে পথের কুকুর,
এঁটো-কাঁটা দিলে খুশী,চায় না প্রচুর।
গাড়ীতে লাগিয়ে দিলে প্রাণপণে ছোটে,
কুকুরের গাড়ী চড়ে লুখে দিন কাটে।
**********************************
সমর কুমার সরকার / শিলিগুড়ি
**********************************